সংগঠন সংবাদ


১৪ নভেম্বর ২০২৪ ১২:০০

নীলফামারীতে কর্মী সম্মেলন
উত্তরাঞ্চল আর কখনো অবহেলিত থাকবে না উল্লেখ করে আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান বলেছেন, “উত্তরাঞ্চলের জেলাগুলো বিশেষ মর্যাদার দাবি রাখে। কিন্তু এলাকাগুলো দীর্ঘদিন ধরে অবহেলিত। এ অঞ্চল আর অবহেলিত থাকবে না। উত্তরাঞ্চলের মানুষ অনেক ধর্মপ্রাণ ও অল্পে তুষ্ট। তিনি বলেন, এ অঞ্চলে আল্লাহ রহমত-বরকত দান করুন। তিনি ভারতের উদ্দেশে বলেছেন, প্রতিবেশী ভালো থাকলে আমরা ভালো থাকব। প্রতিবেশীদের কাছ থেকে আমরা প্রতিবেশীসুলভ আচরণ চাই। শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা ও গুমসহ অসংখ্য মামলা রয়েছে। আদালত যখন চাইবে তখন তাকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেয়ার জন্য তিনি ভারতের প্রতি আহ্বান জানান।”
গত ৮ নভেম্বর শুক্রবার সকালে নীলফামারী জেলা জামায়াতের উদ্যোগে পৌরসভা মাঠে আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা আবদুস সাত্তারের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি অধ্যাপক আনতাজুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মমতাজ উদ্দিন, মাহবুবুর রহমান বেলাল, শহীদ মহিদুলের পিতা আনোয়ার হোসেন, ঠাকুরগাঁওয়ের সাবেক জেলা আমীর মাওলানা আব্দুল হাকীম, নীলফামারীর সাবেক জেলা আমীর আব্দুর রশিদ, দিনাজপুর জেলা আমীর অধ্যক্ষ আনিসুর রহমান, লালমনিরহাট জেলা আমীর এডভোকেট আবু তাহের, নীলফামারী জেলা নায়েবে আমীর ড. খায়রুল আনাম, পঞ্চগড় জেলা আমীর অধ্যাপক ইকবাল হোসাইন, নীলফামারী জেলা খেলাফত মজলিসের আমীর মাওলানা সাদ্দাম হোসেন জেহাদী, ঠাকুরগাঁও জেলা আমীর অধ্যাপক বেলাল উদ্দিন প্রধান, নীলফামারী জেলা বিএনপির সভাপতি আলমগীর সরকার, রংপুর মহানগর জামায়াতের সেক্রেটারি ওবায়দুল্লাহ সালাফী, শ্রমিক কল্যাণ নীলফামারী জেলা সভাপতি অধ্যাপক মনিরুজ্জামান জুয়েল, জেলা জামায়াতের প্রচার, মিডিয়া বিভাগের সেক্রেটারি অধ্যাপক ছাদের হোসাইন প্রমুখ।
সাংবাদিকদের সাথে মতবিনিময়: সম্মেলন শেষে মাঠেই সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান। এ সময় তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। এক প্রশ্নের জবাবে ডা. শফিকুর রহমান বলেন, আমরা দশ দফা সংস্কার প্রস্তাব দিয়েছি। অন্তর্বর্তী সরকার আমাদের প্রস্তাব বাস্তবায়ন করলে সুষ্ঠু ও সুন্দর নির্বাচন করা যাবে। সকল মানুষের ভোটের মূল্যায়ন করতে আনুপাতিক ভোটের প্রস্তাব করেছি। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকারকে দ্রুত সময়ের মধ্যে সংস্কার করে নির্বাচন করতে হবে। আর সংস্কারের জন্য সরকারকে যৌক্তিক সময় দিতে হবে। বিএনপি সরকারকে নির্বাচনের বিষয়ে বার বার স্মরণ করিয়ে দিচ্ছে। কিন্তু সরকারকে যৌক্তিক সময় দেয়ার ক্ষেত্রে সবাই ঐকমত্য বলে তিনি উল্লেখ করেন।
শিক্ষাবিষয়ক এক প্রশ্নের জবাবে তিনি বলেন, শিক্ষাক্ষেত্রের জন্য প্রয়োজনীয় সংস্কার প্রস্তাব আমরা প্রস্তুত করে রেখেছি। সরকার চাইলে দেয়া হবে। সংবিধান নিয়েও বেশকিছু প্রস্তাব আছে বলে তিনি উল্লেখ করেন। সৈয়দপুরের রেল কারখানা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সৈয়দপুরের রেল কারখানা অনেক আগের। এটির অনেক সক্ষমতা রয়েছে। এ কারখানাসহ দেশের যেসব জায়গায় রিসোর্স আছে, সেসব জায়গায় কারখানা চালুর বিষয়ে সুপারিশ থাকবে বলে তিনি উল্লেখ করেন। পরে তিনি একজন সিনিয়র সাংবাদিকের হাতে একটি গোলাপ ফুল তুলে দেন।
