চট্টগ্রামে সিরাতুন্নবী (সা.) মাহফিলে আনোয়ার হোসেন তাহেরি

ইসলামের আলোকে ন্যায়ভিত্তিক রাষ্ট্র পরিগঠন করতে হবে


৯ অক্টোবর ২০২৫ ১৪:৩০

চট্টগ্রাম বন্দরস্থ বায়তুল আরাফ জামে মসজিদ পরিচালনা কমিটির উদ্যোগে মসজিদ প্রাঙ্গণে গত রোববার (৫ অক্টোবর) সিরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাহফিলে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন আন্দরকিল্লাহ শাহী জামে মসজিদের খতিব সাইয়েদ আনোয়ার হোসেন তাহেরি জাবেরি আল মাদানী। এতে প্রধান বক্তা হিসেবে তাফসির পেশ করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাচ্ছিরে কুরআন ড. আবুল কালাম আজাদ বাশার। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগরী সভাপতি এস এম লুৎফর রহমান। বিশেষ ওয়ায়েজ হিসেবে আলোচনা পেশ করেন তরুণ আলেমেদীন হাফেজ মাওলানা লোকমান হাকিম। উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরীর সহ-সভাপতি মকবুল আহমদ ভূইয়া।
সাইয়েদ আনোয়ার হোসেন তাহেরি জাবেরি আল মাদানী বলেন, শ্রমিক-মেহনতি মানুষসহ সকল শ্রেণি-পেশার মানুষের অধিকার নিশ্চিত করতে পারে কেবল রাসূলুল্লাহ (সা.)-এর আনীত জীবনবিধান ইসলাম। রাসূলুল্লাহ (সা.)-এর পৃথিবীতে আগমনের অন্যতম উদ্দেশ্য ছিল সকল জুলুম-নিপীড়নের মূলোচ্ছেদ করে ইনসাফের সমাজ প্রতিষ্ঠা করা। সকল মানুষের অধিকার নিশ্চিত করবে এমন একটি রাষ্ট্র প্রতিষ্ঠা।
তিনি বলেন, রাসূল সা. মানুষকে মানুষ হিসেবে গড়ে তুলেছেন। পাশাপাশি সেসব সোনার মানুষদের সমন্বয়ে একটি সোনালি সমাজ ও ইনসাফভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন। তাই নবীজির উম্মত হিসেবে আমাদেরও একই দায়িত্ব পালন করতে হবে। নবীজির দেখানো আদর্শ অনুসরণ করে একটি ইনসাফভিত্তিক সমাজ ও রাষ্ট্র পরিগঠন করতে পারলেই শ্রমিক-মেহনতি মানুষের অধিকার নিশ্চিত হবে।
আনোয়ার হোসেন তাহেরি আরো বলেন, দুর্বল-অসহায় মানুষ পাবে রাষ্ট্রের আশ্রয় ও পৃষ্ঠপোষকতা। নারীরা লাভ করবে একটি ভয়হীন, নিরাপদ ও পবিত্র সমাজকাঠামো। এভাবে করে সকল শ্রেণির, সকল স্তরের মানুষের শান্তি নিশ্চিত হবে।
ইসলামকে আদর্শ হিসেবে ধারণ করে, লালন করে, অনুশীলন করে এমন ব্যক্তিদের হাতে আগামীর বাংলাদেশের নেতৃত্ব সোপর্দ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, আগামীর বাংলাদেশকে ইসলামভিত্তিক, ইনসাফভিত্তিক ও শ্রমিকবান্ধব বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে হবে। ইসলামের শিক্ষার আলোকে ন্যায়ভিত্তিক রাষ্ট্র পরিগঠন করতে হবে।
বায়তুল আরাফ জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের চট্টগ্রাম মহানগরী সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী সিরাতুন্নবী (সা.) মাহফিল সভাপতিত্ব করেন। সঞ্চালনা করেন শ্রমিক কল্যাণ ফেডারেশন বন্দর থানার সভাপতি মুজাহিদুল ইসলাম আদনান। মাহফিল ব্যবস্থাপনার দায়িত্ব পালন করেন বন্দর ইসলামী শ্রমিক সংঘের সভাপতি মুহাম্মদ হেলাল, সাধারণ সম্পাদক মুহাম্মদ ইয়াছিন, শ্রমিক নেতা মুহাম্মদ রফিকুল ইসলাম, মুহাম্মদ রুমেল প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।