পথিক পথ সৃষ্টি করে, পথ পথিককে নয়
৪ জুন ২০২৫ ১১:৫৯
শুধু তাঁর সন্তুষ্টির জন্যই জেগে থাকি, ঘুমায়ও একমাত্র তাঁরই সন্তুষ্টির জন্য
বালিশে কান পেতে শুনি পুলসিরাতের গান
শরীর মনে জ্বলে ওঠে আগুন ঈমান
এতিমের ভার পাহাড় কি নিতে রাজি হবে?
কতটা ক্ষতবিক্ষত হলে পাহাড় ঝর্ণা হয় জানি না
পাথর রক্তাক্ত হলেই তাতে বরফের প্রলেপ পড়ে,
তারপর বুক চিরে চিরে অন্তর কাঁদিয়ে অশ্রু ঝরায়
কখনো কখনো কারো চোখে অশ্রু দেখে আমার আনন্দ পায়,
ঠিক যেমন পাহাড়ের কান্না দেখে ঝর্ণা হই।
কতটা দুঃসাহসী হলে আরও একটা
সংসারের দায়িত্ব নেওয়া যায় কাঁধে
কতটা দায়িত্বশীল হলে তিনটি চারাগাছ
ফলবান বৃক্ষে রূপান্তরিত করা যায়
এই ইতোর কুটিল সমাজে বৃক্ষ ফলবান করা সহজ ব্যাপার নয়,
কত সুনামি সিডর আইলার হাত থেকে
বাঁচিয়েছি তিনটি বৃক্ষকে
হায়েনার মুখ থেকে কেড়ে এনে বলেছি-
বাবারা সেই বেহেশতি লোকটার কথা
মনে রেখো আজীবন
তাহলেই জীবনে সফল হতে পারবে।
প্রতিদিন আরো কত মোটিভেশন
সালাত- সালাত কখনো মিস করো না।
একজন মহৎ হিজরতকারীর মুখে যেন
কখনো কালিমা লেপন করে দিও না।
রাত দুপুরে ফোন আসে- চাচু নাইমের
খুব পেটে ব্যথা কী করবো?
এখন এই ওষুধটা খাওয়াও বাবা, সকালে
হাসপাতালে নিয়ে যেও।
চাল নেই, কলম নেই, খাতা নেই, ঘর ভাড়া বাকি, বিদ্যুৎ বিল বাকি, দোকান বাকি,
বেতন বাকি, বই কিনতে হবে,
মেহেরের ফরম ফিলাপের টাকাটা লাগবেই- আরও কত কী!
তারপরও কখনো হাল ছেড়ে দিইনি।
তিনটি বৃক্ষকে আগাছার জঙ্গলে ছেড়ে দিইনি।
কখনো অভিভাবক হিসেবে ছুটে গিয়েছি স্কুলের প্রধান শিক্ষকের কাছে, কলেজে
কখনো যশোরের মার্কেটে ঘুরে ঘুরে কিনে দিয়েছি ঈদের কাপড়।
কখনো রড সিমেন্টের দোকানে
কখনো জমির দলিলপত্র ঠিক করতে ছুটে গেছি কোটে, ভূমি অফিসে।
অজস্র বেদনার ভার সহ্য করতে না পেরে
তিনি জড়িয়ে ধরেছিলেন আমার মতো
নগণ্য খড়কুটোকে।
ঠিক যেন উত্তাল সমুদ্রে
বিধ্বস্ত জাহাজের নাবিকের মতো।
কখনো আমাকে করেছেন সাবধান
স্বপ্নকে খুঁজে পাওয়া নয়তো সমাধান
স্বপ্নকে রাঙাতে হয় অশ্রু দিয়ে
জীবন যুদ্ধের ময়দানে আপনি দণ্ডায়মান
পথ হারালেই পথ গড়ে দেবে ব্যবধান
জীবনের চারা গাছ মাটির অন্তরে
ভাঁজ ভেঙে মাথা তোলে আলোয়
তিনটি চারা গাছ আপনার হাতে সঁপে দিয়ে গেলাম
জীবনে ৪০টি বছর হাতে হাত রেখে চলেছি
অসমান তালে
তিনি মহিরুহ আমি আগাছা সম
অনেক বেদনাই সমব্যথী হয়ে কেঁদেছি একই সাথে
হাসতে পারিনি কখনো,
চারপাশে গৃধিনীর দল হাঁসফাঁস করে মরে
ছিঁড়ে খুঁড়ে খায় মরা ভাইয়ের গোশত
মনে রাখবেন, কাজ করলে সমালোচনা হবেই
সমালোচনাও এক ধরনের আলোচনা
যা আপনাকে পথ চলতে সাহায্য করবে
শক্ত মাটি ফালাফালা করলেই তবে,
ফসলের সবুজ সমারোহ দেখা দেয়
পাথরে পাথরে ঘর্ষণ না লাগলে আলোর বিচ্ছুরণ ঘটে না
কাফেলার সহযাত্রীদের একক বিশ্রাম চলে না,
ঊষর মরুভূমিতে মরুদ্যানের সন্ধানে
কাফেলা এগিয়ে যাই
পথিক পথ সৃষ্টি করে, পথ পথিককে নয়।