সংগঠন সংবাদ


২৯ নভেম্বর ২০২৪ ০০:০০

বগুড়ায় ওলামা সমাবেশ অনুষ্ঠিত
গাবতলী (বগুড়া) সংবাদদাতা: গত ২৩ নভেম্বর শনিবার সকাল সাড়ে ৭টায় বগুড়া গাবতলীর কাগইল নায়েব উল্লা সিনিয়র আলীম মাদরাসার হলরুমে ইউনিয়ন ওলামা পরিষদ আয়োজিত ওলামা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন ওলামা পরিষদের সভাপতি মাওলানা আফতাব উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা ওলামা পরিষদের সভাপতি মাওলানা আব্দুল বাছেদ। প্রধান বক্তার বক্তব্য রাখেন উপজেলা ওলামা পরিষদের সভাপতি মাওলানা আব্দুর রহমান। উপজেলা ওলামা পরিষদের সেক্রেটারি মাওলানা আব্দুল কাদের, উপজেলা জামায়াত নেতা মাওলানা বজলুর রহমান, মাওলানা আব্দুর রাজ্জাক মিলন, ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা সিরাজুল ইসলাম, সেক্রেটারি ও কাগইল ইউপির প্যানেল চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক, জামায়াত নেতা মাওলানা খায়রুল ইসলাম, মাওলানা ছামসুল হক, মাওলানা সাইফুল ইসলাম, মাওলানা তছলিম উদ্দিন, মাওলানা জাহিদুল ইসলাম, মাওলানা নুরুন্নবী, মাওলানা আবু সাঈদ, ডা. জিল্লুর রহমানসহ কয়েক শতাধিক আলেম-ওলামা উপস্থিত ছিলেন।
ফেনীতে রুকন সম্মেলন
বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা নোয়াখালী অঞ্চলের টিম সদস্য ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া বলেছেন, ছাত্র-জনতার বিপ্লবের মাধ্যমে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। এ সরকার জনগণের আশা-আকাক্সক্ষা শতভাগ পূরণ করতে পারবে না। তবে জনগণের আশা-আকাক্সক্ষার প্রতিফলনের যাত্রা এ সরকারকে শুরু করতে হবে। তার জন্য তাদের পর্যাপ্ত সময় দিতে হবে। গত ২৩ নভেম্বর শনিবার সকালে শহরের দারুল ইসলাম ভবনে ফেনী শহর জামায়াতের রুকন সম্মেলন, মজলিসে শূরা সদস্য নির্বাচন ও নবনির্বাচিত শহর আমীরের শপথ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সাবেক শহর আমীর মোহাম্মদ ইলিয়াসের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা অঞ্চলের অপর টিম সদস্য ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য একেএম শামছুদ্দিন, জেলা আমীর ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মাওলানা আবদুল হান্নান। উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য যথাক্রমে অধ্যাপক আবু ইউসুফ ও মাওলানা মাহমুদুল হক, জেলা সেক্রেটারি মাওলানা আবদুর রহিম, জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক রফিকুল ইসলাম, এডভোকেট জামাল উদ্দিন প্রমুখ।
অধ্যাপক লিয়াকত আলী বলেন, ‘ফ্যাসিস্ট হাসিনা জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করেছিল। কিন্তু এদেশের জনগণ আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেশছাড়া করেছে’। আগামীর বাংলাদেশ গঠনে তিনি সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
একেএম শামছুদ্দিন বলেন, জামায়াতে ইসলামী দলমতের ঊর্ধ্বে উঠে জাতীয় ঐক্যের ভিত্তিতে একটি সুখী-সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে চায়।
মাওলানা আবদুল হান্নান বলেন, যাদের জীবনের বিনিময়ে দেশবাসী সর্বগ্রাসী জুলুমের হাত থেকে মুক্তি পেয়েছে সেসব বীর শহীদদের জামায়াত দলীয়ভাবে বিবেচনা করে না। তারা জাতীয় বীর।
