যমুনায় পানি বৃদ্ধিতে ভাঙন শুরু আতঙ্কে নদীপাড়ের মানুষ
২৯ মে ২০২৫ ১১:১৭
আলীম আকন্দ, ভূঞপুর (টাঙ্গাইল) : টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদীতে পানি বৃদ্ধিতে অসময়ে শুরু হয়েছে নদীভাঙন। ফলে ভাঙনের আশঙ্কায় চরম হতাশায় দিন পার করছেন নদীপাড়ের মানুষ। গত বছরের মতো এবারও উপজেলার চিতুলিয়াপাড়া, ভালকুটিয়া, কষ্টাপাড়া ও মাটিকাটা, পাটিতাপাড়া, কোনাবাড়ীসহ কয়েকটি এলাকায় ভাঙনের শঙ্কা রয়েছে। স্থানীয়দের অভিযোগ প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড বার বার আশ্বাস দিলেও বাঁধের কাজ শুরু হচ্ছে না।
সরেজমিন উপজেলার জিগাতলা এলাকা ঘুরে দেখা গেছে, জিগাতলা গ্রাামের প্রায় ১ কিলোমিটার এলাকাজুড়ে ফসলি জমি নদীগর্ভে বিলীন হওয়ার পথে। সেখানে এবার স্থানীয়রা ভুট্টা, তিল, বাদাম, বোরো ধান ও পাটসহ অন্যান্য ফসল চাষাবাদ করেছিল। এছাড়া রামপুর, গোপিনাথপুর, বাসুদেবকোল এলাকায়ও একই চিত্র দেখা যায়।
এদিকে প্রতি বছর বন্যায় ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ডের ফেলা জিওব্যাগ আনলোড ড্রেজারগুলোর কারণে মাটি ধসে যাচ্ছে। যার ফলে কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত পাকা ও আধপাকা সড়ক, গাইড বাঁধ, বসতবাড়ি, মসজিদ-মন্দির, ছোট-বড় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানসহ নানা স্থাপনা ভাঙনের হুমকিতে রয়েছে।
ভুক্তভোগীরা জানান, পানি বৃদ্ধির ফলে ভাঙনও দেখা দিয়েছে। কিন্তু ভাঙন রোধে কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না। তাদের দাবি যত তাড়াতাড়ি সম্ভব ভাঙন রোধে কার্যকর পদক্ষেপ নেয়া। তা না হলে ফসলি জমির সঙ্গে তাদের ঘরবাড়িও নদীগর্ভে বিলীন হতে পারে।
টাঙ্গাইল জেলা পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী শামীম মিয়া জানান, ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) কে সাথে নিয়ে ভাঙনকবলিত জিগাতলা এলাকা পরিদর্শন করেছি। নদীভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।