দেশের স্বার্থে পতিত স্বৈরাচারী দল ছাড়া সব রাজনৈতিক দল ঐক্যবদ্ধ থাকবে : মাওলানা আবদুল হালিম
৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:১২
কুমিল্লা সংবাদদাতা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম বলেছেন, দেশে যে গণঅভ্যুত্থান হয়েছে, তার বিরুদ্ধে নানা ষড়যন্ত্র চলছে। বিভিন্ন চেহারায় আসার চেষ্টা করছে। এদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। বাংলাদেশের ১৮ কোটি মানুষ ঐক্যবদ্ধ থাকলে প্রতিবেশী আগ্রাসী শক্তি আমাদের কিছুই করতে পারবে না, ইনশাআল্লাহ। আমরা বলেছি, দেশের স্বার্থে পতিত স্বৈরাচারী দল ছাড়া সব রাজনৈতিক দল ঐক্যবদ্ধ থাকবো। গত ১ ফেব্রুয়ারি শনিবার কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াত আয়োজিত ওয়ার্ড সভাপতি ও দায়িত্বশীল সম্মেলনে তিনি এসব কথা বলেন।
কুমিল্লা জেলা দক্ষিণ আমীর ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য এডভোকেট মোহাম্মদ শাহজাহানের সভাপতিত্বে এবং সেক্রেটারি ড. একেএম সৈয়দ সরোয়ার উদ্দিন সিদ্দিকীর পরিচালনায় সম্মেলনে ভার্চুয়াল প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মাওলানা এটিএম মা’ছুম, কুমিল্লা-নোয়াখালী অঞ্চল টিম সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূইয়া প্রমুখ।