ফুলবাড়িয়ায় জামায়াতে ইসলামীর ওয়ার্ড দায়িত্বশীল সমাবেশ


১৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:১০

হাসান ফখরুল (ফুলবাড়িয়া) ময়মনসিংহ : ময়মনসিংহের ফুলবাড়িয়ায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ওয়ার্ড দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় ফুলবাড়িয়া কেআই সিনিয়র ফাজিল মাদরাসা মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। ওয়ার্ড দায়িত্বশীল সমাবেশে সভাপতির দায়িত্ব পালন করেন মো. ফজলুল হক শামীম, আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী ফুলবাড়িয়া উপজেলা শাখা। ওয়ার্ড দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মোয়াজ্জেম হোসেন হেলাল। বিশেষ অতিথি ছিলেন মঞ্জুরুল ইসলাম ভূঁইয়া, মো. আব্দুল করিম, অধ্যক্ষ মু. কামরুল হাসান মিলন, মাহবুবুর রশিদ ফরাজী, সাবেক জেলা আমীর অধ্যাপক মো. জসিম উদ্দিন, ফুলবাড়িয়া উপজেলা সেক্রেটারি ডা. মো. আব্দুর রাজ্জাক, ডা. মাহতাব উদ্দিন, মো. নুরুল ইসলাম, আব্দুল হামিদ (বকুল) প্রমুখ।
অধ্যক্ষ কামরুল হাসান মিলন বলেন, আপনারা যারা ওয়ার্ড দায়িত্বশীল আছেন আপনার সকলেই একেকজন জামায়াতে ইসলামীর প্রতিনিধি। আল্লাহ পাক কুরআনে বলেছেন, আমাদেরকে মধ্যমপন্থী উম্মত হিসেবে সৃষ্টি করা হয়েছে।
আমরা স্মরণ করব এ আন্দোলন করতে গিয়ে আমাদের কত ভাইকে শহীদ করা হয়েছে, আমাদের প্রাণপ্রিয় জামায়াতে আমীরকে শহীদ করা হয়েছে। আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দদের শহীদ করে দিয়ে এ দেশ থেকে ইসলামের নাম নিশানা মুছে দেওয়ার ষড়যন্ত্র করা হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন তাদের শাহাদাতের রক্তের বিনিময়ে এদেশের মানুষের মধ্যে ইসলামের জাগরণ সৃষ্টি করে দিয়েছেন।