সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ


১৪ নভেম্বর ২০২৪ ১২:০০

ন্যাটোর অগ্রগতির অবসান ঘটাবেন ট্রাম্প: স্টিভ ব্যানন
মার্কিন নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার ভূখণ্ডের দিকে ন্যাটোর অগ্রগতির অবসান ঘটাতে চান, হোয়াইট হাউসের সাবেক প্রধান কৌশলবিদ স্টিভ ব্যানন একটি সাক্ষাৎকারে বলেছেন, ‘এটা স্পষ্ট যে, তিনি রাশিয়ান ভূখণ্ডের দিকে যেতে চাওয়ার ন্যাটোর আকাক্সক্ষার অবসান ঘটাতে চান,’ ব্যানন বলেছেন, তিনি যোগ করেছেন যে, ট্রাম্পের মাগা (মেক আমেরিকা গ্রেট এগেইন) আন্দোলন ইউক্রেনের তহবিল সম্পূর্ণভাবে বন্ধ করতে চায়। ব্যাননের মতে, ইতালিসহ ইউরোপ ট্রাম্পের নেতৃত্ব অনুসরণ করবে এবং ‘যদি তারা (ইউরোপ এবং ইতালি) সাম্প্রতিক বছরগুলোয় যা বলছে, তা সত্যিই বিশ্বাস করে, তবে তাদের অর্থ প্রদানের জন্য প্রস্তুত হওয়া উচিত।’
ব্যানন নিজেই নতুন ট্রাম্প প্রশাসনে যোগ দেয়ার পরিকল্পনা করছেন না। তিনি রবার্ট কেনেডি জুনিয়র, ইলন মাস্ক এবং টাকার কার্লসনকে ট্রাম্পের ট্রানজিশন টিমের সদস্য হিসেবে নাম দিয়েছেন। এদিকে তিনি উল্লেখ করেছেন যে, মাইক পম্পেওর রাজনৈতিক ক্যারিয়ার শেষ হয়েছে, যিনি পূর্ববর্তী ট্রাম্প প্রশাসনের অধীনে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। ব্যানন, যিনি ২০ জানুয়ারি থেকে ১৮ আগস্ট, ২০১৭ পর্যন্ত হোয়াইট হাউসের চিফ স্ট্র্যাটেজিস্ট হিসেবে কাজ করেছিলেন, কংগ্রেসের অবমাননার জন্য চার মাসের কারাদণ্ডে দণ্ডিত হন এবং অক্টোবরের শেষের দিকে মুক্তি পান। তাস।
এখনই সময় ইসরাইলকে জাতিসংঘ থেকে বহিষ্কারের : কাজেম গারিবাবাদি
জাতিসংঘের সদস্যপদ থেকে ইসরাইলকে বহিষ্কারের সময় এখনই বলে মন্তব্য করেছেন ইরানের আইন ও আন্তর্জাতিক বিষয়ক উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি। গত ১০ নভেম্বর রোববার তেহরানে অনুষ্ঠিত ইসলামিক সহযোগিতা সংস্থা (ওআইসি) ও আরব লীগের পররাষ্ট্রমন্ত্রীদের যৌথ বৈঠকে তিনি এ মন্তব্য করেন। সৌদি আরবকে এ বৈঠক আয়োজনের জন্য ধন্যবাদ জানিয়ে গারিবাবাদি বলেন, গাজা ও লেবাননের বর্তমান পরিস্থিতি মানবতার জন্য লজ্জার বিষয় হয়ে দাঁড়িয়েছে। তিনি উল্লেখ করেন যে, ফিলিস্তিনের জনগণ সাত দশকের বেশি সময় ধরে অবিচার ও আগ্রাসনের শিকার হয়ে তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত।
গারিবাবাদি আরও বলেন, ইসরাইলের শত্রুতামূলক কার্যক্রম জাতিসংঘের নীতি ও বৈধতার বিরুদ্ধে। জাতিসংঘের সনদ ছিঁড়ে ফেলা, মহাসচিবকে অবাঞ্ছিত ঘোষণা করা, জাতিসংঘের কর্মীদের হত্যা এবং আন্তর্জাতিক আদালতের রায়কে উপেক্ষা করার মতো পদক্ষেপের কারণে জাতিসংঘের সনদ, বিশেষ করে ২নং ধারা লঙ্ঘিত হয়েছে। তাই ইসরাইলকে জাতিসংঘ থেকে বহিষ্কার করার সময় এসেছে। ইরানের এ কর্মকর্তা আরও বলেন, ইসরাইলের বিরুদ্ধে সম্পূর্ণ অস্ত্র, অর্থনীতি ও বাণিজ্যিক নিষেধাজ্ঞা প্রয়োগ করা উচিত এবং ফিলিস্তিনে দখলদারিত্বকে সমর্থনকারী সব প্রতিষ্ঠানের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা উচিত। মেহের নিউজ এজেন্সি।

