বুকভরে নিশ্বাস নিতে চাই
১৬ অক্টোবর ২০২৫ ১৪:১৭
ও আকাশ ও বিহঙ্গ
আমায় সঙ্গে নাও,
তোমাদের ওই নিঃসীম নীলিমায়
আমি একটু ডানা মেলতে চাই
বুক ভরে নিশ্বাস নিতে চাই।
আমাদের আবাস ভূমি ক্লেদাক্ত হয়ে গেছে,
এখানে আর প্রাণ নেই
ভালোবাসা নেই,
নেই শান্তির বারতা,
সাপদেরা ঘিরে ফেলছে সব।
ও আকাশ ও বিহঙ্গ
আমায় সঙ্গে নাও,
তোমাদের ওই নীল সাগরে
আমি একটু ভাসতে চাই,
সিন্দাবাদের জাহাজ হয়ে পাল উড়ায়ে
একটু হাসতে চাই।
আমাদের মাটির পৃথিবী আর
আগের মতো নেই।
দিন-দুপুরে মাঠে-ঘাটে দানবের
পৈশাচিক উল্লাস,
রক্তখেকো আজাজিলের অট্টহাসি,
মুহূর্তে লণ্ঠিত হয় নারীর সম্ভ্রম
প্রতিবাদী মানুষের রক্ত ঝরে
শিশুর কান্নায় ভারী হয় জনপদ।
স্বার্থান্বেষী বিশ্বাসঘাতকদের রুদ্ধদ্বার ষড়যন্ত্রে
স্থাপনাগুলো কাঁপছে,
মিথ্যার বেসাতিতে বৃক্ষের পাতা
ঝরে ঝরে পড়ছে।
ও আকাশ ও বিহঙ্গ
আমায় সঙ্গে নাও,
আমি তোমাদের ওই সুদূর নীল
একটু ছুঁয়ে দেখতে চাই,
মেঘেদের সাথে মিতালী
করতে চাই,
আমাদের জলাশয় এবং শষ্যক্ষেতগুলো মৃতপ্রায়॥