চট্টগ্রামে সহযোগী সদস্য সমাবেশ
চট্টগ্রাম মহানগরী জামায়াতের সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর শামসুজ্জামান হেলালী বলেছেন, আল কুরআনের সমাজ প্রতিষ্ঠা ছাড়া মানুষের ভাগ্য পরিবর্তন সম্ভব নয়। স্বাধীনতার পর থেকে কোনো সরকারই মানুষের আশা-আকাক্সক্ষার প্রতিফলন ঘটাতে পারেনি। মহান আল্লাহ মানুষ সৃষ্টির পাশাপাশি তাদের রাষ্ট্র পরিচালনার জন্য যে কুরআন পাঠিয়েছেন, সেই কুরআনের শাসনের মাধ্যমে মানুষের ভাগ্য পরিবর্তন সম্ভব। গত ৮ নভেম্বর শুক্রবার বাকলিয়া সরকারি কলেজ প্রাঙ্গণে ১৭ নম্বর বাকলিয়া সুরভী আবাসিক সাংগঠনিক ওয়ার্ড জামায়াতের সহযোগী সদস্য সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এছাড়া বক্তব্য রাখেন পূর্ব ষোলশহর ওয়ার্ডের শূরা সদস্য নুর হোসাইন, থানা সূরা সদস্য মফিজুর রহমান, মুহাম্মদ ফরিদ উদ্দিন, ওয়াহিদুল কাদের চৌধুরী, সাতকানিয়া মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ তোফাজ্জল হোসাইন, ইকরামুল হক, এহসানুল হক মিলন, এস এম সুলতান ইয়াছিন, মাওলানা জাকির উল্লাহ রিফাত উল্লাহ, মোরশেদুল হক প্রমুখ।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সংসদীয় দলের সাবেক হুইপ, চট্টগ্রাম মহানগরী আমীর ও সাবেক এমপি আলহাজ শাহজাহান চৌধুরী বলেছেন, যুবসমাজ যেকোনো দেশের মূল্যবান সম্পদ। জাতীয় উন্নয়ন ও অগ্রগতি যুবসমাজের সক্রিয় অংশগ্রহণের ওপর অনেকাংশেই নির্ভরশীল। যুবসমাজের মেধা, সৃজনশীলতা, সাহস ও প্রতিভাকে কেন্দ্র করেই জাতির ভবিষ্যৎ নির্ধারণ হয়। ফলে যেকোনো পরিস্থিতিতে সাহসিকতা, হিকমত ও বুদ্ধিমত্তার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।
যুব সমাবেশ
শফিউল আলম টিপুর সঞ্চালনায় ও ১৯ নম্বর বাকলিয়া ওয়ার্ড জামায়াতের আমীর ওয়াহিদ মুরশেদের সভাপতিত্বে যুব সমাবেশে বক্তব্য রাখেন বাকিলয়া থানা নায়েবে আমীর আবুল মনসুর, বাকলিয়া থানা সেক্রেটারি সুলতান আহমদ, ১৮ নম্বর ওয়ার্ড আমীর নুর আহমদ, ১৮ নম্বর ওয়ার্ড সেক্রেটারি নাছির সওদাগর, বাকলিয়া থানা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি আজিজুল হক, জামায়াত নেতা আলী আকবর প্রমুখ। নগর জামায়াতের আমীর শাহজাহান চৌধুরী বলেন, যুবসমাজের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সুখী, সমৃদ্ধ, ইনসাফপূর্ণ ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠন করা সম্ভব। আজকের যুবসমাজই জাতির আগামী দিনের ভবিষ্যৎ। যুগে যুগে যুবকরাই ইতিহাস সৃষ্টিতে অগ্রণী ভূমিকা পালন করেছেন। তাদের প্রচেষ্টায় স্রোতের গতিধারাও পরিবর্তন হয়ে যায়। দেশ ও জাতি এক গভীর ক্রান্তিকাল অতিক্রম করছে। এ অবস্থায় দেশ ও জাতির সত্যিকার মুক্তির জন্য যুবকদের ঐক্যবদ্ধ প্রয়াস চালাতে হবে। অন্যথায় আমাদের মুক্তি মিলবে না।
চট্টগ্রাম বিজনেস ফোরামের কর্মী সম্মেলন
