সংগঠন সংবাদ


১৩ মার্চ ২০২৫ ১৬:৩৫

বিয়ানীবাজারে সুধী সমাবেশ ও ইফতার মাহফিল
মহাগ্রন্থ আল কুরআনই বিশ্বমানবতার মুক্তির চাবিকাঠি এবং জাতীয় উন্নতি, সমৃদ্ধি ও সফলতার একমাত্র গ্যারান্টি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন।
তিনি গত ৯ মার্চ রোববার সন্ধ্যায় সিলেটের বিয়ানীবাজারের ইউসুফ কমপ্লেক্সে বিয়ানীবাজার উপজেলা ও পৌর জামায়াত আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। পৌর আমীর জামির হোসাইনের সভাপতিত্বে ও উপজেলা জামায়াতের সেক্রেটারি আবুল কাশেম এবং সহকারী সেক্রেটারি রুকন উদ্দিনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে বিশেষ অতিথি ছিলেন গোপালগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাফেজ নাজমুল ইসলাম, বিয়ানীবাজার উপজেলা জামায়াতের আমীর ফয়জুল ইসলাম, বিয়ানীবাজার কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল্লাহিল বাকী চৌধুরী, আলোচনা রাখেন বৈরাগী বাজার সিনিয়র মাদরাসার প্রিন্সিপাল মাওলানা মাহবুব আহমদ, মুহাদ্দিস মাওলানা নিজাম উদ্দিন, জান্নাতুল উম্মাহ আলিম মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আবুল কালাম প্রমুখ।
রাজশাহীতে জামায়াতের ওলামা-এতিম সমাবেশ
বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রাজশাহী মহানগরীর আমীর ড. মাওলানা কেরামত আলী বলেছেন, দেশ ও জাতির কল্যাণে আলেম সমাজকে ঐতিহাসিক ভূমিকা পালন করতে হবে। তিনি নতুন বাংলাদেশকে ক্ষুধা, দারিদ্র্য ও বৈষম্যমুক্ত দেশ গড়তে সকলকে ঐক্যবদ্ধভাবে কার্যকর ভূমিকা পালন করারও আহ্বান জানান।
গত ৯ মার্চ রোববার জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর উদ্যোগে নগরীর একটি মিলনায়তনে আলেম ওলামা ও এতিমদের সম্মানে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ওলামা বিভাগের সভাপতি মাওলানা রুহুল আমিনের সভাপতিত্বে এবং মহানগরীর সহকারী সেক্রেটারি অধ্যক্ষ শাহাদাৎ হোসাইনের সঞ্চালনায় প্রধান আলোচক ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর ড. আব্দুল্লাহ আল মামুন। বিশেষ অতিথি রাজশাহী মহানগরীর নায়েবে আমীর অধ্যক্ষ সিদ্দিক হোসাইন ও ভারপ্রাপ্ত সেক্রেটারি অধ্যক্ষ মাহবুবুল আহসান বুলবুল। উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের শিক্ষক প্রফেসর ড. সেতাউর রহমান, রাজশাহী মহানগরীর কর্মপরিষদ সদস্য সারওয়ার জাহান প্রিন্স, কামরুজ্জামান সোহেল, হাফেজ মাওলানা মোহাম্মদ নুরুজ্জামান, বিশিষ্ট আলেম মাওলানা মোখলেসুর রহমান প্রমুখ।
ড. মাওলানা কেরামত আলী বলেন, দেশ, জাতি ও ইসলামের কল্যাণে দেশের আলেম সমাজকে ঐতিহাসিক ভূমিকা পালন করতে হবে। দীন হচ্ছে আমাদের জীবনের উদ্দেশ্য। দেশে দীনের শিক্ষা যত সম্প্রসারিত হবে, ততই সমাজ আলোকিত হয়ে উঠবে। আর দীনের শিক্ষা সংকুচিত হলে নেমে আসবে অন্ধকার। যার প্রমাণ হচ্ছে পতিত আওয়ামী লীগের প্রায় ১৬ বছরের অপশাসন বা দুঃশাসন। তিনি বলেন, বাংলাদেশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ হলেও নানা ধর্মের মানুষের বসবাস। মানুষ হিসেবে সকলের কল্যাণে কাজ করা আমাদের কর্তব্য। ছাত্র-জনতার সফল আন্দোলনের মাধ্যমে আমরা নতুন এক বাংলাদেশ পেয়েছি। নতুন বাংলাদেশকে ক্ষুধা, দরিদ্র ও বৈষম্যমুক্ত করে গড়তে সকলকে ঐক্যবদ্ধভাবে কার্যকর ভূমিকা পালন করতে হবে। প্রফেসর আব্দুল্লাহ আল মামুন বলেন, পবিত্র মাহে রমজান মাগফিরাত ও গুনাহ মাফের মাস। মূলত সিয়াম মানুষের গুনাহ পুড়িয়ে ছাই করে দেয়। তাই আমাদের প্রত্যেককে ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তির জন্য রমযান মাসে যথাযথভাবে সিয়াম ও কিয়াম পালন করতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।

