এডভোকেট জুবায়েরের শোক


১৫ মে ২০২৫ ১৬:১৩

আবদুল বাছেত মিলন, সিলেট: মেক্সিকোয় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারীর পিতা প্রবীণ মুরুব্বি আবদুল মুছাউয়ীর আনসারীর ইন্তেকালে শোক প্রকাশ করেছেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়েরসহ সিলেট জেলা ও মহানগর জামায়াত নেতৃবৃন্দ। মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তারা।
গত ১০ মে শনিবার এক যৌথ শোকবার্তায় এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সিলেট জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান, মহানগর নায়েবে আমীর ড. নূরুল ইসলাম বাবুল ও সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলী এবং জেলা সেক্রেটারি জয়নাল আবেদীন বলেন, বৃহত্তর সিলেটের কৃতিসন্তান আব্দুল মুছাউয়ীর আনসারী আমৃত্যু সত্য ও ন্যায়ের পথে অবিচল ছিলেন। কর্মজীবনে তিনি অত্যন্ত সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। আর্তমানবতার কল্যাণে সর্বদা নিজেকে নিয়োজিত রেখেছেন। তিনি ব্যক্তি জীবনে ইসলামী অনুশাসনে মেনে চলতেন। তাঁর মৃত্যুতে আমরা এক প্রবীণ গুণিজনকে হারালাম। আল্লাহপাক তাঁকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন ও পরিবারবর্গকে এ শোক সইবার শক্তি দিন। আমীন।