গত শুক্রবার (৮ নভেম্বর) সকালে নগরীর বহদ্দারহাটে আর.বি. কনভেনশন হলে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর ব্যবসায়ী থানা চট্টগ্রাম বিজনেস ফোরামের (সিবিএফ) কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, চট্টগ্রাম মহানগরীর আমীর ও সাবেক এমপি আলহাজ শাহজাহান চৌধুরী। সিবিএফ সভাপতি জালাল উদ্দিন আকবরের সভাপতিত্বে ও সেক্রেটারি শাহজাহান মহিউদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চট্টগ্রাম মহানগরীর নায়েবে আমীর মুহাম্মদ নজরুল ইসলাম, নগর সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমীন, নগর এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খায়রুল বাশার, ফয়সাল মুহাম্মদ ইউনুস প্রমুখ।
উপস্থিত ছিলেন সিবিএফের সহ-সভাপতি রাশেদুল আজম মঞ্জুর, সহ-সেক্রেটারি মামুনুর রশিদ, সাংগঠনিক সম্পাদক কামরুল হুদা, অর্থ সম্পাদক সরওয়ার উদ্দিন, সিবিএফ নেতা আলমগীর কবির, আব্দুল্লাহ আল মামুন, কামাল উদ্দিন, সাইয়েদ আল মামুন প্রমুখ।
সাংবাদিকদের সাথে মাসুদ সাঈদীর মতবিনিময়
পিরোজপুর সংবাদদাতা: শেখ হাসিনার সরকার পতনের মূল কারণ দুঃশাসন ও নির্যাতন। তার দুঃশাসনের কারণে আজ একটি লোকও আওয়ামী লীগের নাম বলার সাহস পাচ্ছে না বলে মন্তব্য করেছেন পিরোজপুর ১ আসনের জামায়াত মনোনীত প্রার্থী আলহাজ মাসুদ সাঈদী। গত ৯ নভেম্বর শনিবার দুপুরে পিরোজপুরের নাজিরপুর প্রেস ক্লাবে কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
প্রেস ক্লাব সভাপতি কে এম সাঈদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম সিপারের সঞ্চালনায় তিনি আরো বলেন, বাংলাদেশে ১৮ কোটি মানুষ, কিন্তু দেশ শাসন করে মুষ্টিমেয় কিছু মানুষ। আর সেই সকল মুষ্টিমেয় মানুষের দুর্নীতি করার কারণে, দেশকে বিভাজনের পথে ঠেলে দেয়ায়, দেশের সম্পদ বিদেশে পাচার করার জন্য আজকে আমরা ধুঁকে ধুঁকে মরছি। মতবিনিময় সভায় প্রেস ক্লাবের বিভিন্ন প্রিন্ট ও ইলেট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মো. জহিরুল হক, উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুর রাজ্জাকসহ জেলা ও উপজেলার জামায়াতের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মুন্সীগঞ্জে মহিলা জামায়াতের ইউনিট সভানেত্রী-সেক্রেটারি সম্মেলন
মুন্সীগঞ্জ থেকে মমিন বিশ্বাস : মুন্সীগঞ্জ জেলা মহিলা জামায়াতের ইউনিট সভানেত্রী ও সেক্রেটারি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (৯ অক্টোবর) সকাল ৯ মুন্সীগঞ্জ পৌরসভার আনন্দ কমিউনিটি সেন্টারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের মুন্সীগঞ্জ জেলা সেক্রেটারি বিউটি বেগমের সভাপতিত্বে এবং কর্মপরিষদ সদস্য সুরমা বেগমের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শ্রমিক কল্যাণ ফেডারেশনের ও অফিস বিভাগীয় সেক্রেটারি রোজিনা বেগম। বিশেষ অতিথি ছিলেন ঢাকা দক্ষিণ অঞ্চলের পরিচালক শামীমা বেগম, কেন্দ্রীয় সমাজকল্যাণ বিষয়ক সেক্রেটারি খন্দকার আয়েশা সিদ্দিকা। এছাড়া বক্তব্য রাখেন ইসলামী ছাত্রী সংস্থার মুন্সীগঞ্জ জেলা সেক্রেটারি সায়মা ইসলাম, ইসলামী ছাত্রী সংস্থার শহর শাখার সভানেত্রী হাফসা শামস। দারসুল কুরআন পেশ করেন মুন্সীগঞ্জ জেলা