আবদুল কুদ্দুস ফরিদী-এর কবিতা

আলোর পথের যাত্রী


২৬ ডিসেম্বর ২০২৪ ১২:০০

আলোর পথে চালাও তুমি আমি আলোর যাত্রী,
জোসনা চাঁদের আলো দিও যখন নামে রাত্রি।
আমার কেবল ইচ্ছে করে সরল পথে চলতে,
মিথ্যা বাতিল জুলুমবাজের মুণ্ডুটাকে দলতে।
আমি যদি পথ ভুলে যাই হাতটি আমার ধরো,
সহজ পথটি দেখিয়ে দিয়ে অনুগ্রহ কর।
আলোর পথে চলতে আমার দ্রুত চলে পা,
আঁধার পথে চলতে আমার ইচ্ছে করে না।
ভণ্ড যারা তাদের পথে চলতে আমার ভয়,
পা পিছলে পড়ে যাবÑ কখন কীযে হয়।
দেখে শুনে চলব আমি আলোর আঙিনায়,
যেখানটিতে ফুলের বাগান পাখিরা গান গায়।
হেরার পথে চলতে আমি চাই যে প্রতিদিন,
আমার দোয়া কবুল কর রাব্বুল আলামিন।