টাঙ্গাইলে বিশিষ্টজনদের সম্মানে জেলা জামায়াতের ইফতার
টাঙ্গাইল সংবাদদাতা: বাংলাদেশ জামায়াতে ইসলামী টাঙ্গাইল জেলা শাখার উদ্যোগে বিশিষ্টজনদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। টাঙ্গাইল জেলা জামায়াতের আমীর আহসান হাবীব মাসুদের সভাপতিত্বে ও সেক্রেটারি মু. হুমায়ুন কবিরের পরিচালনায় ইফতার মাহফিলে টাঙ্গাইল জেলার বিপুলসংখ্যক বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
গত শনিবার (৮ মার্চ) টাঙ্গাইল জেলা প্রেস ক্লাব মিলনায়তনে ইফতার মাহফিলটি অনুষ্ঠিত হয়। টাঙ্গাইলে বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তমসহ বিএনপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির, খেলাফত মজলিস, ইসলামী ঐক্যজোট, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, কলেজ শিক্ষক নেতৃবৃন্দ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, ক্লিনিক মালিক সমিতির নেতৃবৃন্দ, বাস মালিক সমিতির নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধাবৃন্দ, প্রেস ক্লাবের সাবেক সভাপতি সেক্রেটারিবৃন্দ, কবি, সাহিত্যিক, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বিভিন্ন কলেজের অধ্যক্ষ, অধ্যাপক, ব্যাংকার, বুদ্ধিজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্টজন ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন।
বিএম কলেজে কর্মচারীদের মাঝে ছাত্রশিবিরের ইফতারসামগ্রী বিতরণ
বায়জীদ বোস্তামী, বরিশাল : বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের কর্মচারীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, সরকারি বিএম কলেজ শাখা। ৮ মার্চ বিএম কলেজ কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। পবিত্র মাহে রমজান উপলক্ষে ছাত্রশিবিরের এ আয়োজনে কর্মচারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সন্তুষ্টির চিত্র ফুটে ওঠে।
প্রোগ্রামে প্রধান অতিথি ছিলেন বিএম কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শেখ মো. তাজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক আসাদুল ইসলাম এবং প্রধান আলোচক ছিলেন বরিশাল মহানগর ছাত্রশিবির সভাপতি রিয়াজুল ইসলাম।
প্রধান অতিথি তার বক্তব্যে পবিত্র রমজান মাসে নিজেদের আত্মশুদ্ধি ও নৈতিক পরিবর্তনের অঙ্গীকারের মাধ্যমে আদর্শ সমাজ গঠনের আহ্বান জানান। মহানগর সভাপতি রিয়াজুল ইসলাম বলেন, রমজানকে ফলপ্রসূ করতে ব্যক্তিগত আমল বৃদ্ধির পাশাপাশি সৎকাজের আদেশ অসৎকাজের নিষেধ করতে সবাইকে উদ্বুদ্ধ করতে হবে। সবাই নিজ নিজ জায়গা থেকে সচেতন হলেই আদর্শ সমাজ বিনির্মাণ সম্ভব।
বিএম কলেজ সভাপতি শাহেদ হোসেনের সভাপতিত্বে ও বিএম কলেজ সেক্রেটারি নাহিদ হাসানের সঞ্চালনায় প্রোগ্রামে উপস্থিত ছিলেন শিবিরের বরিশাল মহানগর প্রচার সম্পাদক রাশেদুল হাসান, মহানগর মাদরাসা কার্যক্রম সম্পাদক মোহেবুল্লাহ আরাফাতসহ শিবিরের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
রংপুরের বিভিন্ন স্থানে জামায়াতের খাদ্য বিতরণ
