যশোরের সকল উপজেলার কর্মপরিষদ সদস্যদের নিয়ে শিক্ষাশিবির
২৩ জানুয়ারি ২০২৫ ১১:২৬
জাহাঙ্গীর আলম, চৌগাছা (যশোর) : বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলা শাখার উদ্যোগে সকল উপজেলার কর্মপরিষদ সদস্যদের নিয়ে শিক্ষাশিবির অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (১৮ জানুয়ারি) দিনব্যাপী যশোর জেলা জামায়াত ইসলামীর অফিসে এ অনুষ্ঠান হয়। যশোর জেলার মোট ১১টি সাংগঠনিক থানা-উপজেলা শাখার সকল কর্মপরিষদ সদস্যদের নিয়ে এ শিক্ষাশিবিরের আয়োজন করা হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর যশোর জেলার শাখার আমীর অধ্যাপক গোলাম রসুলের সভাপতিত্বে ও সেক্রেটারি অধ্যক্ষ আবু জাফর সিদ্দিকের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মো. মোবারক হোসাইন, জেলা নায়েবে আমীর মাওলানা হাবিবুর রহমান, চৌগাছা-ঝিকরগাছার জামায়াত ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মাওলানা আরশাদুল আলম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শার্শা উপজেলার আমীর অধ্যাপক ফারুক হাসান, বেনাপোল সাংগঠনিক থানা শাখার আমীর মো. রেজাউল ইসলাম, ঝিকরগাছা উপজেলার আমীর মাওলানা আব্দুল আলীম, চৌগাছা উপজেলার আমীর মাওলানা গোলাম মোর্শেদ, যশোর সদর উপজেলার আমীর অধ্যাপক আশরাফ আলী, যশোর শহর (পৌরসভা) আমীর অধ্যাপক শামসুজ্জামান, বাঘারপাড়া উপজেলার আমীর অধ্যাপক রফিকুল ইসলাম, অভয়নগর উপজেলার আমীর অধ্যাপক সরদার শরীফ, মনিরামপুর উপজেলার আমীর অধ্যাপক ফজলুল হক, কেশবপুর উপজেলার আমীর অধ্যাপক মুক্তার আলী, পেশাজীবী সাংগঠনিক থানার সভাপতি, রশিদুজ্জামান রতনসহ জেলা-উপজেলার সকল কর্মপরিষদ সদস্যবৃন্দ।