সংগঠন সংবাদ
১৫ মে ২০২৫ ১৬:১১
ফ্রি মেডিকেল ক্যাম্প ও মেডিসিন বিতরণ
বায়জীদ বোস্তামী, বরিশাল: মুলাদী-বাবুগঞ্জ উপজেলার কৃতিসন্তান বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও বরিশাল মহানগর আমীর মাওলানা অধ্যক্ষ জহির উদ্দীন মুহাম্মদ বাবরের উদ্যোগে ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালের সৌজন্যে ও ইসলামী সমাজকল্যাণ পরিষদ মুলাদীর ব্যবস্থাপনায় গত ৯ মে শুক্রবার মুলাদী সরকারি কলেজ প্রাঙ্গণে ফ্রি মেডিকেল ক্যাম্প ও মেডিসিন বিতরণ করা হয়েছে। মেডিকেল ক্যাম্প বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মাওলানা মো. আবু ছালেহর সভাপতিত্বে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন মাওলানা অধ্যক্ষ জহির উদ্দীন মুহাম্মদ বাবর।
প্রধান বক্তা ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. নিজাম উদ্দিন, সমাজকল্যাণ পরিষদের সভাপতি মাস্টার মো. কাছির উদ্দীন, সমাজকল্যাণ পরিষদের উপদেষ্টা ডা. মাওলানা মো. মোর্শেদ আলম, মাওলানা মো. আব্দুল মোতালেব, অধ্যক্ষ মু. আব্দুল্লাহ আহাদ, মাওলানা মো. মইন উদ্দীন, অধ্যক্ষ মো, হুমায়ুন কবির, সাবেক ছাত্রনেতা মো. সানাউল্লাহ সাজিদ, মো. আলাউদ্দিন প্যাদা, মো. মাসুম বিল্লাহ, ইসলামী ব্যাংক হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা মো. ইকবাল হোসেন, মার্কেটিং অফিসার মো. জাকির হোসেন, মো. আনিছুর রহমান প্রমুখ।
হালিশহর জামায়াতের দায়িত্বশীল সমাবেশ
বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর হালিশহর থানার উদ্যোগে এক দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত ৯ মে শুক্রবার সকালে স্থানীয় এক মিলনায়তনে এ সামবেশ অনুষ্ঠিত হয়।
হালিশহর থানা সেক্রেটারি ও ১১ নম্বর দক্ষিণ কাট্টলি ওয়ার্ড এমারতের আমীর মাওলানা আবুল কালাম আজাদের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরী এসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ। এছাড়া বক্তব্য রাখেন হালিশহর থানার সাংগঠনিক সম্পাদক ও ওয়ার্ড এমারতের সেক্রেটারি মাওলানা মুহাম্মদ সোলাইমান, ওয়ার্ড বায়তুলমাল সম্পাদক মুহাম্মদ বেলাল হোসেন, ওয়ার্ড সভাপতি আবুল হাসেম চৌধুরী, ওয়ার্ড সভাপতি নাজমুল হক, মাওলানা নজরুল ইসলাম, মাওলানা আবদুস শাকুর, ইঞ্জিনিয়ার কাজী আবু শাহাদাত শাহীন, অধ্যাপক আবু রায়হান, অধ্যক্ষ মাওলানা বেলাল হোসাইন, সাবেক ছাত্রনেতা শফিকুল মওলা শোভন, শামসুল মওলা শরিফ, আবদুল কাদের প্রমুখ।
গোলটেবিল বৈঠক
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সংসদীয় দলের সাবেক হুইপ, চট্টগ্রাম মহানগরী আমীর ও সাবেক এমপি আলহাজ শাহজাহান চৌধুরী বলেছেন, স্বৈরাচারের নিয়োগকৃত কোম্পানি বাতিল ও বিদেশি কোম্পানির হাতে এনসিটি টার্মিনাল তুলে না দিয়ে বন্দর কর্তৃপক্ষের নিজস্ব সক্ষমতায় বন্দর পরিচালনার দাবি জানাচ্ছি। দেশ ও জাতির স্বার্থে এ সমস্যা সমাধানে জামায়াতে ইসলামী ভূমিকা রাখছে। গত ১০ মে শনিবার সকাল সাড়ে ৯টায় বাংলাদেশ ইসলামিক একাডেমি (বিআইএ) মিলনায়তনে বন্দরবিষয়ক বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরী আয়োজিত গোলটেবিল বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম লুৎফর রহমানের সঞ্চালনায় বৈঠকে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, চট্টগ্রাম মহানগরী নায়েবে আমীর মুহাম্মদ নজরুল ইসলাম, চট্টগ্রাম মহানগরী সেক্রেটারি ও চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, এসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ, সাংগঠনিক সম্পাদক, সাবেক কাউন্সিলর ও চট্টগ্রাম-১০ আসনে জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, চট্টগ্রাম-১১ আসনে জামায়াত মনোনীত প্রার্থী ও সাবেক কাউন্সিলর শফিউল আলম, শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগর সহ-সভাপতি মকবুল আহমদ, সেক্রেটারি আবু তালেব প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।
