জুলাই সনদ বাস্তবায়নে দ্রুত সময়ে গণভোটের আয়োজন করতে হবে
৩০ অক্টোবর ২০২৫ ১৮:০০
সরওয়ার কামাল, মহেশখালী : বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য ড. এএইচএম হামিদুর রহমান আযাদ বলেছেন, জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তির জন্য অবিলন্বে আদেশ জারি করে নভেম্বরে গণভোটের আয়োজান করতে হবে।
ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে কালারমারছড়া আধারঘোনার শহীদ তোফায়েল, ২৪-এর গণঅভ্যুত্থানে শিবির কর্মী শহীদ তানভীর ছিদ্দিকীসহ সকল শহীদকে স্মরণ করে তিনি যাদের রক্ত ও জীবনের বিনিময়ে নতুন বাংলাদেশের ইতিহাস লেখা শুরু হয়েছে, তাদের আত্মার শান্তির জন্য বাংলাদেশের জুলাই সনদের আইনি ভিত্তি কার্যকর করার জন্য দ্রুত সময়ে গণভোটের আয়োজন করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান। গত শুক্রবার (২৪ অক্টোবর) মহেশখালী কালারমারছড়া ইউনিয়ন তৃণমূল কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. হামিদুর রহমান আযাদ বলেন, জনগণের সমর্থনে জামায়াতে ইসলামী দেশ পরিচালনার দায়িত্ব পেলে নবী (সা.)-এর প্রতিষ্ঠিত মদিনার আদলে বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্ররূপে গড়ে তোলা হবে। যে রাষ্ট্রে সকল ধর্ম ও সকল মানুষের অধিকার নিশ্চিত করা হবে। তিনি বলেন, আদর্শিক নেতৃত্ব নির্বাচন করা ছাড়া জনগণের ভাগ্য পরিবর্তন হবে না। কারণ অতীতে মিথ্যা আশ্বাস দিয়ে জনগণের ভাগ্যের পরিবর্তে নিজেদের ভাগ্যের পরিবর্তন হয়েছে, যা মহেশখালী-কুতুবদিয়ার মানুষের কাছে দিনের আলোর মতো পরিষ্কার। ড. আযাদ আরো বলেন, জামায়াতে ইসলামী শুধু একটি রাজনৈতিক দল নয়, জামায়াত একটি আদর্শের নাম। তিনি বলেন, জামায়াত ক্ষমতায় এলে বাংলাদেশের কোনো মানুষ বেকার থাকবে না। কন্যাদায়গ্রস্ত পিতার কোনো চিন্তা করতে হবে না, কারণ রাসূলের (সা.) মদিনা সনদে রাষ্ট্র পরিচালনার দিকনির্দেশনা দেয়া হয়েছে।