রংপুর অফিস : বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে রংপুরের গঙ্গাচড়া উপজেলার রোজাদারদের মধ্যে গত ৭ মার্চ শুক্রবার খাদ্য বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামী রংপুর মহানগর শাখার সহকারী সেক্রেটারি ও গঙ্গাচড়া উপজেলার মানবকল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক রায়হান সিরাজী। জামায়াতে ইসলামী রংপুরের গঙ্গাচড়া উপজেলা শাখা আমীর মাওলানা নায়েবুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা নায়েবে আমীর অধ্যাপক তাজ উদ্দিন, সেক্রেটারি মাওলানা সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।
এদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর মহানগর পরশুরাম থানা ৪নং ওয়ার্ড শাখার উদ্যোগে গত ৭ মার্চ শুক্রবার খাদ্য বিতরণ এবং ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামী রংপুর মহানগর শাখার সহকারী সেক্রেটারি ও গঙ্গাচড়া উপজেলার মানবকল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক রায়হান সিরাজী। জামায়াতে ইসলামী রংপুর মহানগর পরশুরাম থানা আমীর এডভোকেট মাহবুব আলম, থানা সেক্রেটারি এনামুল হক বাবু, থানা যুব বিভাগের সেক্রেটারি নাজমুল ইসলাম বক্তব্য রাখেন। ৪নং ওয়ার্ড শাখার সভাপতি আশরাফুল আলম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
এছাড়া বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর মহানগর হাজীরহাট থানা শাখার উদ্যোগে গত ৭ মার্চ শুক্রবার ‘রামাদান ফুড প্যাকেজ’ বিতরণ করা হয়েছে। হাজীরহাট থানা আমীর অধ্যাপক বেলাল হোসেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে ৩নং ওয়ার্ড সভাপতি মাওলানা মাহবুবুর রহমান, ১নং ওয়ার্ড সভাপতি মাওলানা মোখলেছুর রহমান, থানা টিম সদস্য মাওলানা আব্দুল জলিল উপস্থিত ছিলেন।
বায়েজিদ থানা জামায়াতের ওরিয়েন্টেশন
চট্টগ্রাম সংবাদদাতা: বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর এসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ বলেছেন, জিহাদ ফি সাবিলিল্লাহর অন্যতম কাজ হচ্ছে ইনফাক ফি সাবিলিল্লাহ। জামায়াত কর্মীদের কাজ আল্লাহর নিকট জবাবদিহির জন্য আমানত রক্ষা করা।
গত শুক্রবার (৭ মার্চ) বায়েজিদ থানা জামায়াতে ইসলামীর বায়তুলমাল ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বায়েজিদ থানা জামায়াতের আমীর মাওলানা জাকির হোসাইনের সভাপতিত্বে স্থানীয় এক মিলনায়তনে আয়োজিত এ প্রোগ্রামের বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগরীর বায়তুলমাল সম্পাদক ডা. মুহাম্মদ ছিদ্দিকুর রহমান। এতে দারসুল হাদীস পেশ করেন বিশিষ্ট আলেমে দীন মুহাদ্দিস মাওলান মাহবুবুর রহমান। বক্তব্য রাখেন থানা নায়েবে আমীর মাওলানা ফজলুল কাদের, থানা সেক্রেটারি মাওলানা ইসমাইল হোসেন সিরাজী, মাওলানা মুনিরুল ইসলাম, মুহাম্মদ নুরুল আলম, আবুল হাশেম, আবু হানিফ দুলাল প্রমুখ।
এতিমদের সম্মানে বরিশাল মহানগর জামায়াতের ইফতার
বরিশাল সংবাদদাতা: বরিশাল মহানগর জামায়াতের উদ্যোগে এতিমদের সম্মানে ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। গত ৮ মার্চ শনিবার নগরীর আল ইখওয়ান এতিমখানা ও কমপ্লেক্সের হলরুমে অনুষ্ঠিত ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মহানগর আমীর অধ্যক্ষ জহির উদ্দিন মুহাম্মদ বাবর।