অনুষ্ঠানে নবনির্বাচিত শহর আমীর ইঞ্জিনিয়ার নজরুল ইসলামকে শপথ পাঠ করান জেলা আমীর মাওলানা আবদুল হান্নান। পরে শহর মজলিসে শূরার নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রেস বিজ্ঞপ্তি।
শীতবস্ত্র বিতরণ
বরিশাল সংবাদদাতা: গত ২২ নভেম্বর শুক্রবার বিকেল সাড়ে ৩টায় স্বরূপকাঠি উপজেলার আলকিরহাট মাস্টার মজিবুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে অসহায়-দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানের উদ্বোধন করেন ফজিলা রহমান মহিলা কলেজের অধ্যক্ষ এসএম জাহিদুল ইসলাম। তিনি বলেন, যারা গ্রাম থেকে শহরমুখী হয়েছেন, তারা প্রান্তিক মানুষের দিকে দৃষ্টি দিলে গ্রামের উন্নয়ন ত্বরান্বিত হতো। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট ফোকলোর গবেষক এবং ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ড. মিজান রহমান। তিনি বলেন, আমাদের দায়িত্ব আছে প্রান্তিক মানুষের পাশে দাঁড়িয়ে সমাজকে এগিয়ে নেওয়ার।
এ সময় উপস্থিত ছিলেন সংস্কৃতিজন আব্দুল হালিম, আব্দুস সাত্তার, আজমল হোসেন, শাহ আলম, শাহিন শরীফ, শিক্ষক মাইনুল হাসান, আব্দুস সালাম, সালাম শাহ নেওয়াজ স্বপন প্রমুখ। পরে ওই এলাকার দরিদ্র ও শীতার্ত অসহায় মানুষের মাঝে কম্বলসহ বিভিন্ন শীতবস্ত্র বিতরণ করা হয়।
সিলেট মহানগর দক্ষিণ সুরমা থানা জামায়াতের কর্মী সমাবেশ
সিলেট সংবাদদাতা: জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, পতিত ফ্যাসিস্ট হাসিনা সরকার গণতন্ত্রকে গলাটিপে হত্যা করেছে। সকল গণতান্ত্রিক ও সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে। তারা বিগত ১৫ বছর দেশের নাগরিকদের ভোট দিতে দেয়নি। এ অবস্থায় সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব নয়। সর্বাগ্রে নির্বাচনের সাথে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সংস্কার হওয়া প্রয়োজন। গণতন্ত্রকে অর্থবহ করতে নির্বাচন পদ্ধতির সংস্কার অপরিহার্য। দলের সংখ্যানুপাতিক হারে নির্বাচন পদ্ধতি গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিতি করবে।
তিনি বলেন, জামায়াত খোদাভীরু দেশপ্রেমিক জনতার প্রিয় কাফেলা ও বঞ্চিত মানুষের আশ্রয়স্থল। পতিত স্বৈরাচারী হাসিনা জামায়াত নিষিদ্ধ করে ৫ দিনও ক্ষমতায় ঠিকে থাকতে পারেনি। জনরোষে দেশ ছেড়ে ভারতে পালাতে বাধ্য হয়েছে। গণহত্যার বিচারের মাধ্যমে এদেশে তাদের ফ্যাসিবাদের রাজনীতি চিরতরে বন্ধ করা উচিত। এক্ষেত্রে অন্তর্বর্তী সরকারকে কার্যকর উদ্যোগ নিতে হবে।
তিনি গত ২২ নভেম্বর শুক্রবার রাতে সিলেট মহানগরীর দক্ষিণ সুরমা থানা জামায়াতের কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। থানা আমীর মাওলানা মুজিবুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা ফয়জুল ইসলাম জায়গীরদারের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি জাহেদুর রহমান চৌধুরী ও মাওলানা ইসলাম উদ্দিন, পেশাজীবী থানা-১ এর সেক্রেটারি ইঞ্জিনিয়ার শাহজাহান কবির রিপন। দারসুল কুরআন পেশ করেন দক্ষিণ সুরমা থানা নায়েবে আমীর মাওলানা মোশাহিদ আহমদ। স্বাগত বক্তব্য রাখেন থানা সহ-সেক্রেটারি কাজী জাফর আহমদ।
এদিকে সমাবেশে সদস্যদের প্রত্যক্ষ ভোটে আগামী ২০২৫-২৬ সেশনের জন্য দক্ষিণ সুরমা থানা জামায়াতের নতুন নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন শেষে থানার নতুন কমিটি ঘোষণা করেন মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম।
