সংগঠন সংবাদ


২০ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:৫৭

শ্রমিক লীগ নিষিদ্ধের দাবি

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগরী সভাপতি এস এম লুৎফর রহমান সম্প্রতি বলেন, বিগত ফ্যাসিস্ট আমলের পুরো সময় সকল অপকর্মের অন্যতম হোতা ছিল শ্রমিক লীগ। ষোলো বছর ধরে তারা প্রতিটি শ্রম সেক্টরে লুটপাট করেছে। শ্রমিকদের অধিকার হরণ করেছে। শ্রমিক নির্যাতন, চাঁদাবাজি, সন্ত্রাস ছিল তাদের নিত্যদিনের কাজ। জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের সময় শ্রমিক লীগ প্রকাশ্যে রাজপথে গণহত্যায় অংশগ্রহণ করেছে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তারা এখনো বিভিন্ন শ্রম অঙ্গনে বহাল তবিয়তে বসে রয়েছে। কেউ কেউ মুখোশ পরিবর্তন করে বর্তমান অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। বিভিন্ন শ্রম সেক্টরে তারা নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা করছে। অবিলম্বে শ্রমিক নিপীড়ক ও জুলাই গণহত্যার অংশীদার শ্রমিক লীগকে নিষিদ্ধ করতে হবে। চাঁদাবাজ, শ্রমিক নিপীড়ক ও খুনিদের বিচারের আওতায় আনতে হবে। তা না হলে দেশকে অস্থিতিশীল করতে শ্রমিক লীগ চক্রান্ত করতে থাকবে। দেশবিরোধী চক্রান্ত রুখে দিতে এবং শ্রমিক নির্যাতনের প্রতিকার করতে শ্রমিক লীগকে নিষিদ্ধ করুন। চিহ্নিত শ্রমিক লীগ সন্ত্রাসীদের গ্রেফতার করে বিচারের মুখোমুখি করুন।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, চট্টগ্রাম মহানগরীর মাসিক থানা দায়িত্বশীল সভায় সভাপতির বক্তব্যে এস এম লুৎফর রহমান উপর্যুক্ত বক্তব্য দেন। মহানগরী সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরীর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন মহানগরী সহ-সভাপতি নাজির হোসেন ও সহ-সাধারণ সম্পাদক অধ্যক্ষ এম আসাদ। সভায় উপস্থিত ছিলেন মহানগরী সাংগঠনিক সম্পাদক হামিদুল ইসলাম, অর্থ সম্পাদক মো. নুরুন্নবী, ট্রেড ইউনিয়ন সম্পাদক জাহাঙ্গীর আলম, অফিস সম্পাদক স ম শামীম, প্রচার সম্পাদক আবু সুফিয়ানসহ থানা নেতৃবৃন্দ।