মহানগর সেক্রেটারি মাওলানা মতিউর রহমানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন মহানগরীর নায়েবে আমীর অধ্যাপক মাহমুদ হোসেন দুলাল, মহানগর কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা হাবিবুর রহমান, হাফেজ মাওলানা জয়নাল আবেদীন, জাফর ইকবাল, মাহফুজুর রহমান আমিন, শামীম কবির, কোতোয়ালি উত্তর থানা আমীর অধ্যাপক আনোয়ার হোসাইন, পেশাজীবী থানা সভাপতি অধ্যাপক সুলতানুল আরেফিন, ব্যবসায়ী বিভাগের সভাপতি মোয়াজ্জেম হোসেন হাওলাদার, কাউনিয়া থানা সেক্রেটারি আব্দুর রহমান জামায়াত নেতা নাসির উদ্দীন প্রমুখ।
অধ্যক্ষ জহির উদ্দিন মু. বাবর বলেন, আমরা আজকে ইফতার করছি, যারা কচি বয়সে তাদের পিতা মাতা হারিয়েছেন। আমরা এখানে যারা আছি, তাদেরও অনেকের পিতা-মাতা নেই আমরাও এতিম। আমরা এতিমদের ব্যাপারে সদয় হওয়ার চেষ্টা করবো, সবসময় তাদের ব্যাপারে সদয় হওয়ার চেষ্টা করব। আল্লাহর রাসূল (সা.) শিশু বয়সে পিতা-মাতা হারিয়েছেন তার দাদা, চাচা, ফুফুরা তাকে লালন-পালন করেছে, কিন্তু এখন সেটা দেখা যাচ্ছে না। আল্লাহ যখনই দান এর কথা বলেছেন, তখনই মিসকিনদের ব্যাপারে কথা বলছেন। কিন্তু আমরা দেখতে পাই এতিমদের অধিকার দেয়ার পরিবর্তে তাদের সম্পদ ও অধিকার নষ্ট করা হয়।
চৌগাছা উপজেলায় ইফতার মাহফিল
চৌগাছা (যশোর) সংবাদদাতা : চৌগাছা উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে ইফতার মাহফিল ও দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত ৬ মার্চ বৃহস্পতিবার চৌগাছা কামিল মাদরাসা প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
চৌগাছা উপজেলা জামায়াত ইসলামীর আমীর মাওলানা গোলাম মোর্শেদের সভাপতিত্বে ও সহকারী সেক্রেটারি মাস্টার কামাল আহাম্মেদের পরিচালনায় ইফতার মাহফিল ও সমাবেশ প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর কুষ্টিয়া অঞ্চল পরিচালক মোবারক হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী ডা. মোসলেহ উদ্দীন ফরিদ, যশোর জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক গোলাম রসুল, যশোর জেলা জামায়াতে ইসলামীর শূরা ও কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাওলানা আরশাদুল আলম। এছাড়া বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর শূরা ও কর্মপরিষদ সদস্য জয়নাল আবেদিন, দপ্তর সম্পাদক নুরে আলম নূর, ঝিকরগাছা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আব্দুল আলিম, চৌগাছা উপজেলা নায়েবে আমীর মাওলানা নুরুল ইসলাম, সেক্রটারি মাওলানা নুরুজ্জামান আল মামুন। জামায়াতে ইসলামীর থিম সং উপস্থাপন করেন চৌগাছা উপজেলার বাতিঘর সাহিত্য সাংস্কৃতিক সংসদ সংগঠন।
কুমিল্লা মহানগরী জামায়াতের যাকাত শীর্ষক সেমিনার
কুমিল্লা সংবাদদাতা: বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরীর উদ্যোগে যাকাত শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
গত ৬ মার্চ বৃহস্পতিবার কুমিল্লার গোল্ডেন স্পুন অডিটরিয়ামে মহানগর জামায়াতের আমীর কাজী দ্বীন মোহাম্মদের সভাপতিত্বে সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ড. আবরার আহমাদ। বিশেষ আলোচক ড. মাসুদুল হক চৌধুরী, আড়াইবাড়ী কামিল মাদরাসার অধ্যক্ষ মুফতি আমিনুল ইসলাম।
কুমিল্লা মহানগরী জামায়াতের সেক্রেটারি মাহবুবর রহমানের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন মহানগর জামায়াতে নায়েবে আমীর যথাক্রমে মোহাম্মদ মোছলেহ উদ্দিন, অধ্যাপক এ কে এম এমদাদুল হক মামুন, মহানগর জামায়াতে কর্মপরিষদ সদস্য এডভোকেট এয়াকুব আলী চৌধুরী, অধ্যাপক মজিবুর রহমান, কাজী নজীর আহম্মেদ, অধ্যাপক জাকির হোসেন, কাজী মোতাহের আলী দিলাল প্রমুখ।