তদারককারী মাহমুদা আক্তার। প্রধান অতিথি তার বক্তব্য বলেন, ইউনিট হচ্ছে সংগঠনের মেরুদণ্ড ইউনিট সভানেত্রী, সেক্রেটারিদের তাকওয়া আমানতদারীর যোগ্যতার সাথে দায়িত্ব পালন করতে হবে। শামীমা বেগম বলেন, ইউনিট হচ্ছে, জামায়াতের মূল বুনিয়াদি কারখানা। এ কারখানার পরিচালক হিসেবে ইউনিট সভানেত্রীগণ নিজেকে কুরআন সুন্নাহর আলোকে গড়ে তুলতে হবে। জ্ঞানার্জন ও উন্নত আমলের অনুশীলন করতে হবে। মা যেমন সন্তানকে গড়ে তুলে, জনশক্তিকে সেভাবে গড়ে তুলতে হবে। সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য আমেনা আক্তার হাজেরা আক্তার, আসমা আক্তার, খাদিজা আক্তার, হুমায়রা আমিন প্রমুখ।
রাজবাড়ী জেলা আয়োজিত রুকন সম্মেলন
স্বাধীনতার এত বছর পরও আমাদের প্রত্যাশা ও প্রাপ্তির পর্যালোচনা চলছে। একটি স্বাধীন দেশ হিসেবে ৫৪ বছর পার হলেও জনআকাক্সক্ষার বাস্তবায়ন হয়নি। বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজবাড়ী জেলা আয়োজিত রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি হামিদুর রহমান আযাদ উপরোক্ত কথা বলেন। রাজবাড়ী জেলা জামায়াতের আমীর এডভোকেট নূরুল ইসলামের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি মো. আলীমুজ্জামানের সঞ্চালনায় স্থানীয় পৌর কমিউনিটি সেন্টারে ৯ নভেম্বর শনিবার সকালে ‘রুকন সন্মেলন’ অনুষ্ঠিত হয়।
সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফরিদপুর অঞ্চল টিম সদস্য শামসুল ইসলাম বরাটি, অঞ্চল টিম সদস্য প্রফেসর (অব.) আবদুত তাওয়াব। সম্মেলনে দারসুল কুরআন পেশ করেন জেলা কর্মপরিষদ সদস্য, বালিয়াকান্দি উপজেলা আমীর মাওলানা আব্দুল হাই জোয়ারদার। সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর মো. হাসমত আলী হাওলাদার, জেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক মো. হেলাল উদ্দিনসহ আরও অনেকে। এর আগে প্রধান মেহমান এক আবেগঘন পরিবেশে সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী নবনির্বাচিত জেলা আমীরকে শপথ বাক্য পাঠ করান।
চৌদ্দগ্রামে ওলামা সমাবেশ
কুমিল্লার চৌদ্দগ্রামে শ্রীপুর ইউনিয়ন জামায়াতের উদ্যোগে ওলামা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম। গত শনিবার (৯ নভেম্বর) ইউনিয়নের পদুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সমাবেশে প্রধান বক্তা ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমীর এডভোকেট মুহাম্মদ শাহজাহান। ভার্চুয়াল পদ্ধতিতে দারসুল কুরআন পেশ করেন মুসলিম উম্মাহ অব নর্থ আমেরিকার ন্যাশনাল প্রেসিডেন্ট শায়েখ মাওলানা দেলোয়ার হোসাইন।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ বেলাল হোসাইন, কুমিল্লা দক্ষিণ জেলা ওলামা বিভাগের সেক্রেটারি অধ্যাপক মফিজুর রহমান, চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ একেএম শামছুদ্দিন, উপজেলা জামায়াতের ওলামা বিভাগের সভাপতি মাওলানা রাশীদুল হাসান জাহাঙ্গীর, ছাত্রশিবির কুমিল্লা জেলা পূর্বের সাধারণ সম্পাদক মহিউদ্দিন রনি, আল বিরুনী চাইল্ড একাডেমীর অধ্যক্ষ মাওলানা ইকবাল হোসেন সালেহী, কাছারিপাড়া মাদরাসার সাবেক উপাধ্যক্ষ মাওলানা আবদুল কাইউম। দোয়া পরিচালনা করেন