বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক শিক্ষক দিবস পালন


৯ অক্টোবর ২০২৫ ১৪:২৯

সারা দেশে বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে আন্তর্জাতিক শিক্ষক দিবস-২০২৫। দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালি করেছে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন ও স্থানীয় প্রশাসন। গত রোববার (৫ অক্টোবর) দেশব্যাপী এসব কর্মসূচি পালিত হয়।
দিবসটি উপলক্ষে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন রংপুর মহানগর ও জেলা শাখার উদ্যোগে রোববার নগরীর টাউন হলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আদর্শ শিক্ষক ফেডারেশন রংপুর মহানগর শাখার সভাপতি অধ্যাপক মোহাম্মদ গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের আঞ্চলিক উপদেষ্টা অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল। এতে বিশেষ অতিথি ছিলেন আদর্শ শিক্ষক ফেডারেশন রংপুর মহানগর উপদেষ্টা উপাধ্যক্ষ মাওলানা এটিএম আজম খান। এতে বক্তব্য রাখেন জেলা শাখার উপদেষ্টা মাওলানা এনামুল হক। আলোচনা সভা শেষে এক বিরাট শোভাযাত্রা নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পিরোজপুর : ‘শিক্ষক পেশা, মিলিত প্রচেষ্টার দীপ্তি ও শিক্ষক সংকটে নেতৃত্বদান, ভবিষ্যতের পুনর্নির্মাণ’- এ প্রতিপাদ্য সামনে রেখে পিরোজপুরে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৫ অক্টোবর) বেলা ১১টায় জেলা প্রশাসন ও জেলা শিক্ষা পরিবার এবং আদর্শ শিক্ষক ফেডারেশনের জেলা শাখার আয়োজনে শহরের সার্কিট হাউস থেকে র‌্যালিটি শুরু করে প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে দুপুর ১২টায় জেলা প্রশাসনের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান।
‎এতে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলাউদ্দীন ভূঞা জনীর সভাপতিত্বে ও সহকারী কমিশনার এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসেনের সঞ্চালনায় বক্তব্য দেন জেলা শিক্ষা অফিসার মো. ইদ্রিস আলী আজিজী, সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর পান্না লাল রায়, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর শেখ রফিকুল ইসলাম, তেজদাসকাঠি কলেজের অধ্যক্ষ ও শিক্ষক নেতা অধ্যক্ষ আলমগীর হোসেন, সরকারি মাধ্যমিক বালিকা উচ্চ বিদ্যলয়ের প্রধান শিক্ষক এমদাদুল হক, আদর্শ শিক্ষক ফেডারেশনের জেলা সেক্রেটারি আনসারুজ্জামান হালিম, আদর্শ শিক্ষক ফেডারেশনের জেলা সদস্য ও মাহমুদিয়া নেছারিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা গাজী রুহুল আমিন, ফেডারেশনের পৌর সভাপতি ও একরামুন্নেছা বালিকা উচ্চ বিদ্যলয়ের প্রধান শিক্ষক জাহিদুল ইসলামসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা।
গাইবান্ধা : আন্তর্জাতিক শিক্ষক দিবস উপলক্ষে গত রোববার (৫ অক্টোবর) জেলা প্রশাসক কার্যালয়ে এক আলোচনা সভা জেলা শিক্ষা অফিসার আতাউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জেম আহমেদ। বক্তব্য দেন গাইবান্ধা সরকারি কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক আব্দুর রশিদ, গাইবান্ধা সিদ্দিকীয়া কামিল মাদরাসার অধ্যক্ষ শরিফ মো. আবু ইউসুফ, সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শুসানত কুমার, মডার্ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলাম, প্রধান শিক্ষক রফিকুল আলম, মনোরঞ্জনশীল, মনিরুল ইসলাম, জেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার এস এম আরসাদ প্রমুখ। এর আগে একটি র‌্যালি পৌর পার্ক থেকে শুরু হয়ে ডিসি অফিসে গিয়ে শেষ হয়।
যশোর : শিক্ষকদের মাথায় মুকুট পরিয়ে অন্যরকম আন্তর্জাতিক বিশ্ব শিক্ষক দিবস পালন করেছে যশোর আদ্-দ্বীন নার্সিং ইনস্টিটিউট। শিক্ষকদের সম্মান জানাতে গত রোববার (৫ অক্টোবর) বিশেষ এই দিবসটিতে তাদের ফুলেল শুভেচ্ছা, উপহার প্রদান এবং কেক কাটার মাধ্যমে সংবর্ধনা প্রদান করা হয়।
এতে প্রধান অতিথির আলোচনা করেন যশোর আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতাল এবং আদ্-দ্বীন নার্সিং ইনস্টিটিউটের অ্যাসোসিয়েট ডিরেক্টর নাজমুন নাহার।
এ সময় তিনি বলেন, একজন শিক্ষার্থীর শিক্ষা এবং সাফল্যের পেছনে যাদের অবদান সবচেয়ে বেশি থাকে তারা হলেন শিক্ষক। শিক্ষার্থীদের ব্যক্তি জীবন ও ক্যারিয়ার গঠনে শিক্ষকদের অবদানকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন তিনি।
নাটোর : ‘শিক্ষকতা পেশা: মিলিত প্রচেষ্টা দীপ্তি’ প্রতিপাদ্যে নাটোরের বাগাতিপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে বিশ্ব শিক্ষক দিবস-২০২৫। এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয় র‌্যালি ও আলোচনা সভা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফ আফজাল রাজন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ওয়াজেদ আলী মৃধা।
কাপাসিয়া (গাজীপুর) : গাজীপুরের কাপাসিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গত রোববার (৫ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ চত্বরে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শিক্ষক দিবসের আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ডা. তামান্না তাসনীম।