বাগেরহাট জেলা ছাত্র কল্যাণ সোসাইটির সভাপতি সাঈফ সেক্রেটারি সাকিব


১৬ অক্টোবর ২০২৫ ১৪:২৩

কবির হোসেন কিবরিয়া, শরণখোলা : বাগেরহাট থেকে ঢাকায় পড়তে আসা শিক্ষার্থীদের সংগঠন বাগেরহাট জেলা ছাত্রকল্যাণ সোসাইটি, ঢাকার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি মনোনীত হয়েছেন নাজমুল হাসান সাইফ এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন নাজমুস সাকিব। গত শুক্রবার (১০ অক্টোবর) শাহবাগে ঢাকাস্থ বাগেরহাট ফোরামের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের এক সভায় পূর্বের কমিটির মেয়াদ শেষ হওয়ায় উক্ত কমিটি ঘোষণা করা হয়। নব মনোনীত সভাপতি এবং সাধারণ সম্পাদককে আগামী ১৫ কর্মদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করার নির্দেশ দেওয়া হয়। দায়িত্বপ্রাপ্ত কমিটি আগামী এক বছরের জন্য নিজেদের কার্যক্রম পরিচালনা করবেন।