রাষ্ট্রদূত মুশফিকের পিতার মৃত্যুতে জামায়াত আমীরের শোক


১৫ মে ২০২৫ ১৬:০৬

সিলেট সংবাদদাতা: মেক্সিকোয় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারীর পিতা সিলেটের কৃতিসন্তান, প্রবীণ মুরুব্বি আব্দুল মুছাউয়ীর আনসারী (৮৫)-এর ইন্তেকালে শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।
গত ১০ মে শনিবার এক শোকবার্তায় তিনি বলেন, মরহুম আব্দুল মুছাউয়ীর আনসারী অত্যন্ত সুনামের সাথে দেশে-বিদেশে বিভিন্ন সংস্থায় কাজ করেছেন। তিনি দীনদার-পরহেজগার ব্যক্তি ছিলেন। তিনি ব্যক্তি জীবনে ইসলামের বিধিবিধান মেনে চলতেন এবং ইসলাম ও ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দকে ভালোবাসতেন। এই সজ্জন ব্যক্তির সাথে আমার ব্যক্তিগত খুব ভালো সম্পর্ক ছিল। আল্লাহপাক মরহুম আব্দুল মুছাউয়ীর আনসারীকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন ও পরিবারবর্গকে এ শোক সইবার শক্তি দিন। আমীন।