মাওলানা মুজিবুর রহমান থানা আমীর, হাফিজ মাওলানা মোশাহিদ আহমদ নায়েবে আমীর, ফয়জুল ইসলাম জায়গীরদার সেক্রেটারি ও কাজী জাফর আহমদ সহকারী সেক্রেটারি নির্বাচিত হন।
এছাড়া সমাবেশে থানার ২৫, ২৬, ২৭, ২৮, ২৯, ৩০, ৪০, ৪১ ও ৪২নং ওয়ার্ড জামায়াতের কমিটি গঠন করা হয়।
২৫নং ওয়ার্ডে এম.এ ওয়াদুদ সভাপতি ও জাবেদ আহমদ সেক্রেটারি, ২৬নং ওয়ার্ডে এস.এম মুছা সভাপতি ও আব্দুস সোবহান সেক্রেটারি, ২৭নং ওয়ার্ডে এডভোকেট নাজমুল হুদা তালুকদার সভাপতি ও সাকিব ইসলাম জায়েদ সেক্রেটারি, ২৮নং ওয়ার্ডে ডা. আবুল লেইছ সভাপতি ও মামুন আহমদ সেক্রেটারি, ২৯নং ওয়ার্ডে আবুল কালাম আজাদ সভাপতি ও বদরুল ইসলাম সেক্রেটারি, ৩০নং ওয়ার্ডে আব্দুর রহিম সভাপতি ও জাফর হোসেন সেক্রেটারি, ৪০নং ওয়ার্ডে কয়েস উদ্দিন কুটি সভাপতি ও শওকত আহমদ সেক্রেটারি, ৪১নং ওয়ার্ডে ফজলুর রহমান আজাদ সভাপতি ও মো. গিয়াস উদ্দিন সেক্রেটারি এবং ৪২নং ওয়ার্ডে ওয়াহিদুর রহমান সভাপতি ও আব্দুর রাবু সেক্রেটারি মনোনীত হন।
গণসমাবেশ
মো. আবু বকর সিদ্দিক, বাগেরহাট : বাগেরহাটের মোরেলগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজনে গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে গত ২২ নভেম্বর শুক্রবার বিকেল ৪টার দিকে ডেউয়াতলা কে.সি মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ গণসমাবেশ অনুষ্ঠিত হয়। এ গণসমাবেশে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় মাজলিসে শূরা সদস্য ও বাগেরহাট জেলা জামায়াতের আমীর মাওলানা রেজাউল করিম। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য বাগেরহাট জেলা জামায়াতের নায়েব আমীর এডভোকেট মাওলানা শেখ আব্দুল ওয়াদুদ। এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাগেরহাট জেলা জামায়াতে ইসলামীর শিক্ষা ও গবেষণা সভাপতি মোরেলগঞ্জ শরণখোলার গণমানুষের নেতা অধ্যক্ষ মো. আব্দুল আলিম। মোংলা উপজেলার জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর সাবেক ভাইস চেয়ারম্যান বিশিষ্ট কলামিস্ট এবং সাংবাদিক অধ্যাপক মাওলানা কোহিনুর সরদার।
মোরেলগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মাওলানা শাহাদাত হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ গণসমাবেশে বক্তব্য রাখেন মোরেলগঞ্জ পৌর আমীর মো. রফিকুল ইসলাম, বাগেরহাটের এপিপি, সাবেক জিউধরা ইউনিয়ন চেয়ারম্যান এডভোকেট রফিকুল ইসলাম স্বপন, শ্রমিক নেতা মো. রেজাউল করিম, মো. মহিব্বুল্লাহ রফিক প্রমুখ।
নওগাঁর মান্দায় জামায়াতের রুকন সম্মেলন
মান্দা (নওগাঁ) সংবাদদাতা: নওগাঁর মান্দায় জামায়াতের উপজেলা ইমারত গঠনের লক্ষ্যে রুকন সম্মেলন অনুষ্ঠিত। গত শনিবার (২৩ নভেম্বর) মান্দা উপজেলা আমীর ডা. আমিনুল ইসলামের সভাপতিত্বে ইমারত গঠন করার লক্ষ্যে ১৪টি ইউনিয়ন থেকে আগত রুকনদের সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন নওগাঁ জেলা আমীর এবং আগামী দিনে মান্দা উপজেলার এমপি পদপ্রার্থী বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ খ ম আব্দুর রাকিব। তিনি বলেন, আগামী দিনে মান্দা উপজেলা সুন্দরভাবে ঢেলে সাজানো এবং ইসলামী আন্দোলনের কাজকে বেগবান করার জন্য, যেসব ভাইদের নেতৃত্ব প্রয়োজন তাদের আপনাদের সুচিন্তিত মতামত প্রদান করবেন। তিনি আরো বলেন, আগামী দিনে অসহায় দুস্থ পরিবার, এতিম ও বিধবাদের পাশে দাঁড়াতে হবে।
