জনতার প্রতিরোধ


১৫ মে ২০২৫ ১৬:১৪

দেওয়ানগঞ্জ (জামালপুর) সংবাদদাতা : সম্প্রতি বকশিগঞ্জ উপজেলার আইরমারী (খাপড়াপাড়া) গ্রামের লোকজন নদীভাঙন রোধকল্পে দশানী নদীতে প্রায় ১০০ ফুট প্রস্থ্য বাঁধ নির্মাণ করায় দেওয়ানগঞ্জ ও বকশিগঞ্জ উপজেলার ৫০-৬০টি গ্রামের বিভিন্ন ফসল তলিয়ে যায়। এতে গ্রামবাসীর মাঝে চরম উত্তেজনা বিরাজ করতে থাকে। গত ১ মে বকশিগঞ্জ উপজেলার প্রশাসন ও পুলিশের লোকজন সমাধান করার চেষ্টা করে। গত ২ মে শুক্রবার জুমাবাদ বিভিন্ন গ্রামের শত শত লোকজন দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে বাঁধটি ভেঙ্গে দেওয়ার জন্য অগ্রসর হয়। পরে বাঁধটি কেটে দিলে দশানী নদীটির প্রাণ ফিরে পায় ও বিভিন্ন ফসলাদি রক্ষা হয়। উল্লেখ্য যে, দেওয়ানগঞ্জ উপজেলাস্থ পাথরের চর সীমান্ত এলাকা গারো পাহাড়ের পাদদেশ থেকে জিনজিরাম নদী নামে এই নদীটি প্রবাহিত হয়। সানন্দবাড়ী, হরিচন্ডী, হাতীভাঙ্গা, ঝালরচর বাজার ও এই নদীটি বকশিগঞ্জ উপজেলার দশানী নদী নামে নাম ধারণ করে মাদারের চর, আইরমারী, চর আইরমারী, ঘুগরেকান্দি হয়ে পুরাতন ব্রহ্মপুত্র নদীর সাথে মিলিত হয়।