চকবাজার থানা জামায়াত
আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রো-ভিসি ড. আবু বকর রফিক আহমেদ বলেছেন, যাকাত ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ রোকন। ঈমানের পর সর্বাধিক গুরুত্বপূর্ণ ও অপরিহার্য ইবাদত হলো সালাত ও যাকাত। কুরআন মজীদে বহু স্থানে সালাত-যাকাতের আদেশ করা হয়েছে এবং আল্লাহর অনুগত বান্দাদের জন্য অশেষ সওয়াব, রহমত ও মাগফিরাতের পাশাপাশি আত্মশুদ্ধিরও প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। গত ১৪ ফেব্রুয়ারি শুক্রবার সকাল ৯টায় চট্টগ্রামের বাকলিয়া এক্সেস রোডস্থ ফাইভ স্টার কনভেনশন হলে চকবাজার থানা ইউনিট দায়িত্বশীল শিক্ষা বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন চকবাজার থানা কর্মপরিষদ সদস্য মোহাম্মদ ইলিয়াছ, আব্দুর রাকিব, মুহাম্মদ এরশাদুল ইসলাম, মুহাম্মদ খালেদ জামাল, চকবাজার দক্ষিণ ওয়ার্ড সভাপতি হাফেজ ফিরোজ সিদ্দিকি, ছাত্রনেতা সাইফুদ্দিন খালেদ প্রমুখ।
চকবাজার থানা আমীর আহমদ খালেদুল আনোয়ারের সভাপতিত্বে এবং সেক্রেটারি সাদুর রশিদ চৌধুরী ও এসিস্ট্যান্ট সেক্রেটারি শহীদুল্লাহর সঞ্চালনায় উক্ত শিক্ষা বৈঠকে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা সেক্রেটারি আব্দুল জব্বার ও পাঁচলাইশ থানা আমীর ইঞ্জিনিয়ার মাহবুবুল হাসান রুমী।
চট্টগ্রাম উত্তর জেলা সেক্রেটারি আব্দুল জব্বার বলেন, বর্তমান প্রতিযোগিতার যুগে পরিকল্পিতভাবে সংগঠন সম্প্রসারণ ও মজবুতি অর্জন না করতে পারলে কাক্সিক্ষত লক্ষ্যে পৌঁছানো খুবই দুরূহ ব্যাপার। তাই গ্লোবাল বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলায় যোগ্যতা, দক্ষতা, বিজ্ঞতা ও উত্তম কৌশলের মাধ্যমে সংগঠন সম্প্রসারণ ও মজবুতি অর্জন করা দরকার।
পাঁচলাইশ থানা আমীর ইঞ্জিনিয়ার মাহবুবুল হাসান রুমী বলেন, আমাদের এ প্রিয় জন্মভূমিকে নেতৃত্ব দেওয়ার জন্য একদল সৎ ও দক্ষ লোকের প্রয়োজন। প্রত্যাশিত ইসলামী সমাজ বিনির্মাণের জন্য আপনাদের আল্লাহর ওপর ভরসা করে সাহসিকতার সাথে ময়দানে তৎপরতা চালিয়ে যেতে হবে।
চকবাজার থানা আমীর আহমদ খালেদুল আনোয়ার বলেন, দুনিয়ায় থাকতেই আখিরাতের হিসাব সহজ করার জন্য যদি নিজের জীবনের সকল আমল সংরক্ষণ করার চেষ্টা করি, নিজে আত্মসমালোচনা করে ভালোটা গ্রহণ করি খারাপটা বর্জন করি, তাহলে আখিরাতের হিসাবটা সহজ হবে। এজন্য ইসলামী আন্দোলনের প্রত্যেক কর্মী ও দায়িত্বশীলের জন্য নিজের রিপোর্ট সংরক্ষণের ব্যবস্থা রেখেছে জামায়াতে ইসলামী।

পঞ্চগড়ে জামায়াতের আরকান সমাবেশ
পঞ্চগড় জেলা সংবাদদাতা: পঞ্চগড়ে জামায়াতের আরকান সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত ১৫ ফেব্রুয়ারি পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে জেলা জামায়াত এ সমাবেশের আয়োজন করেন। জেলা জামায়াতের আমীর অধ্যাপক মাওলানা মো. ইকবাল হোসাইনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রংপুর-দিনাজপুর অঞ্চলের পরিচালক কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, সাবেক ঠাকুরগাঁও জেলা আমীর অধ্যাপক মাওলানা মো. আব্দুল হাকিম। উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর সাবেক উপাধ্যক্ষ মওলানা মো. মফিজ উদ্দীন, জেলা সেক্রেটারি মো. দেলোয়ার হোসাইন প্রমুখ।
প্রধান অতিথি মাওলানা মো. আব্দুল হাকিম বলেন, মানুষের মাঝে ভোটাধিকার ও গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য ইসলামী আন্দোলনের কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে। পিছপা হলে চলবে না। ফ্যাসিবাদী সরকারের পতন হয়েছে। তারা কোনোদিন আর ক্ষমতায় আসতে পারবে না। আগামী ২৬ ফেরুয়ারি আমীরে জামায়াত ডা. সফিকুর রহমানের জনসভাকে সফল্যমণ্ডিত করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাতে হবে।
শ্রমিক কল্যাণ ফেডারেশনের
উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

