মাওলানা খোদা বক্স, গোলজার ও ইসহাক আলীর ইন্তেকালে আমীরে জামায়াতের শোক


১৩ ডিসেম্বর ২০২৪ ১৮:৪৪

দিনাজপুর-১ আসনের জামায়াতে ইসলামীর সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী, দিনাজপুর জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও বীরগঞ্জের শীতলাই আলিম মাদরাসার আরবি বিভাগের প্রভাষক মাওলানা খোদা বক্স সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত ৮ ডিসেম্বর রোববার বিকাল পৌনে ৪টায় তিনি রংপুর কমিউনিটি হাসপাতালে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৫ বছর। তিনি স্ত্রী, ১ কন্যা, ১ পুত্র-সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে মুহূর্তেই বীরগঞ্জ ও কাহারোল এলাকায় শোকের ছায়া নেমে আসে।
উল্লেখ্য, গত ৭ ডিসেম্বর শনিবার বিকালে দিনাজপুর সরকারি কলেজ মোড় এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন মাওলানা খোদা বক্স। তিনি বীরগঞ্জ থেকে দিনাজপুর শহরে আসার পথে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহত হবার পর স্থানীয়রা তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে মাওলানা খোদা বক্সের স্বজন ও সাংগঠনিক শুভাকাক্সক্ষীগণ হাসপাতালে ছুটে আসেন। অবস্থার অবনতি হওয়ায় তাকে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনের আইসিইউতে ভর্তি করা হয়। সন্ধ্যায় আরো উন্নত চিকিৎসার জন্য রংপুর কমিউনিটি হাসপাতালে নেয়া হয়। সেখানে তার একটি অপারেশন সম্পন্ন করা হয়। এরপর গত ৮ ডিসেম্বর রোববার চিকিৎসকগণের পরামর্শে ঢাকার নিউরো সায়েন্স হাসপাতালে নেয়ার সিদ্ধান্ত হয়। বিকালে এয়ার এ্যাম্বুলেন্স প্রস্তুত করে উঠানোর প্রাক্কালে মাওলানা খোদা বক্স ইন্তেকাল করেন।
গোলজার আলমের ইন্তেকাল : বাংলাদেশ জামায়াতে ইসলামী খুলনা জেলার ফুলতলা উপজেলার প্রবীণ সদস্য (রুকন) গোলজার আলম ক্যানসারে আক্রান্ত হয়ে গত ৬ ডিসেম্বর শুক্রবার বিকাল সোয়া ৩টায় ৭৫ বছর বয়সে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, ১ পুত্র ও ৪ কন্যাসহ বহু আত্মীয়-স্বজন রেখে গেছেন। এদিন রাত ১০টায় পিপড়াইল জামিরায় জানাযা শেষে তাকে পিপরাইল বিশ্বাস বাড়ি কবরস্থানে দাফন করা হয়েছে।
ইসহাক আলীর ইন্তেকাল
বাংলাদেশ জামায়াতে ইসলামী নীলফামারী জেলার প্রবীণ সদস্য (রুকন) ও সাবেক উপজেলা আমীর মাওলানা ইসহাক আলী বার্ধক্যজনিত কারণে গত ৮ ডিসেম্বর রাত সাড়ে ৩টায় ৮০ বছর বয়সে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, ৩ পুত্র ও ৭ কন্যাসহ বহু আত্মীয়-স্বজন রেখে গেছেন। ৮ ডিসেম্বর বিকাল সাড়ে ৪টায় দারোয়ানী উচ্চবিদ্যালয় মাঠে জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
প্রভাষক মাওলানা খোদা বক্স, গোলজার আলম ও মাওলানা ইসহাক আলীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান গত ৮ ডিসেম্বর রোববার এক শোকবাণী প্রদান করেছেন। শোকবাণীতে তিনি বলেন, প্রভাষক মাওলানা খোদা বক্স একজন জনপ্রিয় নেতা ছিলেন। সদা হাস্যোজ্জ্বল ও বন্ধুসুলভ আচরণের মাধ্যমে তিনি অল্প বয়সেই মানুষের ভালোবাসা লাভে সক্ষম হয়েছিলেন। তার ইন্তেকালে আমরা ইসলামী আন্দোলনের একজন নিবেদিতপ্রাণ দাঈকে হারালাম। তিনি ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে গেছেন এবং ইসলামী আন্দোলনের প্রচার ও প্রসারে তার অনেক অবদান রয়েছে। আমি তার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করছি।
শোকবাণীতে তিনি আরও বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা তাকে ক্ষমা ও রহম করুন এবং তার কবরকে প্রশস্ত করুন। তার গুনাহ-খাতাগুলোকে ক্ষমা করে দিয়ে নেকিতে পরিণত করুন। কবর থেকে শুরু করে পরবর্তী প্রত্যেকটি মঞ্জিলকে তার জন্য সহজ, আরামদায়ক ও কল্যাণময় করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে উচ্চ মাকাম দান করুন এবং তার শোকাহত পরিবার-পরিজনদের এ শোক সহ্য করার তাওফিক দান করুন।
শোকবাণীতে তিনি বলেন, খোদা বক্স, গোলজার আলম ও মাওলানা ইসহাক আলীর ইন্তেকালে আমরা ইসলামী আন্দোলনের ৩ জন নিবেদিতপ্রাণ দাঈকে হারালাম। তারা ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে গেছেন এবং ইসলামী আন্দোলনের প্রচার ও প্রসারে তাদের অনেক অবদান রয়েছে। আমি তাদের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করছি। প্রেস বিজ্ঞপ্তি।