অয়ময়ের লাল গরু
৪ জুন ২০২৫ ১২:৪৩
॥ কাজী আবুল কাশেম রতন ॥
কাল ঈদ, অয়ময় তার দাদার সাথে হাটে গেছে। বড় একটা গরু কিনবে, অয়ময়ের পছন্দ লাল গরু। সে দাদার সাথে হাটে গিয়ে বায়না ধরেছে- বড় একটা লাল গরু কিনবে। স্কুলে ক্লাসে সে বন্ধুর কাছে শুনেছে, তার বন্ধুর বাবা নাকি একটা বড় লাল গরু কিনেছে। হাটে গিয়ে অয়ময় দাদার হাত ধরে এদিক-ওদিক দেখছে, লাল গরু চোখে পড়ছে না। হঠাৎ চোখে পড়লো বেশ বড় উঁচা-লম্বা লাল গরু। দেখতে খুব সুন্দর। অয়ময় দাদাকে লাল বড় গরুটা দেখিয়ে বলল, এটা কিনবো। দাদা নাতির পছন্দমতো গরুটার সামনে গেল। দাম জানতে চাইলো। বিক্রেতা সত্তর হাজার টাকা দাম চাইলো। দাদা মনে মনে চিন্তা করছেন, চল্লিশ হাজার টাকায় দিবে না। হয়তো পঞ্চাশ হাজার টাকায় দিবে। এমনটা আবার চিন্তা করলেন নাতির মুখের দিকে তাকিয়ে নাতির পছন্দ সবকিছু ভেবে দাদা বললেন, বিক্রেতা ভাই পঞ্চাশ হাজার টাকায় দেবেন কি-না। চাইলেন জবাবে বিক্রেতা বললেন, একদাম ষাট হাজার টাকায় নিতে পারবেন। এমন সময় নাতির পছন্দ লাল গরুর কথা ভেবে তার মুখের দিকে তাকিয়ে ষাট হাজার টাকায় গরুটা নিলেন। অয়ময় লাল গরু পেয়ে গরুর দড়ি ধরে হাঁট-হাঁট বলে হাট থেকে বেরিয়ে কিছুদূর আসতেই চুপ করে রইলো দাদা : কী হলো? দাদা : কিছু খাবে? অয়ময় : না-না দাদা : তাহলে? অয়ময় : এই যে, লাল মালা গরুর গলায় পরাবো দেখতে সুন্দর লাগবে যে। দাদা সাথে সাথে মালা কিনে গরুর গলায় পরিয়ে দিলেন। এবার অয়ময়ের মুখে ঈদের হাসি যেন চাঁদ ওঠার মতো।