আত্রাইয়ে ভবানীপুর বাজার বণিক সমিতির সভাপতি লেবু, সম্পাদক আলমগীর


৩০ অক্টোবর ২০২৫ ১৭:৫৪

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) : নওগাঁর আত্রাইয়ে ভবানীপুর বাজার বণিক সমিতির সভাপতি মো. আরিফুজ্জামান লেবু এবং সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন নির্বাচিত হয়েছেন।
গত সোমবার (২৭ অক্টোবর) ভবানীপুর বাজার বণিক সমিতি নিজস্ব কার্যালয়ে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়।
সহ-সভাপতি মো. মহসিন প্রামাণিক, সহ-সাধারণ সম্পাদক মো. জুয়েল মণ্ডল নির্বাচিত হয়েছেন। এছাড়া ৭টি পদে আরো ৭ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে ১১টি পদে মোট ১৭ প্রার্থী অংশগ্রহণ করেন। মোট ভোটার সংখ্যা ৫৫৪ জন। ভোটাধিকার প্রয়োগ করেন ৫২০ জন। ভোট দেয়নি ও বাতিল ভোট ২৯টি। প্রিসাইডিং কর্মকর্তার দায়িত্বে ছিলেন জি এস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাহবুর রহমান গত সোমবার সন্ধ্যায় ৬টার সময় এ নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।