নিষেধাজ্ঞা উপেক্ষা করে আমস্টারডামে ফিলিস্তিনিদের পক্ষে প্রতিবাদ
আমস্টারডাম শহরের ড্যাম স্কয়ারে ফিলিস্তিনের পক্ষে প্রতিবাদকারীরা একটি বড় সমাবেশে অংশ নেয়ার কারণে বেশ কয়েকজন বিক্ষোভকারীকে ডাচ পুলিশ আটক করেছে। গত শুক্রবার (৮ নভেম্বর) থেকে শহরে যে বিক্ষোভ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, তা ভঙ্গ করে এ সমাবেশে অংশগ্রহণ করেন প্রায় কয়েকশত মানুষ। আমস্টারডাম শহরের মেয়র ফেমকে হালসমা শুক্রবার এ বিক্ষোভে নিষেধাজ্ঞা জারি করেন, যা গত ১০ নভেম্বর রোববার আদালতে আপিল করা হলেও আদালত তা বহাল রাখে। মেয়রের এ সিদ্ধান্ত আসে তিন দিন আগে শহরের বিভিন্ন স্থানে বিক্ষোভ ছড়িয়ে পড়ার পর। তবে নিষেধাজ্ঞার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে ড্যাম স্কয়ারে জড়ো হন শত শত মানুষ, যারা হাতে প্ল্যাকার্ড নিয়ে ‘ফ্রি প্যালেস্টাইন’ বলে স্লোগান দিতে থাকেন এবং তাদের ‘আমাদের রাস্তা ফেরত চাই’ দাবি করেন।
পুলিশ ওইদিন দুপুরেই বিক্ষোভকারীদের ওপর অভিযান চালায় এবং শতাধিক মানুষকে আটক করে। স্থানীয় সংবাদমাধ্যম থেকে জানা যায় যে, আটককৃতদের ডাচ পুলিশ নির্দিষ্ট স্থানে নিয়ে গিয়ে পরে মুক্তি দেয়। বিক্ষোভের আয়োজক ডাচ অধিকারকর্মী ফ্র্যাঙ্ক ভ্যান ডের লিন্ডে, যিনি আদালতে এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে জরুরি আবেদন করেছিলেন, তিনি জানান যে গাজায় চলমান ‘গণহত্যা’ এবং প্রতিবাদ অধিকার খর্ব হওয়ার প্রতিবাদে এ বিক্ষোভের আয়োজন করা হয়েছে। গত ৮ নভেম্বর শুক্রবারের জরুরি সিদ্ধান্ত অনুযায়ী, পুলিশের সংখ্যা বৃদ্ধি এবং মুখোশ পরিধানেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে এবং তা বৃহস্পতিবার পর্যন্ত বাড়ানো হয়েছে। তবে গত ১০ নভেম্বর রোববার দুপুরে শতাধিক বিক্ষোভকারী পুলিশি পাহারার মধ্যেও জড়ো হন। বিক্ষোভকারীদের একজন আলেকজান্ডার ভ্যান স্টক্কুম জানান, ‘এ প্রতিবাদের সাথে অ্যান্টি-সেমিটিজমের কোনো সম্পর্ক নেই।’ ডাচ প্রধানমন্ত্রী ডিক শুফ শনিবার জাতিসংঘের জলবায়ু সম্মেলনে তার অংশগ্রহণ বাতিল করেন এবং শহরের উত্তেজনাকর পরিস্থিতি মোকাবিলায় কার্যকর পদক্ষেপ নিতে ব্যবস্থা গ্রহণ করেন। আল-জাজিরা।