আড়াইবাড়ী দরবার শরীফের পীর মাওলানা গোলাম পরোয়ার সাঈদী। শ্রীপুর ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা মোহাম্মদ আবদুল হাকিমের সভাপতিত্বে এবং ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি এএনএম আবু তাহের ও ইউনিয়ন ওলামা বিভাগের সভাপতি মাওলানা আবু ইউসুফের যৌথ সঞ্চালনায় উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান মোস্তফা নুরুজ্জামান খোকন, উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি মনির হোসাইন, শ্রীপুর ইউনিয়ন জামায়াতের সাবেক সভাপতি মাওলানা আবুল হাশেম, ইউনিয়ন যুব বিভাগের সভাপতি রবিউল হোসেন মিলন, সেক্রেটারি ইকবাল হোসেন মজুমদার, ইউনিয়ন শিবিরের সভাপতি আবুল বাশার প্রমুখ।
ঝিনাইদহ জেলা আমীরের শপথ
বাংলাদেশ জমায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং যশোর-কুষ্টিয়া অঞ্চল পরিচালক মোবারক হোসাইন বলেন, “আওয়ামী লীগ সরকার বাংলাদেশ জামায়াতে ইসলামীকে শেষ করে দিতে চেয়েছিল। আওয়ামী লীগ সরকার মনে করেছিলো জামায়াতে ইসলামীর ওপর নানাভাবে জুলুম-নির্যাতন চালালে জামায়াত শেষ হয়ে যাবে। কিন্তু তাদের সে ধারণা ভুল প্রমাণিত হয়েছে। জামায়াত বর্তমানে আবার ঘুরে দাঁড়িয়েছে। কিন্তু জনগণ আওয়ামী লীগকে পরিত্যাগ করেছে।”
তিনি গত ৯ নভেম্বর শনিবার ঝিনাইদহ জেলা জামায়াতের আমীর অধ্যাপক মাওলানা আলী আযম মো. আবু বকরের শপথ গ্রহণ ও জেলা মজলিসে শূরার সদস্য নির্বাচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন। এ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন যশোর ও কুষ্টিয়া অঞ্চলের টীম সদস্য অধ্যক্ষ ড. আলমগীর বিশ্বাস।
মোবারক হোসাইন আরও বলেন, “জামায়াতে ইসলামীর ওপর মানুষের আস্থা ও বিশ্বাস বৃদ্ধি পেয়েছে। জামায়াতের জনপ্রিয়তা বাড়ছে। দেশের সকল শ্রেণি-পেশার মানুষ জামায়াতে ইসলামীকে নিয়ে স্বপ্ন দেখতে শুরু করেছে। দেশের মানুষ বলতে শুরু করেছে যে, আমরা অতীতে অনেক দলকে দেখেছি, এবার জামায়াতকে দেখব।” জেলা আমীরের শপথ গ্রহণের পরে মেহমান মোবারক হোসাইন জেলা মজলিসে শূরা সদস্য নির্বাচন পরিচালনা করেন। জেলার পুরুষ ও মহিলা রুকনগণ এতে গোপন ব্যালটের মাধ্যমে ভোট প্রদান করেন।
ছাগলনাইয়ায় জামায়াতের কর্মী সম্মেলন
ছাগলনাইয়া সংবাদদাতা : ফেনীর ছাগলনাইয়া পৌরসভার মটুয়া ৮নং ওয়ার্ড জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত ৯ নভেম্বর শনিবার বিকালে মটুয়া হাফেজিয়া মাদরাসা মাঠে এ কর্মী সম্মেলনের আয়োজন করা হয়।
সম্মেলনে প্রধান মেহমান ছিলেন ফেনী জেলা জামায়াতের শূরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা পেয়ার আহাম্মদ মজুমদার। বিশেষ অতিথি ছিলেন ফেনী জেলা জামায়াতের শূরা ও কর্মপরিষদ সদস্য মুজিবুর রহমান, ছাগলনাইয়া পৌর জামায়াতের আমীর মুফতি মির্জা আবদুল হান্নান, পৌর সেক্রেটারি মাওলানা সালাউদ্দিন, সাবেক আমীর নাজমুল হাসান, হাফেজ মাওলানা কামরুল আহছান। মাওলানা মনিরুল ইসলামের সভাপতিত্বে এবং ৮নং ওয়ার্ড সেক্রেটারি মাওলানা মিনহাজুর রহমান মজুমদারের সঞ্চালনায় এতে ৮নং ওয়ার্ড জামায়াতের আমীর আরিফ উদ্দিন বাদল, সহ-সভাপতি আবু শাহদাত মো. সায়েম, সহ-সেক্রেটারি মো. জয়নাল আবেদীন, নুরুল আমিন ও মহসিন কবির, কোষাধ্যক্ষ হেলাল উদ্দিন, সহ-কোষাধ্যক্ষ মাওলানা দেলোয়ার, পাঠাগার সম্পাদক সাজ্জাদুর রহমান সুজন, ধর্মবিষয়ক সম্পাদক মাওলানা আরিফুর রহমান, ক্রীড়া সম্পাদক রেদওয়ান, সমাজ কল্যাণ সম্পাদক আবু তৈয়ব শিপন ও অফিস সম্পাদক সাইফুল ইসলামসহ ৮নং ওয়ার্ড বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ।
