গণহত্যায় জড়িতদের বিচার করতে হবে : মাওলানা আবদুল হালিম


১৩ ডিসেম্বর ২০২৪ ১৮:৪৬

সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাওলানা আবদুল হালিম বলেছেন, চব্বিশের ছাত্র-জনতার অভ্যুত্থানে যারা গণহত্যা চালিয়েছে, তাদের বাংলার মাটিতেই বিচার করা হবে এবং এর মধ্য দিয়ে একটি ঐক্যবদ্ধ কল্যাণমুখী দেশ গড়ে তোলা হবে। তিনি গত ৯ ডিসেম্বর সোমবার সন্ধ্যায় নীলফামারীর সৈয়দপুরে এক শিক্ষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেছেন।
তিনি আরও বলেন, বিগত ১৫ বছরে আওয়ামী লীগের সরকার দেশকে সার্বিকভাবে ক্ষতিগ্রস্ত করে গেছে। উন্নয়নের নামে মেগা প্রজেক্টে তারা মেগা লুটপাট করেছে। লাখ লাখ কোটি টাকা বিদেশে পাচার করে দেশের অর্থনীতিকে তলানিতে ফেলে দিয়েছে। এমনকি দেশের সার্বভৌমত্বকে প্রতিবেশী দেশের কাছে বিকিয়ে দিয়ে নিজেদের ক্ষমতাকে পাকাপোক্ত করার অপপ্রয়াস চালিয়েছে। কিন্তু আয়নাঘরে নির্যাতিত অসহায় মানুষসহ স্বৈরাচার হাসিনার অন্যায় আক্রোশের শিকার প্রতিটি মানুষের আর্তনাদ আল্লাহর কাছে গৃহীত হওয়ায় পতনের পথ তৈরি হয়েছিল। যার সর্বশেষ পরিণতি ঘটে বৈষম্যবিরোধী আন্দোলনের মাধ্যমে। আল্লাহর সাহায্যেই সেই আন্দোলন এক দফার গণঅভ্যুত্থানে পরিণত হয় এবং সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় তা বিজয়ের মুখ দেখে। তিনি আরও বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার অত্যন্ত সচেতনতার সাথে পথ চলছে। জামায়াতে ইসলামী প্রতিহিংসার রাজনীতি করে না। তবে যারা গণহত্যার সাথে জড়িত, তাদের শাস্তির আওতায় আনার আহ্বান জানাই। সময় হলেই তাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেয়া হবে। বিগত দিনের অন্যায় ও অবিচারের কারণে যেই দোষী সাব্যস্ত হবে তাকেই বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে। একজনকেও ছাড় দেয়া হবে না। তবে তাদের মতো অবিচার করা হবে না। সেজন্যই সতর্কতার সাথে সব বিষয় ধীরস্থিরভাবে করা হচ্ছে। তাছাড়া প্রশাসনে এখনো সেই মানের লোক পর্যাপ্ত নেই। তাই এ ব্যাপারে কাজ করে যাচ্ছে সরকার।
জামায়াত নেতা আরও বলেন, আন্দোলনের সময়ের ঐক্যকে সমুন্নত করে গণহত্যায় জড়িতদের সকলকে দেশে এনে তাদের উপযুক্ত বিচার ও শাস্তি নিশ্চিত করার মাধ্যমে বাংলাদেশকে একটি প্রকৃত কল্যাণমুখী ও সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তোলা হবে। এজন্য তিনি দেশবাসী সকলের প্রতি আহ্বান জানান এবং দলীয় নেতাকর্মীদের দেশ পরিচালনার মানসম্পন্ন হয়ে নিজেদের তৈরি করার নির্দেশনা দেন।
যাতে করে আল্লাহর রহমতে এবং দেশবাসীর ভালোবাসায় যদি দেশের দায়িত্ব জামায়াতে ইসলামী পায়, তাহলে যেন দেশবাসীর আকাক্সক্ষা অনুযায়ী পরিচালনা করতে পারে।
বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন সৈয়দপুর শহর ও উপজেলা শাখা আয়োজিত এ শিক্ষক সমাবেশে বিশেষ অতিথি ছিলেন নীলফামারী জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ আব্দুস সাত্তার। এতে সভাপতিত্ব করেন সৈয়দপুর উপজেলা আমীর হাফেজ আব্দুল মুনতাকিম। উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আন্তাজুল ইসলাম, মাদরাসা শিক্ষক ফোরামের জেলা সভাপতি মাওলানা আব্দুস সামাদ আজাদ, সৈয়দপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি আলহাজ মাজহারুল ইসলাম, শহর জামায়াতের আমীর শরফুদ্দিন খান, সেক্রেটারি মাওলানা ওয়াজেদ আলী প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের দুই শতাধিক শিক্ষক অংশগ্রহণ করেন।