তরুণ-যুবকরা এগিয়ে এলেই সমাজ পরিবর্তন হবে : দেলাওয়ার হোসেন


১৩ ডিসেম্বর ২০২৪ ১৮:৪৭

ঠাকুরগাঁও সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ দেলাওয়ার হোসেন বলেছেন, যুবক ও তরুণসমাজ এগিয়ে এলেই সমাজ পরিবর্তন হবে। তরুণ-যুবকরা যখন রাজপথে নেমে আসে, তারা যখন কোনো উদ্দেশ্য সামনে রেখে এগিয়ে যায়, তখন তাদের কেউ পরাজিত করতে পারে না। আমাদের তরুণ-যুবকরা গত জুলাই-আগস্টে রাজপথে জীবন দিয়ে রক্ত দিয়ে স্বৈরাচারকে পরাজিত করে নতুন স্বাধীনতা ছিনিয়ে এনেছে। তারাই পারবে সুদ, ঘুষ, দুর্নীতি ও বৈষম্যমুক্ত একটি নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে। গত ৭ ডিসেম্বর শনিবার রাতে ঠাকুরগাঁও শহরের সালন্দর মাদরাসা ঈদগাহ মাঠে মাদরাসাপাড়া তরুণ সংঘ ক্লাব আয়োজিত তাফসিরুল কুরআন মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তরুণ সংঘ ক্লাবের সভাপতি অধাপক শরিফুল আলম বেলালের সভাপতিত্বে মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঠাকুরগাঁও জেলা জামায়াতের সেক্রেটারি ও সাবেক সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আলমগীর, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ কফিল উদ্দিন আহমদ, সালন্দর ইসলামীয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবুল হাসান (ত্ব-হা)। মাহফিলে প্রধান বক্তা হিসেবে তাফসির পশে করেন মাওলানা আবদুল কাদের জিহাদী। দ্বিতীয় বক্তা ছিলেন মাওলানা ওমর ফারুকও।