সাতক্ষীরায় দায়িত্বশীল শিক্ষাশিবির
সাতক্ষীরা সংবাদদাতা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ মুহা. ইজ্জত উল্লাহ বলেছেন, প্রত্যেক মুসলমানের ওপর দাওয়াতি কাজ করা তথা আল্লাহর দিকে আহ্বান করা ফরজ। এটা আল্লাহ তায়ালার নির্দেশ। এজন্য রাসূলুল্লাহ (সা.) এর দেখানো পদ্ধতিতে হিকমাহ বা কৌশল এবং সর্বোত্তমপন্থা অবলম্বন করে বাংলাদেশের সকল মানুষের কাছে কুরআন-সুন্নাহর আহ্বান পৌঁছিয়ে দিতে হবে। তাদের মন, মগজ ও চরিত্রকে পরিশুদ্ধ করতে হবে। আমরা বাংলাদেশে একটি সফল ইসলামী বিপ্লবের স্বপ্ন দেখি। নবী রাসূলগণ ও সাহাবা আজমাইনেরা ইসলামী সমাজ বিনির্মাণ করতে গিয়ে নিজের সর্বস্ব আল্লাহর রাহে বিলিয়ে দিয়েছেন। এজন্য সাতক্ষীরা জেলার সকল আলেম-ওলামাকে নিজেদের সর্বোচ্চ ত্যাগ ও কুরবানির জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। গত শনিবার (৯ নভেম্বর) সাতক্ষীরা আলামিন ট্রাস্টের কাজী শামসুর রহমান মিলনায়তনে ওলামা দায়িত্বশীল শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা ওলামা বিভাগের বিভাগীয় সেক্রেটারি মাওলানা ওসমান গণির সভাপতিত্বে ও সেক্রেটারি ড. মো. রুহুল আমিনের পরিচালায় ওলামা দায়িত্বশীল শিক্ষাশিবিরে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও খুলনা অঞ্চল পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক, কেন্দ্রীয় শূরা সদস্য ও খুলনা অঞ্চল টিম সদস্য মুহাদ্দিস রবিউল বাশার, সাতক্ষীরা জামায়াতের আমীর অধ্যাপক শহিদুল ইসলাম মুকুল, জেলা সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, জেলা মসজিদ মিশনের সভাপতি অধ্যক্ষ মাওলানা আব্দুল বারী।
চান্দগাঁওয়ে সুধী সমাবেশ
চট্টগ্রাম মহানগরী জামায়াতের সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী বলেছেন, সন্ত্রাস, চাঁদাবাজি, দখলদারিত্ব ও দুর্নীতিমুক্ত দেশ গড়তে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপর আস্থা রাখুন। জামায়াতে ইসলামী একটি আধুনিক কল্যাণরাষ্ট্রে রূপ দিতে চায়। গত শুক্রবার (৮ নভেম্বর) চান্দগাঁও জামায়াতের মধ্যম সাংগঠনিক ওয়ার্ড জোন-১ এর উদ্যোগে চান্দগাঁও বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চান্দগাঁও ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি আব্দুল গফুরের সঞ্চালনায় ওয়ার্ড সভাপতি ওয়াহিদ মুরাদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চান্দগাঁও থানা জামায়াতের সেক্রেটারি জসিম উদ্দিন সরকার, সহকারী সেক্রেটারি আজাদ চৌধুরী, ৪ নম্বর ওয়ার্ড জামায়াত আমীর ওমর গনি, সেক্রেটারি হাফেজ মাওলানা আব্দুল আজিজ শোয়াইব, মুসলেহ উদ্দিন প্রমুখ।
বরিশাল মহানগর জামায়াতের রুকন সম্মেলন