বগুড়ার শেরপুরে জামায়াতের রুকন সম্মেলন
গত ১০ মে শনিবার শহরের হামছায়াপুরস্থ দলের নিজস্ব কার্যালয় সম্মেলন কক্ষে রুকন (সদস্য) সম্মেলন অনুষ্ঠিত হয়। সকাল ৯টা শুরু হয়ে বিকেল পর্যন্ত চলা ওই সম্মেলনে তিন শতাধিক রুকন অংশগ্রহণ করেন। উপজেলা জামায়াতের আমীর শিল্পপতি আলহাজ দবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় নেতা ও বগুড়া অঞ্চল পরিচালনা কমিটির অন্যতম সদস্য অধ্যাপক মাওলানা আব্দুর রহিম। তিনি তাঁর বক্তৃতায় ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠায় দলের প্রতিটি নেতাকর্মীকে গড়ে তোলার আহ্বান জানিয়ে বলেন, সৎ, যোগ্য ও খোদাভীরু ব্যক্তি ছাড়া কুরআন-সুন্নাহভিত্তিক রাষ্ট্রের দায়িত্ব দেবেন না। তাই আমাদের এ যোগ্যতা অর্জন করতে হবে। তাহলেই কেবল আল্লাহর এ জমিনে তাঁর দীন প্রতিষ্ঠিত হবে। উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি অধ্যাপক আনিছুর রহমানের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ আব্দুল হক, সেক্রেটারি মাওলানা মাওলানা মানছুরুর রহমান। এছাড়া শেরপুর উপজেলা জামায়াতের সিনিয়র নায়েবে আমীর মাওলানা নাজমুল হক, রেজাউল করিম বাবলু, সহকারী সেক্রেটারি শফিকুল ইসলাম, শাহীন আলম, বায়তুলমাল সম্পাদক অধ্যাপক রফিকুল ইসলাম, অফিস সেক্রেটারি অধ্যক্ষ শেখ আব্দুল মান্নান, বজলুর রহমান, আইনবিষয়ক সম্পাদক আব্দুল হক, ওলামা পরিষদের সভাপতি মাওলানা আব্দুস সাত্তার, যুব বিভাগের সভাপতি আমিনুল ইসলাম, প্রচার সেক্রেটারি ইফতেখার আলম, শেরপুর পৌরসভার আমীর আব্দুল খালেক, কর্মপরিষদ সদস্য শফিকুর রহমান, সাইফুল ইসলাম সাখাওয়াত, শাহ আলম সোহান প্রমুখ বক্তব্য রাখেন। সম্মেলনের শুরুতেই কুরআন থেকে আলোচনা পেশ করেন বগুড়া জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল বাছেদ। প্রেস বিজ্ঞপ্তি।
ঐতিহাসিক কুরআন দিবসে নাটোরে শিবিরের কুরআন বিতরণ
নাটোর সংবাদদাতা: ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে নাটোরের সিংড়ায় পবিত্র কুরআন বিতরণ করেছে ছাত্রশিবির। গত রোববার (১১ মে) বেলা ১১টায় সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় জামায়াত কার্যালয়ে আলোচনা সভা ও কুরআন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা ছাত্রশিবিরের সভাপতি মো. আফতাব আলী।
উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মো. ইমরান ফরহাদের সভাপতিত্বে ও সেক্রেটারি মো. আল-আমিনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন নাটোর-৩ (সিংড়া) আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী প্রফেসর সাইদুর রহমান, সিংড়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক আ ব ম আমান উল্লাহ্, পৌর জামায়াতের আমীর মাওলানা সাদরুল উলা, উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক এনতাজ আলী, পৌর জামায়াতের সহকারী সেক্রেটারি আব্দুল মন্নাফ, জেলা ছাত্রশিবিরের এইচআরডি সম্পাদক মোস্তাক আহমেদ প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ১৯৮৫ সালের ১০ এপ্রিল ভারতে পবিত্র কুরআনকে বাজেয়াপ্ত করার জন্য রিট পিটিশন দায়ের করা হয়। ফলে তীব্র প্রতিবাদে ফেটে পড়ে বিশ্বের তাওহীদি জনতা। চাঁপাইনবাবগঞ্জে ১১ মে প্রতিবাদ মিছিলে পুলিশ গুলি ছুড়লে ৮ জন ভাই শাহাদাতবরণ করেন। সেই থেকে কুরআনের জন্য জীবন দেওয়ার এ দিনটিকে ইসলামী ছাত্রশিবির কুরআন দিবস হিসেবে পালন করে আসছে।