মো. কবির হোসেন কিবরিয়া, শরণখোলা (বাগেরহাট): বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন শরণখোলা উপজেলা শাখার উদ্যোগে গত শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ১০টায় উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে দুস্থ, অসহায়, ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
শরণখোলা উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং ২নং খোন্তাকাটা ইউনিয়ন ৮নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি মো. গোলাম কিবরিয়ার সভাপতিত্বে, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সাধারণ সম্পাদক রিয়াদুল ইসলাম রিয়াদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শরণখোলা উপজেলা জামায়াতে ইসলামীর শূরা ও কর্মপরিষদ সদস্য, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের শরণখোলা উপজেলার সাবেক সভাপতি, বাগেরহাট জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের ক্রীড়াবিষয়ক সম্পাদক, শরণখোলা উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সংগ্রামী সভাপতি, বিশিষ্ট সমাজসেবক মাওলানা ছরোয়ার হোসেন বাদল।

কর্মী সম্মেলন অনুষ্ঠিত

ঘোড়াঘাট (দিনাজপুর) সংবাদদাতা : দিনাজপুরের ঘোড়াঘাটে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত ১৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকেল ৪টায় ২নং পালশা ইউনিয়নের ডুগডুগীহাটে এ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী ২নং পালশা ইউনিয়ন শাখার আয়োজনে ও ইউনিয়ন শাখার আমীর শাহিন আলমের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও দিনাজপুর ৬ আসনের জাতীয় সংসদের মনোনীত প্রার্থী জননেতা আনোয়ারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ঘোড়াঘাট উপজেলা জামায়াতের আমীর মোফাখখায়ের ইসলাম মোল্লা, সাবেক উপজেলা আমীর আজিজার রহমান, উপজেলা কর্মপরিষদ সদস্য রেজাউল করিম, ২নং পালশা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আব্দুল মান্নান প্রমুখ।

সাধারণ সভা
মো. ইউসুফ আলী, আটোয়ারী (পঞ্চগড়) : পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার রাধানগর ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে ৪নং রাধানগর ইউনিয়ন পরিষদ চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী রাধানগর ইউনিয়ন সভাপতি মো. গোলাম মুর্শীদের সভাপতিত্বে সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বোদা উপজেলা শাখার পৌর আমীর হাফেজ মাওলানা মো. মোজাহারুল ইসলাম। বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী আটোয়ারী উপজেলা শাখার আমীর মাওলানা ইউনুস আলী খান ও উপজেলা সেক্রেটারি মাওলানা মো. খাদেমুল ইসলাম। সভায় বক্তারা কুরআন ও হাদিসের আলোকে রাজনীতি, রাষ্ট্র পরিচালনা সম্পর্কে আলোচনা করেন। প্রধান অতিথির বক্তব্যে হাফেজ মাওলানা মো. মোজাহারুল ইসলাম বাংলাদেশে আল্লাহর আইন ও ভালো লোকের শাসন প্রতিষ্ঠায় সকল নেতা-কর্মীদের একযোগে কাজ করার আহ্বান জানান। তিনি জামায়াত কর্মীদের কুরআন-হাদিসের ব্যাপক জ্ঞান অর্জন করে মানুষকে আল্লাহ ও রাসূল (সা.)-এর অনুসৃত পথে চলে আল্লাহর সন্তুষ্টি অর্জনের আহ্বান জানান। সাধারণ সভায় বক্তারা মরহুম ইসলামী চিন্তাবিদ মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর বর্ণিল রাজনৈতিক জীবন ও জামায়াতে ইসলামী বাংলাদেশের রাজনৈতিক আদর্শ এবং উদ্দেশ্য উপস্থিত সকলের মাঝে তুলে ধরেন। এসময় বাংলাদেশ জামায়াতে ইসলামী দলের এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শাহাদাতবরণকারী সকলের রুহের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। সভায় উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের জামায়াতে ইসলামী, ছাত্রশিবির নেতা-কর্মী সমর্থকসহ সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

