ন্যাপের নিবন্ধনটি দ্রুত অনুমোদনের অনুরোধ
১৩ ডিসেম্বর ২০২৪ ১৭:৫৯
ন্যাশনাল আওয়ামী পার্টি বাংলাদেশের (ন্যাপ বাংলাদেশ) নেতৃবৃন্দ সম্প্রতি নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) নাসির উদ্দিন এর সাথে সাক্ষাৎ করে ন্যাপের নিবন্ধন আবেদনটি দ্রুত অনুমোদনের জন্য অনুরোধ করেছেন। সাক্ষাৎকালে বিগত খুনি হাসিনা সরকার কর্তৃক ন্যাপ বাংলাদেশের ওপর পরিচালিত নিপীড়ন ও নির্যাতনের চিত্র তুলে ধরেন নেতৃবৃন্দ। সিইসি ন্যাপ বাংলাদেশ নেতৃবৃন্দের বক্তব্য ধৈর্যের সাথে শোনেন ও নিবন্ধন আবেদন দ্রুত বিবেচনার আশ্বাস দেন।
রাজনৈতিক দল নিবন্ধনের প্রচলিত আইন পরিবর্তন করে বছরের ৩৬৫ দিনই নিবন্ধন আবেদনের দরজা খোলা রাখার জন্য সিইসিকে রাজনৈতিক নেতৃবৃন্দ বৈঠকে অনুরোধ করেন।
সংগঠনের চেয়ারম্যান বর্ষীয়ান রাজনীতিবিদ মোহাম্মদ ফারুক ইসলাম প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। তার সাথে আরো ছিলেন ন্যাপ বাংলাদেশের মহাসচিব নেয়াজ আহমদ খান, জাকারিয়া খান, জিয়াউর রহমান নওশা ও মোহাম্মদ নাসিম। প্রধান নির্বাচন কমিশনার নিযুক্ত হওয়ায় ন্যাপ বাংলাদেশ নেতৃবৃন্দ সিইসিকে অভিনন্দন জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।