এতিমদের সম্মানে সানরাইজ ফাউন্ডেশনের ইফতার মাহফিল
ফেনী সংবাদদাতা: সমাজ পরিবর্তনের অঙ্গীকার প্রতিপাদ্য বিষয় সামনে রেখে সরকার অনুমোদিত ফেনীর স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন সানরাইজ যুব ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আয়োজনে এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের সম্মানে গত ৬ মার্চ বৃহস্পতিবার ইফতার পার্টির আয়োজন করা হয়।
সদর উপজেলার আনোয়ারুল উলূম এতিমখানা মাদরাসা মিলনায়তনে শতাধিক কুরআনের পাখিদের সাথে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা স্কাউটসের সহ-সভাপতি সাংবাদিক একেএম আবদুর রহিম।
সানরাইজ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাংবাদিক এম শরীফ ভূঞার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ছাগলনাইয়া হরিপুর কামাল উদ্দিন মজিদিয়া আলিম মাদরাসার সুপার মাওলানা সোহরাব হোসেন, আনোয়ারুল উলূম এতিমখানা মাদরাসার মুহতামিম মাওলানা তমিজ উদ্দিন, দাগনভূঞা ইয়ুথ সোসাইটির গোল্ডেন মেম্বার উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা লুৎফল হায়দার চৌধুরী রুবেল, ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক উপসহকারী কৃষি কর্মকর্তা আবদুল্লাহ আল মারুফ, অর্থ সম্পাদক ও দাগনভূঞা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কাজী ইফতেখারুল আলম, সাহিত্য সম্পাদক মারিজপুর উচ্চবিদ্যালয়ের সিনিয়র শিক্ষক কবি এটিএম আতিকুল ইসলাম বাদল, সংগঠক শামীম হোসেন, সাংস্কৃতিক সম্পাদক ও মিডিয়া এসোসিয়েশন ফেনী জেলা শাখার সদস্য সচিব রবিউল আলম মিঠু, সদস্য তাকিয়া ফুড উদ্যোক্তা নজরুল ইসলাম সোহাগ, আজকের সময় ফেনী পলিটেকনিক ইনস্টিটিউট প্রতিনিধি আবদুল আজিজ সায়েম প্রমুখ।
অনলাইনে শিশুদের শুভেচ্ছা জানান ফেনী জজ কোর্টের আইনজীবী এডভোকেট শাহ কামাল সোহাগ ও ফাউন্ডেশনের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জহিরুল ইসলাম হিরন। ২০১২ সালে প্রতিষ্ঠিত হয়ে সানরাইজ ফাউন্ডেশন প্রতি বছরের মতো এবারও এতিম মেধাবী শিশুদের সম্মানে ইফতার আয়োজন সম্পন্ন করেন। এছাড়া শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য সহায়তা, সচেতনতা ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী কার্যক্রম পরিচালনা করছে।
মাদারীপুরে শ্রমিক কল্যাণের ইফতার মাহফিল
মাদারীপুর সংবাদদাতা: পবিত্র রমজান মাস উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মাদারীপুর জেলা শাখার উদ্যোগে এক বিশেষ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ৭ মার্চ শুক্রবার স্থানীয় ইসলামিক একাডেমি মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাদারীপুর জেলা শাখার সভাপতি সাইয়েদ মনিরুজ্জামান। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপদেষ্টা মাওলানা মোখলেসুর রহমান। উপদেষ্টা কে এম ইয়াদুল হক, অ্যাডভোকেট মিজানুর রহমান খান, হাফেজ এনায়েত হোসেন, মাওলানা হুমায়ুন কবির, মাওলানা মনিরুজ্জামান হামিদী, আব্দুর রহিম মোল্লাসহ স্থানীয় নেতৃবৃন্দও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন মাওলানা রুস্তম হোসেন। বক্তারা পবিত্র রমজানের তাৎপর্য ও ইসলামী শ্রমনীতির গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন। তারা বলেন, ইসলাম শ্রমজীবী মানুষের অধিকার সংরক্ষণে অত্যন্ত গুরুত্ব দেয় এবং ন্যায়সঙ্গত পরিশ্রমের মাধ্যমে জীবিকা অর্জনের ওপর জোর দেয়।