মতলব উত্তরে শিক্ষা বৈঠক
দেওয়ান মুরাদুজ্জামান, মতলব (চাঁদপুর) : গত ১৫ ফেব্রুয়ারি শনিবার সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী মতলব উত্তর উপজেলার বাগানবাড়ি ইউনিয়ন শাখার শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। উক্ত শিক্ষা বৈঠকে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর-২ সংসদীয় আসনের প্রার্থী বিশিষ্ট চিকিৎসক ডা. মোহাম্মদ আবদুল মোবিন। বাংলাদেশ জামায়াতে ইসলামী মতলব উত্তর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মেহেদী হাসান নাজিরের সঞ্চালনায় বৈঠকে সভাপতির আসন অলঙ্কৃত করেন উপজেলা জামায়াতের আমীর দেওয়ান আবুল বাসার। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মতলব উত্তর উপজেলা শাখার নেতৃবৃন্দ ও বাগানবাড়ি ইউনিয়ন জামায়াতে ইসলামীর বিভিন্ন স্তরের নেতা ও কর্মীবৃন্দ।
ডা. মোহাম্মদ আবদুল মোবিন বলেন, এখনই সময় মতলবের মুসলমান তোমার ঈমান ও আমলকে সুন্দর করার। আল্লাহর রাসূলের সাহাবায়ে কেরামগণ যেভাবে নেক ও আমলের কাজে পরস্পর প্রতিযোগিতায় অংশ নিতেন; ঠিক সেভাবে ভালো কাজে তোমরা প্রতিযোগিতা কর। আল্লাহর রাসূল (সা.) শাবান মাস জুড়েই রোজা রাখতেন। শুধু শবেবরাত বলেই নয়, এমনিতেই একজন মুমিন মুসলমান শাবান মাসজুড়েই ইবাদতে মগ্ন থাকতে পারেন। ফলে যেই রাতটি আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা তাকে কবুল করলেন, সেই রাতটিই হয়ে যেতে পারে তার জন্য শবেবরাত।

উসকানিমূলক কর্মের বিরুদ্ধে জামায়াতের মানববন্ধন
বেনাপোল সংবাদদাতা: দেশে শান্তি-শৃঙ্খলাবিরোধী সকল উসকানিমূলক কর্মের বিরুদ্ধে যশোরের বেনাপোলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। গত মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১০টায় বেনাপোল বাজারের রহমান চেম্বারের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আজিজুর রহমান, শার্শা থানা কমিটির আমীর রেজাউল ইসলাম, সাধারণ সম্পাদক মাওলানা ইউছুপ আলী, বেনাপোল পৌর আমীর আব্দুল জলিল ও কর্মপরিষদ সদস্য ইয়ানুর রহমানসহ নেতৃবৃন্দ।
মাওলানা আজিজুর রহমান বলেন, পুরো দেশবাসীর সামনে আমরা দাঁড়িয়েছি, আমাদের দেশের বিরুদ্ধে যে গভীর চক্রান্ত চলছে তার বিরুদ্ধে। গত ৫ আগস্ট পূর্বের সরকার পালিয়ে যাওয়ার পর থেকে তারা ষড়যন্ত্রে লিপ্ত আছে। তারা এখানে জুডিশিয়াল ক্যু করার চেষ্টা করেছে। সচিবদের নিয়ে ক্যু করার চেষ্টা করেছে। আনসারদের ও ছাত্রদের নিয়েও তারা ক্যু করার চেষ্টা করেছে। সবচেয়ে দুর্ভাগ্য হচ্ছে আমাদের প্রতিবেশী দেশ ভারত আমাদের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তারা তাদেরকে সবরকম সুযোগ-সুবিধা দিয়ে ১৮ কোটির এ বাংলাদেশের বিরুদ্ধে সবরকম ষড়যন্ত্রের সুবিধা দিয়ে যাচ্ছে। গত ৫ ফেব্রুয়ারি শেখ হাসিনা দিল্লিতে বসে বাংলাদেশের উদ্দেশে বক্তব্য রেখেছেন। সে বক্তব্য বাংলাদেশের বিরুদ্ধে। সে বক্তব্য আমাদের সার্বভৌমত্বের বিরুদ্ধে। সে বক্তব্য ১৮ কোটি মানুষের বিরুদ্ধে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। তীব্র ঘৃণা জানাচ্ছি। ভারত সরকার তাদের যে সাহায্য-সহযোগিতা করছে, এটা সম্পূর্ণ আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।।