সানজীদ নিশান চৌধুরী-এর কবিতা

সুহাসিনী স্বর্ণলতা


২০ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:৪৮

সুখের স্পর্শ তোমার করে পার আর …?
কল্পনায় বলি পুনরায় সুখের ঠিকানা পাক,
নকশি কাতানে সেজে মান্য, কিছু গহনা উপহার
হারিয়েছে প্রাণ সেই কবে, স্মৃতিতে বেঁচে থাক।
আলতো আদরে বাজিয়ে তোলো, শব্দ শুনাও যাকে
ধীরে ধীরে নিবিড় স্পর্শ দাও ভালোবেসে তাকে।
শব্দরাও থেমে যাবে, অপেক্ষায় থাকবে শুধু ঘর
দূরে গেলে তুমি মনোমিতা প্রশ্ন করে কে আপন কে পর।
মুখের অসাধারণ স্পর্শে যায় ভেঙে দীর্ঘ পবিত্রতা
অজানা সুখের আসায় মগ্ন হয়ে আছে সুহাসিনী স্বর্ণলতা।