আলোচনা শেষে দোয়া ও মোনাজাত পরিচালিত হয়। পরে উপস্থিত সবার মাঝে ইফতার বিতরণ করা হয়।
মাদারীপুরে জামায়াতের ইফতার মাহফিল
মাদারীপুর সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামী মাদারীপুর পৌর শাখার ২নং ওয়ার্ডের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত ৬ মার্চ স্থানীয় বিসিক সংলগ্ন তালিমুস সুন্নাহ মাদরাসায় আয়োজিত এ ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের আমীর মাওলানা মোখলেসুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন পৌর আমীর মাওলানা ডা. আলমগীর হোসাইন এবং পৌর নায়েবে আমীর আব্দুর রহিম মোল্লা।
অনুষ্ঠানের সভাপতিত্বে করেন মাওলানা আবুল কালাম আজাদ। এতে জেলার বিশিষ্ট ওলামায়ে কেরাম ও সুধীজন উপস্থিত ছিলেন। আলোচনা পর্বে রমজান মাসের তাৎপর্য, তাকওয়া অর্জন ও রোজার করণীয় সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট আলেম মুফতি ফয়সাল মাহমুদ মাদারীপুরী, মাওলানা মহিবুল্লাহ, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রাজ্জাক সরদার, গোলাম আজম ইরাদসহ নেতৃবৃন্দ।
সাংবাদিকদের সম্মানে ঘাটাইল থানা পুলিশের ইফতার মাহফিল
ঘাটাইল (টাঙ্গাইল) সংবাদদাতা : সাংবাদিকদের সম্মানে টাঙ্গাইলের ঘাটাইল থানা অফিসার ও ফোর্সের সমন্বয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ মার্চ) ঘাটাইল থানা পুলিশ আয়োজিত থানা হলরুমে ইফতার মাহফিলে অফিসার্স ইনচার্জ (ওসি) মো. রকিবুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন এএসপি (গোপাল সার্কেল) ফৌজিয়া হাবিব খান।
সাংবাকিদদের মধ্যে উপস্থিত ছিলেন ঘাটাইল প্রেস ক্লাবের একাংশের সভাপতি খান ফজলুর রহমান, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম চাঁনসহ উপজেলা প্রেস ক্লাব ঘাটাইল, ঘাটাইল রিপোটার্স ইউনিটি, জাতীয় সাংবাদিক সংস্থার ঘাটাইল শাখার সাংবাদিকবৃন্দ।
বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে রাঙামাটি জামায়াতের ইফতার মহফিল
রাঙামাটি সংবাদদাতা: রমজান মাস হচ্ছে মানুষের মন থেকে পশুপ্রবৃত্তি জ্বালিয়ে দেয়ার মাধ্যমে আত্মাকে পরিশুদ্ধ করার প্রশিক্ষণের মাসÑ বলে মন্তব্য করেছেন জামায়াতের কেন্দ্রীয় নেতা মো. জাফর সাদেক। তিনি বলেন, এক মাস সিয়াম সাধনার মাধ্যমে মানুষ একটি সমতাভিত্তিক সমাজ গড়ে তুলবেÑ এটাই রোজার কেন্দ্রীয় শিক্ষা।
রাঙামাটি শহরের ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মহফিলে প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে জাফর সাদেক এসব কথা বলেন।
পবিত্র মাহে রমাদান ও যাকাতের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মহফিলে সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমীর অধ্যাপক আব্দুল আলীম।
গত ৬ মার্চ বৃহস্পতিবার স্থানীয় একটি হোটেলে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জামায়াত ঘোষিত ২৯৯ রাঙামাটি সংসদীয় আসনের সম্ভাব্য প্রার্থী অ্যাডভোকেট মোখতার আহাম্মেদ, জেলা শাখার নায়েবে আমীর মাওলানা জাহাঙ্গীর আলম ও সাবেক সেক্রেটারি হাশেমুল হক খোন্দকার। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি মনসুরুল হক।
অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় সহধর্মবিষয়ক সম্পাদক এডভোকেট দীপেন দেওয়ান, রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু, ইসলমী আন্দোলন রাঙামাটি জেলা শাখার সভাপতি মো. জসিম উদ্দিন, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির জেলা সভাপতি গঙ্গা মানিক ও এলডিপি সাধারণ সম্পাদ সৈয়দ দিদারুল আলম বিশেষ অতিথি ছিলেন।
এছাড়া রাঙামাটির সাবেক পৌর মেয়র ও বিএনপি নেতা সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো, জেলা পরিষদের সদস্য হাবিব আজম ও মিনহাজ মুরশিদ, বিভিন্ন মসজিদের ইমাম ও আলেম, আইনজীবী, বিশিষ্ট ব্যবসায়ী ও ছাত্রশিবিরসহ জামায়াতের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তার বক্তব্যে আরো বলেন, কোনো রাজনৈতিক দল আমাদের শত্রু নয়, সকলকে আমরা বন্ধু মনে করি। দুর্নীতিমুক্ত একটি সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে আহ্বান জানান তিনি। তিনি বলেন, আল্লাহ বিত্তবানদের জন্য যাকাত প্রদান বাধ্যতামূলক করেছেন, যাকাত কোনো দয়া দাক্ষিণ্য নয়, বরং যাকাত সামাজিক সাম্যতা আনার লক্ষ্যে ইসলামী অর্থনীতির এক কালজয়ী বিধান।
খুলনায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইফতারসামগ্রী বিতরণ
খুলনা সংবাদদাতা : বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের খুলনা মহানগরী, প্রধান উপদেষ্টার জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মহানগরী আমীর অধ্যাপক মাহফুজুর রহমান বলেছেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সর্বদা দরিদ্র, অসহায় ও সুবিধাবঞ্চিত শ্রমজীবী মানুষের পাশে থেকে তাদের সাধ্যমতো সাহায্য-সহযোগিতা অব্যাহত রেখেছে। শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা ও প্রকৃত কল্যাণ সাধনে শ্রমিক কল্যাণ ফেডারেশন আজ ঐতিহাসিক ভূমিকা পালন করে যাচ্ছে। তিনি পবিত্র রমযানের ত্যাগ ও তাকওয়ার প্রভাবে প্রভাবান্বিত হয়ে সমাজের বিত্তবানদের দরিদ্র ও অসহায় শ্রমজীবী মানুষের সাহায্য ও কল্যাণে এগিয়ে আসার জন্য আহ্বান জানান।
গত ৩ মার্চ স্থানীয় কার্যালয়ে খুলনা মহানগরীর দৌলতপুর থানা শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে সুবিধাবঞ্চিত শ্রমিক পরিবারের মাঝে ইফতারসামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। এ সময় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন খুলনা মহানগরী সভাপতি আজিজুল ইসলাম ফারাজী, সহ-সভাপতি এস এম মাহফুজুর রহমান, সাধারণ সম্পাদক সাইফুজ্জামান, আনিসুর রহমান। এতে উপস্থিত ছিলেন শ্রমিকনেতা আব্দুস সাত্তার, দবির উদ্দিন, নুর ইসলাম, রফিকুল ইসলাম, আবুল হোসেন, গোলাম মোস্তফা, আব্দুল হাকিম, আনোয়ার, হারুন, সিদ্দিক মুন্সী, মন্টু, রানা, কামরুল ইসলাম প্রমুখ।
অধ্যাপক মাহফুজুর রহমান নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য সাধারণ শ্রমজীবী মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রেখে শ্রমিকদের কষ্ট লাঘব করে সঠিকভাবে সিয়াম পালনে সহযোগিতা করার জন্য তিনি সরকারের প্রতি আহ্বান জানান। কুরআন নাজিলের মাসে পবিত্র কুরআন থেকে শিক্ষা গ্রহণ করে ব্যক্তি জীবনকে আলোকিত করার পাশাপাশি শ্রমিকের প্রকৃত অধিকার প্রতিষ্ঠার নিমিত্তে ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের আন্দোলনকে ত্বরান্বিত করার জন্য শ্রমিক কল্যাণ ফেডারেশনের পতাকাতলে শামিল হওয়ার জন্য খুলনার শ্রমজীবী মানুষের প্রতি তিনি উদাত্ত আহ্বান জানান।