খেলাধুলা তরুণ প্রজন্মকে সুস্বাস্থ্যের অধিকারী করবে : নূরুল ইসলাম বুলবুল


১৮ জানুয়ারি ২০২৫ ১৭:০৪

চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের আমীর ও চাঁপাইনবাবগঞ্জের কৃতি সন্তান মো. নূরুল ইসলাম বুলবুল বলেন, ঘরে বসে শুধু ইন্টারনেট নয়, খেলাধুলা ও শরীরচর্চা তরুণ, যুবকদের সুস্বাস্থ্যের অধিকারী হিসেবে গড়ে তুলবে। নতুন বাংলাদেশ পাওয়া গেছে তরুণ-যুবক ও কিশোরদের জীবন দেয়ার মধ্য দিয়ে। এ তরুণ প্রজন্ম যুবক ও কিশোররা আগামী দিনের নতুন বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা পালন করতে পারে। খেলাধূুলা, শরীরচর্চা ও কারাতে একদিকে যেমন বিনোদনের কাজ করে, তেমনি মাদকাসক্তি থেকে নিজেকে নিরাপদ রাখতে পারে এবং পড়ালেখার দিকে মনোনিবেশ করতে পারে। অন্যদিকে শারীরিক, মানসিক ও মেধা বিকাশে সহায়ক ভূমিকা পালন করে।
গত ১০ জানুয়ারি শুক্রবার রাতে মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ মার্শাল আর্ট স্পোটর্স স্কুল ও বাংলাদেশ ইয়াং কিং কারাতে সেন্টার চাঁপাইনবাবগঞ্জ আয়োজিত ৩য় বাংলাদেশ স্কুল কাপ মার্শাল আর্ট কারাতে প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, সমাজ কিশোর গ্যাং এবং অনৈতিক তৎপরতায় সয়লাব হয়ে গেছে। এ ধরনের খেলাধুলার সাথে তরুণ প্রজন্ম যত বেশি যুক্ত হবে, মাঠমুখী হবে, তত বেশি তারা আগামী দিনের নতুন বাংলাদেশ গড়ে তুলতে পারবে বলে বিশ্বাস করা যায়। বিশেষ করে আজকে ইন্টারনেটের এ যুগে নতুন প্রজন্ম ধ্বংসের মুখোমুখি। ভবিষ্যতে তাদের দূরত্ব তৈরি হচ্ছে, বইয়ের প্রতি তাদের আগ্রহ নেই। ঘরের ভেতর তারা একাকীভাবে থাকা পছন্দ করছে। মানসিক বিকলাঙ্গতার দিকে আগামী দিনের তরুণ প্রজন্ম যাওয়ার পরিবেশ তৈরি হচ্ছে, ইন্টারনেটের সহজলভ্যতা ও তথ্যপ্রযুক্তির সহজলভ্যতা বিশেষ করে মোবাইলের কারণে।
নূরুল ইসলাম বুলবুল বলেন, খেলাধুলা ও মাঠমুখী করতে অভিভাবকরা যত সন্তানদের সম্পৃক্ত করতে পারবে, সার্বিক জ্ঞানমুখী প্রতিযোগিতার সাথে তরুণ প্রজন্মকে যত বেশি সম্পৃক্ত করতে পারা যাবে, তত বেশি তরুণ-যুবক ও কিশোররা আগামী দিনে দেশ ও জাতির জন্য নিজেদের উপযুক্ত হিসেবে গড়ে তুলতে পারবে। সেজন্য অভিভাবক এবং চাঁপাইনবাবগঞ্জসহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে মার্শাল আর্ট, কারাতে প্রশিক্ষণের ব্যবস্থা এবং বিভিন্নমুখী প্রতিযোগিতার আয়োজন করতে হবে। বিশেষ করে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থায় যারা সম্পৃক্ত রয়েছেন মার্শাল আর্ট, কারাতে প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তুলতে ভূমিকা রাখবে। এ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী চাঁপাইনবাবগঞ্জ জেলাসহ ১৪টি জেলার বিজয়ী প্রতিযোগীরা জাতীয় পর্যায়ে মুখ উজ্জ্বল করবে।
সিটি কলেজের অধ্যক্ষ মো. তরিকুল আলম সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের আবাসিক চিকিৎসক আব্দুস সামাদ, মোহা. মার্শাল, সগির শিকদার, মো. সাত্তার আলী প্রমুখ। এর আগে সকালে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মো. নজরুল ইসলামের সভাপতিত্বে প্রতিযোগিতার উদ্বোধন করেন বাংলাদেশ কারাতে ফেডারেশনের সহ-সভাপতি সিহান মোস্তাফিজুর রহমান।