বির্জাখাল খনন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম ৬০ শতাংশ সম্পন্ন
১৫ মে ২০২৫ ১৬:০৫
বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর নিজস্ব উদ্যোগে নগরীর জলাবদ্ধতা দূরীকরণে বির্জাখাল খননকাজের অগ্রগতি পর্যালোচনায় নগর জামায়াতের টেকনিক্যাল কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গত ৯ মে শুক্রবার সকাল ৯টায় চট্টগ্রামের দেওয়ানবাজারস্থ নগর জামায়াতের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সংসদীয় দলের সাবেক হুইপ, চট্টগ্রাম মহানগরী আমীর ও সাবেক এমপি আলহাজ শাহজাহান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চট্টগ্রাম মহানগরী সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, এসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ ও ফয়সাল মুহাম্মদ ইউনুছ, ইঞ্জিনিয়ার মানজারে খোরশেদ, ইঞ্জিনিয়ার মোহাম্মদ লোকমান, ইঞ্জিনিয়ার মোমিনুল হক, নগর জামায়াতের কর্মপরিষদ সদস্য ডা. ছিদ্দিকুর রহমান, আবু হেনা মোস্তফা কামাল, অধ্যাপক মুহাম্মদ সাইফুল্লাহ, হামেদ হাসান ইলাহী, বিশিষ্ট ব্যবসায়ী নুর মোহাম্মদ প্রমুখ।
শাহজাহান চৌধুরী বলেন, জলাবদ্ধতা দূরীকরণে নগর জামায়াতের বির্জাখাল খনন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম ৬০ শতাংশ সম্পন্ন হয়েছে, আলহামদুলিল্লাহ। অবশিষ্ট কার্যক্রম দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান। উক্ত খনন কার্যক্রম শেষ করতে এলাকাবাসী ও সিটি কর্পোরেশনের সার্বিক সহযোগিতা কামনা করেন। পাশাপাশি স্থানীয় বাড়ির মালিক, এলাকাবাসী ও সর্বস্তরের জনগণের প্রতি ময়লা-আবর্জনা খালে না ফেলে যথাযথ স্থান ও ডাস্টবিনে ফেলার জন্য বিনীত অনুরোধ জানান। প্রেস বিজ্ঞপ্তি।