সম্মেলনে বিশেষ অতিথি থেকে উপজেলা শূরা-কর্মপরিষদ নির্বাচন এবং ইউনিয়ন আমীর ও ইমারত নির্বাচন পরিচালনা করেন নওগাঁ জেলা নায়েবে আমীর ও নির্বাচন কমিশনার অধ্যাপক মহিউদ্দিন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ও শূরা-কর্মপরিষদ সদস্য অধ্যাপক আব্দুর রশিদ, মাওলানা মোস্তফা আল আমিন, মুফাজ্জল হোসেন, নাছির উদ্দিনসহ আরো অনেকে।
নির্বাচন শেষে উপজেলা শূরা সদস্য এবং উপজেলার ১৩টি ইউনিয়নের নির্বাচিত আমীরদের শপথ বাক্য পাঠ করান উপজেলা আমীর ডা. আমিনুল ইসলাম।
মাদারীপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বিবার্ষিক সম্মেলন
এফ আর মামুন, রাজৈর (মাদারীপুর) : বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মাদারীপুর জেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন গত ২৩ নভেম্বর শনিবার সকালে অনুষ্ঠিত হয়। মাদারীপুরের ভূঁইয়া কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ফেডারেশনের কেন্দ্রীয় কোষাধ্যাক্ষ মো. আজহারুল ইসলাম। জেলা সভাপতি মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মাওলানা আব্দুছ ছোবহান খান, জেলা আমীর মাওলানা মোখলেসুর রহমান, ফেডারেশনের কেন্দ্রীয় নেতা কাজী আবুল বাশার, এড. আসিব শাহরিয়ার, শাহাদাৎ হোসেন প্রমুখ। সম্মেলনে সাইয়্যেদ মনিরুজ্জামানকে সভাপতি করে ৩৬ সদস্যবিশিষ্ট জেলা কার্যকরী কমিটি গঠন করা হয়। প্রধান অতিথি তার বক্তব্যে শ্রমিক ভাইদের অধিকার ও মর্যাদা আদায়ের জন্য শ্রমিক কল্যাণ ফেডারেশনের কাজে সামিল হওয়ার আহ্বান জানান।
বন্দর জামায়াতের প্রীতি সম্মেলন
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান বলেছেন, বন্দরের স্থান ইসলামী আন্দোলনের স্মৃতিবিজড়িত স্থান। এখানে অনেক পাঠাগার ছিল, অনেক সমাজিক প্রতিষ্ঠান ছিল। যেগুলো এ এলাকার যুবকদের মাদকমুক্ত থেকে আল্লাহর কুরআনের শিক্ষায় সামাজিক মূল্যবোধে উজ্জীবিত করে গড়ে তোলার জন্য ভূমিকা পালন করতো। সম্প্রতি বন্দর থানা জামায়াতের প্রীতি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নগর জামায়াতের কর্মপরিষদ সদস্য ও থানা আমীর মাহমুদুল আলমের সভাপতিত্বে প্রীতি সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা বদরুল হক, নগর জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি ফয়সাল মুহাম্মদ ইউনুস। প্রীতি সম্মেলনে বক্তব্য রাখেন থানা নায়েবে আমীর আহসান উল্লাহ, থানা সেক্রেটারি ইকবাল শরীফ, থানা সহ-সেক্রেটারি ফিরোজ আহমদ, সাবেক কাউন্সিলর শফিউল আলম, সাবেক ছাত্রনেতা আনোয়ার হোসেন নুরী, আরিফুল ইসলাম প্রমুখ।
ইপিজেডে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে টিন বিতরণ
