২০ বছর পর ঢাকায় বাংলাদেশ-পাকিস্তান যৌথ অর্থনৈতিক কমিশনের বৈঠক


১৬ অক্টোবর ২০২৫ ১৩:৩২

কূটনৈতিক সংবাদদাতা: দীর্ঘ দুই দশক পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ ও পাকিস্তানের যৌথ অর্থনৈতিক কমিশনের (জেইসি) বৈঠক। আগামী ২৭ অক্টোবর এ বৈঠক অনুষ্ঠিত হবে ঢাকায়। নবম জেইসি বৈঠকে অংশ নিতে ঢাকা সফরে আসছেন পাকিস্তানের অর্থনৈতিক বিষয়ক মন্ত্রী আহাদ খান চিমা।
বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ, আর পাকিস্তান প্রতিনিধিদলের নেতৃত্বে থাকবেন আহাদ খান চিমা নিজেই। শুধু বৈঠকেই নয়, সফরকালে তিনি একাধিক উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নেওয়ার পাশাপাশি প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাতের সম্ভাবনাও রয়েছে।
উল্লেখযোগ্য যে, দুই দেশের মধ্যে সর্বশেষ জেইসি বৈঠক অনুষ্ঠিত হয়েছিল ২০০৫ সালের ১২ সেপ্টেম্বর ঢাকায়। তারপর দীর্ঘসময় বন্ধ থাকার পর নতুন করে রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তন এবং কূটনৈতিক সম্পর্ক উন্নয়নের অংশ হিসেবে দুই দেশ আবারও আলোচনার টেবিলে বসতে যাচ্ছে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এবারের বৈঠকে সরাসরি অর্থনৈতিক সহযোগিতার ওপর গুরুত্ব দেওয়া হবে। বিশেষত বাণিজ্য, বিনিয়োগ, কৃষি খাত, আর্থিক সেবা ও ব্যাংকিং খাতে পারস্পরিক সহায়তা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হবে।
বাংলাদেশের পক্ষ থেকে বৈঠকে পাকিস্তানকে শুল্ক ও কোটামুক্ত সুবিধার আওতায় চা, পাটজাত পণ্য, ওষুধ, তৈরি পোশাক এবং ইলেকট্রনিকস সামগ্রী রপ্তানির প্রস্তাব দেওয়া হবে বলে জানা গেছে। এতে করে দুই দেশের মধ্যকার বাণিজ্য ঘাটতি হ্রাসের পাশাপাশি রপ্তানি খাতে নতুন সুযোগ তৈরি হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
পাকিস্তানের মন্ত্রীর এ সফরটি হবে ঢাকায় মন্ত্রী পর্যায়ে দেশটির চতুর্থ সফর। এর আগে জুলাই মাসে গণআন্দোলনের প্রেক্ষিতে রাজনৈতিক পরিবর্তনের পর পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ, বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান এবং উপপ্রধানমন্ত্রী ইসহাক দার ঢাকা সফর করেছেন।
এছাড়া জানা গেছে, জেইসি বৈঠকের ধারাবাহিকতায় শিগগিরই বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন ইসলামাবাদ সফরে যাবেন। পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খানের আমন্ত্রণে দ্বিপক্ষীয় বাণিজ্যিক সহযোগিতা নিয়ে আলোচনা করবেন তিনি।