আমীরে জামায়াতের সাথে ব্রিটিশ হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
১৩ মার্চ ২০২৫ ১৫:৫৯
বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার মিসেস সারাহ কুক গত ১১ মার্চ মঙ্গলবার বেলা ১১টায় জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সাথে সাক্ষাৎ করেন
বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার মিসেস সারাহ কুক গত ১১ মার্চ মঙ্গলবার বেলা ১১টায় জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সাথে সাক্ষাৎ করেন। এ সময় তারা অত্যন্ত আন্তরিকতাপূর্ণ পরিবেশে পরস্পর কুশলবিনিময় করেন এবং অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বাংলাদেশের সার্বিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন।
মতবিনিময়কালে তারা বাংলাদেশে বিরাজমান সার্বিক পরিস্থিতি, গণতন্ত্র প্রতিষ্ঠা, আগামী নির্বাচন, মানবাধিকার, বাংলাদেশের সংখ্যালঘুদের অবস্থা, রোহিঙ্গা সমস্যা নিয়ে আলোচনা করেন। একই সাথে তারা গ্রেট ব্রিটেনের সাথে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও উন্নত ও সুদৃঢ় করার ব্যাপারে আলোচনা করেন।
আলোচনাকালে ব্রিটিশ হাইকমিশনার মিসেস সারাহ কুকের সাথে ছিলেন ব্রিটিশ হাইকমিশনের পলিটিক্যাল কাউন্সিলর মি. টিমোথি ডকেট। প্রেস বিজ্ঞপ্তি।
ইসিকে অভিনন্দন
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান প্রক্সি ভোট বা প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ দেয়া নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) ইতিবাচক পদক্ষেপকে অভিনন্দন জানিয়েছেন। গত মঙ্গলবার (১১ মার্চ) নিজের ভেরিফায়েড ফেসবুকে দেয়া এক বার্তায় তিনি বলেন, প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার এ দাবি অনেক পূর্ব থেকে আমরা করে আসছি। এরই মধ্যে নির্বাচন কমিশন ইতিবাচক পদক্ষেপ নিয়ে এগোচ্ছে বলে সংবাদ মাধ্যমে খবর প্রকাশ পেয়েছে। এ উদ্যোগকে আমরা অভিনন্দন জানাই।
বার্তায় চারটি দাবি উত্থাপন করে তিনি বলেন, যেকোনো মূল্যে আমাদের প্রবাসীদের ভোটাধিকার আগামী নির্বাচনে নিশ্চিত করতে হবে। এ দাবি প্রবাসীদেরও। আমরা তাদের দাবির প্রতি বরাবর জোরালো সমর্থন ও সম্মান প্রদর্শন করে আসছি। তিনি বলেন, দেশের তরুণ যুবসমাজের ভোটও একইভাবে নিশ্চিত করতে হবে এবং যাদের ভোটার হওয়ার বয়স হয়েছে, তাদের ভোটার তালিকাভুক্ত করতে হবে। বিগত ফ্যাসিস্ট আমলে যে বিপুল পরিমাণ জাল ভোটার তৈরি করা হয়েছিল, তাদেরও ভোটার তালিকা থেকে বাদ দিতে হবে। বার্তায় তিনি ভোটার তালিকা থেকে মৃত ব্যক্তিদের নাম বাদ দেয়ার দাবিও জানান। প্রেস বিজ্ঞপ্তি।