চট্টগ্রামের ইপিজেড এলাকার আকমল আলী বেডিবাঁধে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে টিন বিতরণ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানা। গত ২২ নভেম্বর শুক্রবার সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চট্টগ্রাম মহানগরী সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন প্রধান অতিথি হিসেবে টিনগুলো বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন ইপিজেড থানা জামায়াতের আমির আবুল মোকাররম, ডবলমুরিং থানা আমির ফারুকে আজম, ৩৯ নম্বর ওয়ার্ড আমীর ওসমান গনি, জামায়াত নেতা মোহাম্মদ সাহেদ, হাফেজ আলমগীর হোসাইন রহিম বিশ্বাস, মামুন খান, শফিউল আজম, মোহাম্মদ হোসেন, মো. ইউনুস, ডা. কালাম, জাহাঙ্গীর, কামরুল ইসলাম, কাজী টিপু, ডা. জাহিদ, নোমান, রাকিন, শাহীন, জিয়াউর রহমান, মজিবুল হক বকুল, ডা. মেজবাহ উদ্দিন মনসুর, জাহিদ হোসেন, জামালসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন বলেন, জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা নিজেদের খারাপ সময়েও চেষ্টা করেছে মানুষের পাশে দাঁড়াতে। নেতারা জেল-জুলুম-নির্যাতন সহ্য করেও বিভিন্ন সময়ে মানুষের দুঃখ-কষ্টে পাশে থেকেছে। ভবিষ্যতেও এ ধরনের সহায়তা অব্যাহত থাকবে।
জামায়াতের শুকরিয়া সমাবেশ
কুষ্টিয়া সংবাদদাতা : দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল চালুর প্রশাসনিক অনুমতি প্রদান করায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাসহ সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়ে শুকরিয়া সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুষ্টিয়া জেলা শাখা। গত শনিবার (২৩ নভেম্বর) বিকাল ৩টার দিকে কুষ্টিয়া শহরের চৌড়হাঁস মোড়ে এ সমাবেশে অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসের সূরা সদস্য অধ্যক্ষ খন্দকার এ কে এম আলী মহসিন।
কুষ্টিয়া জেলা জামায়াতের আমীর অধ্যাপক মাওলানা আবুল হাশেম সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা নায়েবে আমীর ও মিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল গফুর, জেলা সেক্রেটারি অধ্যাপক সুজাউদ্দিন জোয়াদ্দার, জেলা সহকারী সেক্রেটারি সোহরাব উদ্দিন, কুমারখালী উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আফজাল হোসেন ও ইসলামী ছাত্রশিবিরের শহর শাখার সভাপতি হাফেজ সেলিম রেজা প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক মাজহারুল হক মমিন, মাহবুব মাজহার এবং সকল উপজেলা আমীরগণ।
শহীদ সৈকতের কবর জিয়ারত
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ মো. শাহাবুদ্দিন গত ২০ নভেম্বর বুধবার রাতে বগুড়ার সোনাতলা উপজেলার বালুয়ায় অবস্থিত জাহানাবাদ মাদরাসাপাড়ার বাসিন্দা ঢাকার সাভারে গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ আব্দুল আহাদ সৈকতের কবর জিয়ারত করেন। তিনি শহীদ সৈকতের পরিবারের সদস্যদের খোঁজখবর নেন ও তাদের সান্ত্বনা দেন। এ সময় তার সাথে ছিলেন বগুড়া জেলা জামায়াতের কর্মপরিষদের সদস্য উপাধ্যক্ষ মোজাহিদুল ইসলাম, উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক ফজলুল করিম, নায়েবে আমীর ও সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এনামুল হক মণ্ডল, সেক্রেটারি প্রভাষক মাওলানা রবিউল ইসলাম, উপজেলা শূরা সদস্য অধ্যাপক মাওলানা মতিউর রহমান, শহীদ সৈকতের বাবা মো. নজরুল ইসলাম, বালুয়া ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা সাবিরুল ইসলাম, সেক্রেটারি গোলাম ফারুক প্রমুখ। উল্লেখ্য, গত ৫ আগস্ট রাজধানী ঢাকার সাভারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে একাদশ শ্রেণির ছাত্র আবুল আসাদ সৈকত পুলিশের গুলিতে নিহত হন। প্রেস বিজ্ঞপ্তি।