রাজধানীতে হোটেলে অগ্নিকাণ্ডে ৪ জন নিহতের ঘটনায় জামায়াতের শোক প্রকাশ
৬ মার্চ ২০২৫ ১২:২০
রাজধানীর শাহজাদপুরে আবাসিক সৌদিয়া হোটেলে গত সোমবার (৩ মার্চ) দুপুরে অগ্নিকাণ্ডে ৪ জন নিহত এবং সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতিতে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার গত সোমবার (৩ মার্চ) নিম্নোক্ত বিবৃতি প্রদান করেছেন, “রাজধানী ঢাকা মহানগরীর শাহজাদপুরে আবাসিক সৌদিয়া হোটেলে ৩ মার্চ দুপুরে অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে ৪ জন নিহত এবং সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতিতে আমি গভীর শোক প্রকাশ করছি। প্রকাশ্য দিবালোকে এভাবে একটি হোটেলে অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে ৪ জন মানুষ মর্মান্তিকভাবে নিহত হওয়ার ঘটনা অত্যন্ত বেদনাদায়ক। আমি আশা করি, সরকার এ দুর্ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষভাবে তদন্ত করে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণ করবেন এবং ভবিষ্যতে যাতে আর কখনো এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা ঘটতে না পারে, সেজন্য প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করবেন। এ অগ্নিকাণ্ডে যারা নিহত হয়েছেন, আমি তাদের শহীদ হিসেবে কবুল করার জন্য আল্লাহর নিকট দোয়া করছি এবং তাদের পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে দোয়া করছি, আল্লাহ তাদের এ বিরাট শোক সহ্য করার তাওফিক দান করুন। অগ্নিকাণ্ডে নিহতদের পরিবার-পরিজনদের উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানাচ্ছি।” প্রেস বিজ্ঞপ্তি।