বরিশাল সংবাদদাতা: বরিশাল মহানগর জামায়াতের রুকন সম্মেলন ও নবনির্বাচিত আমীরের শপথ সম্পন্ন হয়েছে। গত ১০ নভেম্বর রোববার বিকেলে নগরীর শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এডভোকেট মুয়াযয্ম হোসাইন হেলাল এবং বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও বরিশাল জেলা আমীর অধ্যাপক আব্দুল জব্বার।
মহানগর আমীর ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ জহির উদ্দিন মু. বাবরের সভাপতিত্বে এবং মহানগর সেক্রেটারি মাওলানা মতিউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহানগরীর সহকারী সেক্রেটারি মাস্টার মিজানুর রহমান, মহানগর কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাওলানা হাবিবুর রহমান, মাওলানা জয়নুল আবেদিন, মাওলানা শহিদুল ইসলাম, আবু আব্দুল্লাহ, মাওলানা হাসান আতিক, তারিকুল ইসলাম, মাওলানা শফিউল্লাহ তালুকদার, অধ্যাপক মাহফুজুর রহমান আমিন, মোহাম্মদ জাফর ইকবাল, মোস্তাফিজুর রহমান, অধ্যাপক আনোয়ার হোসাইন, অধ্যাপক সুলতানুল আরেফিন, মুজিবুর রহমান, এডভোকেট আবুল খায়ের শহিদ প্রমুখ।
ভোলায় জামায়াতে ইসলামীর জেলা আমীরের শপথ
ভোলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ভোলা জেলা আমীরের শপথ ও রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
গত ৮ নভেম্বর শুক্রবার ভোলা আদর্শ একাডেমীর মাঠে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
ভোলা জেলা জামায়াতে ইসলামী আমীর মোহাম্মদ জাকির হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি এডভোকেট মুয়াযযাম হোসেন হেলাল।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, নেতৃত্বকে শক্তিশালী করে আগামী দিনগুলোয় ঐক্যবদ্ধ প্রচেষ্টায় অপশক্তি রুখে দিয়ে ইসলামী হুকুমত কায়েমে চেষ্টা অব্যহত রাখতে হবে। তিনি আরো বলেন, যারা দেশে ক্ষমতায় ছিল তারা শুধু নিজেদের আখের গুছিয়েছে, তারা জনগণের কল্যাণ করেনি।
শহীদরা রক্ত দিয়ে আমাদের ঋণী করেছে। ছাত্রদের আত্মত্যাগের কারণে আমরা বাক স্বাধীনতা ভোগ করছি।
তিনি আরো বলেন, ভোলায় জামায়াতে ইসলামীর সম্মেলনে বাংলাদেশে শান্তি ও সমৃদ্ধি প্রতিষ্ঠার লক্ষ্যে ইসলামী হুকুমাত কায়েম করার জন্য সকলকে এগিয়ে আসার আহ্বান করা হয়।
কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও ভোলা জেলা সেক্রেটারি কাজী মাওলানা হারুনুর রশিদের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথী ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ জহির উদ্দিন মো. বাবর, কেন্দ্রীয় গবেষণা টিম সদস্য মুফতি মাওলানা মো. ফজলুল করিম।
সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা শূরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা ইসমাইল হোসেন মনির। মাওলানা আব্বাস উদ্দিন, মাওলানা আক্তার উল্লাহ, মাস্টার বেলায়েত হোসাইন, উপাধ্যক্ষ অলিউল্লাহ কবির, মাওলানা জাকির হুসাইন, ভোলা সদর উপজেলার আমীর মাওলানা কামাল হোসাইন, মনপুরা উপজেলা আমীর মাওলানা রফিকুল ইসলাম, চরফ্যাশন উপজেলা আমীর অধ্যক্ষ মো. শরিফুল ইসলাম, ভোলা পৌরসভা আমীর মাওলানা জামাল উদ্দিন ও বিভিন্ন উপজেলার আমীর ও নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।