আহসান হাবিব বুলবুল-এর কবিতা

সাম্য-মৈত্রী


২০ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:৪৬

মধ্যবিত্ত থেকে ‘মধ্য’ কথাটা বাদ দাও
শুধু ‘বিত্ত’টা থাক।
বিত্তকে এবার বৃত্ত বানাও;
এই বৃত্তে এসে জড়ো হও সবাই।
এখানে সবাই থাকবে,
থাকবে না শুধু বিভেদ
এই বৃত্তের সবাই মানুষ হবে,
সৃষ্টির সেরা।
এই বৃত্তকে আবার বিত্ত বানাও,
এই ব্যবসার নাম দাও
সাম্য-মৈত্রী!