হেরার আলোয় আলোকিত বরিশালের কেন্দ্রীয় ঈদগাহ মাঠ


১৩ ডিসেম্বর ২০২৪ ১৮:৪৭

গত শুক্রবার (৬ ডিসেম্বর) বিকেলে বরিশাল নগরীর হেমায়েত উদ্দীন কেন্দ্রীয় ঈদগাহ মাঠে বিভিন্ন দেশের খ্যাতিমানক্বারীদের নিয়ে অনুষ্ঠিত আন্তর্জাতিক কিরাত মাহফিল অনুষ্ঠিত হয়। আল কুরআন একাডেমি বরিশালের সভাপতি ও বিএম কলেজ ইসলামী শিক্ষা বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে বরিশালে আন্তর্জাতিক এ কিরাত মাহফিলে কিরাত পরিবেশন করেছেন মরক্কোর কারী ইলিয়াস আল মিহয়াউঈ, পাকিস্তানের ক্বারী হাম্মাদ আনওয়ার নাফীসী, ইরানের ক্বারী হামীদ রেজা আহমাদী ওয়াফা, মিশরের শাইখ ইয়াসির শারক্বাউঈ এবং বাংলাদেশের প্রখ্যাত ক্বারী শাইখ আহমাদ বিন ইউসুফ আযহারী। আন্তর্জাতিক কিরাত সংগঠন ‘ইকরা’র আমন্ত্রণে এসব বিদেশি কারী বাংলাদেশে এসেছেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন বরিশাল আল কুরআন একাডেমির প্রধান উপদেষ্টা এডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল, উপদেষ্টা অধ্যক্ষ জহির উদ্দিন মুহাম্মদ বাবর এবং ইসলামী ব্যাংক হাসপাতালের সুপারিন্টেন্ডেন্ট বীর মুক্তিযোদ্ধা ডা. আলতাফ উদ্দিন আহমেদ।
গত ৬ ডিসেম্বর শুক্রবার বিকেল থেকে ইসলামী সাংস্কৃতিক পরিবেশনায় ছিল ঢাকার সাইমুম শিল্পীগোষ্ঠী ও হ্যাভেন টিউন নাশিদ ব্যান্ড, বরিশাল সাংস্কৃতিক সংসদ, হেরাররশ্মি শিল্পীগোষ্ঠী ও সূচনা সাংস্কৃতিক সংসদ। মাহফিলে মহিলাদের জন্য ছিল আলাদা প্যান্ডেল, যেখানে বিশাল এলইডি ডিসপ্লেতে তিলাওয়াত শোনার সুযোগ পেয়েছেন তারা।
মঞ্চের ব্রাকগ্রান্ড ও মাঠের দুই প্রান্তে বিশাল ডিসপ্লেবোর্ডের মাধ্যমে বিদেশি ক্বারীদের খুব কাছ থেকে দেখার সুযোগ পেয়েছেন আগত কুরআনপ্রেমী হাজারো দর্শক। বর্ণিল আলোর ঝলকানি আর কুরআনের মোহনীয় সুর একাকার হয়ে তৈরি করে এক নৈসর্গিক পরিবেশ, যা বরিশালবাসী মনে রাখবেন অনেক দিন। প্রেস বিজ্ঞপ্তি।