ব্রিজটি গলার কাঁটা


১৫ মে ২০২৫ ১৬:০৬

আলীম আকন্দ, ভূঞাপুর (টাঙ্গাইল) : টাঙ্গাইলের ভূঞাপুরে কোনো কাজেই আসছে না ৩০ বছর আগে নির্মাণ করা দুটি ব্রিজ। সংযোগ সড়ক না থাকায় এর সুফল পাচ্ছে না স্থানীয় জনগণ। মাদকসেবীরা খুলে নিচ্ছে রড, খসে পড়ছে পলেস্তারা। যাতায়াতের রাস্তা দখল করে নির্মাণ করা হচ্ছে ঘরবাড়ি, চাষবাদ করা হচ্ছে সবজি। উপজেলার কুকাদাইর, জিগাতলা, বামনহাটা, রামপুর, গোপিনাথপুর, সরইপাড়া গ্রামের হাজারো মানুষের দুর্ভোগ লাগবে প্রায় ৩০ বছর আগে দুটি ব্রিজ নির্মাণ করা হয়। এলাকাবাসীর পক্ষ থেকে দাবি ওঠে সংযোগ সড়কের। তবে ৩০ বছর অতিবাহিত হলেও এখন পর্যন্ত এর বাস্তব প্রতিফলন ঘটেনি। ফলে ব্রিজ দুটি কোনো কাজেই আসছে না স্থানীয়দের। লাখ লাখ টাকা সরকারি অর্থায়নে জনস্বার্থে নির্মাণ করা ব্রিজ দুটি এখন স্থানীয়দের গলার কাঁটা। দ্রুত কার্যকরী ব্যবস্থা গ্রহণ করে যাতায়াতের উপযোগী করে গড়ে তোলার দাবি এলাকাবাসীর। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোছা. পপি খাতুন বলেছেন, সংশ্লিষ্ট দপ্তরের সাথে কথা বলে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে।