আবদুল হালীম খাঁ-এর কবিতা
বেশ ভালো আছি
৪ জুন ২০২৫ ১২:০২
মাঝে মাঝে কিছু বলতে ইচ্ছে করে
অথচ বলতে পারি না
কখনো বাইরে যেতে ইচ্ছে করে
অথচ যেতে পারি না।
কখনো কিছু ব্যথা বুকে বাজে
শরীর মন ভালো নেই
অথচ সে কথা কাউকে বলতে পারি না।
পথে বেরোলেই লোকে জিজ্ঞেস করে
ক্যামন আছেন খাঁ সাহেব?
আমি যে ভালো নেই সে কথা বলতে পারি না।
বলতে হয় : এই যে আমি
বেশ ভালো আছি
বেড়াই ঘুমাই খাই
কথা বলি হাসি গান গাই
আর কী চাই!