কাশ্মীরে স্বাধীনতাকামীদের সঙ্গে সংঘর্ষে সেনা নিহত
ভারতশাসিত জম্মু-কাশ্মীরে স্বাধীনতাকামীদের সঙ্গে ভারতীয় সেনাবাহিনীর সদস্যদের তুমুল সংঘর্ষ ও বন্দুকযুদ্ধ হয়েছে। এ ঘটনায় ভারতের সেনাবাহিনীর এক সদস্য নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ৩ সেনাসদস্য। সংবাদমাধ্যম জানিয়েছে, উপত্যকাটির কিশতওয়ারে এ সংঘর্ষের ঘটনা ঘটে। ভারতীয় সেনাবাহিনীর ১৬ কর্পস সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক পোস্টে বলেছে, গত ৯ নভেম্বর শনিবার কিশতওয়ারের ভরত রিজে যৌথ সন্ত্রাসবিরোধী অভিযানে জুনিয়র কমিশনড অফিসার (জেসিও) নায়েব সুবেদার রাকেশ কুমার নিহত হয়েছেন। এনডিটিভি বলছে, সম্প্রতি দুই গ্রাম প্রতিরক্ষা গার্ড (ভিডিজি) নিহত হওয়ার পর থেকে ব্যাপক অনুসন্ধানের মধ্যে সন্ত্রাসবিরোধী অভিযানটি শুরু করে ভারতীয় সেনাবাহিনী। মূলত সন্ত্রাসীরা ভিডিজিদের অপহরণ করে হত্যা করার পর গত গত ৭ নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা থেকে কুন্তওয়ারা এবং কেশওয়ানের জঙ্গলে ব্যাপক অনুসন্ধান অভিযান শুরু হয়। প্রসঙ্গত, হিমালয় অঞ্চলের ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরকে নিজেদের ভূখণ্ড বলে দাবি করে পাকিস্তান। ১৯৮৯ সালে জম্মু-কাশ্মীরে ভারতবিরোধী স্বাধীনতাকামী আন্দোলন শুরু হওয়ার পর ওই অঞ্চলে অসংখ্যবার সহিংসতা ঘটেছে। দশকের পর দশক ধরে চলে আসা এ সহিংসতায় হাজার হাজার মানুষের প্রাণহানি ঘটেছে। এনডিটিভি।

বোরকা পরা নিষিদ্ধ সুইজারল্যান্ডে
আগামী বছর জানুয়ারির ১ তারিখ থেকে পাবলিক প্লেসে মুখ ঢেকে রাখে এমন পোশাক নিষিদ্ধের আইন কার্যকর হচ্ছে সুইজারল্যান্ডে। দেশটির ফেডারেল কাউন্সিল এক ঘোষণায় জানিয়েছে, বোরকা পরা নিষিদ্ধের আইন কার্যকরের তারিখ ধার্য করা হয়েছে এবং যারা এ আইন ভাঙবেন তাদের অন্তত এক হাজার ১৪৪ ডলার জরিমানা হতে পারে, যা বাংলাদেশি মুদ্রায় এক লাখ ৩৭ হাজার টাকার বেশি। তবে সুইজারল্যান্ডের সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, বোরকা পরা নিষিদ্ধের এ আইন বিমান, কূটনৈতিক এবং কনস্যুলার এলাকায় কার্যকর হবে না। একইসঙ্গে ধর্মীয় ও পবিত্র স্থানগুলোয়ও মুখ ঢাকা যাবে। এছাড়া স্বাস্থ্যজনিত, আবহাওয়াজনিত ও ট্র্যাডিশনাল কারণেও মুখ ঢাকার সুযোগ দেওয়া হবে। পাশাপাশি শৈল্পিক বা বিনোদন এবং বিজ্ঞাপনের ক্ষেত্রে মুখ ঢাকায় কোনো বাধা থাকবে না। ব্যক্তিগত সুরক্ষার জন্যও মুখ ঢাকা যাবে। তবে এজন্য কর্তৃপক্ষের কাছ থেকে আগে থেকে অনুমতি নিতে হবে। গত বছরের সেপ্টেম্বরে দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষ মুখ ঢেকে রাখার ওপর নিষেধাজ্ঞা পাস করার পক্ষে ভোট দেয়। এরপর দেশটির ন্যাশনাল কাউন্সিল কাউন্সিল ১৫১-২৯ ভোটে আইনটি অনুমোদন করে। এর আগে ২০২১ সালে সুইজারল্যান্ডে অনুষ্ঠিত এক গণভোটে বোরকা পরিধানের বিরুদ্ধে রায় দেয় দেশটির জনগণ। এরপরেই দেশটির পার্লামেন্টে বোরকার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে আইন পাস হয়। রয়টার্স।

ভারতে ‘স্যাটানিক ভার্সেসের’ নিষেধাজ্ঞা প্রত্যাহার হচ্ছে!
ভারতে বিতর্কিত লেখক সালমান রুশদির দ্য স্যাটানিক ভার্সেসের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হতে পারে। গত কয়েক দশক ধরে বইটির ওপর নিষেধাজ্ঞা চলছে। চলতি সপ্তাহের গোড়ার দিকে নয়াদিল্লির এক আদালত পাঁচ বছর আগে দায়ের করা আবেদনের বিচারিক কার্যক্রম বন্ধ করেছে। এ উপন্যাস আমদানির ওপর তৎকালীন সরকারের জারি করা নিষেধাজ্ঞার বিরুদ্ধে এ আবেদনটি জারি করা হয়। ধর্ম অবমাননার দায়ে সারা বিশ্বের মুসলিম সম্প্রদায়ের ক্রোধের লক্ষ্যবস্তু হিসেবে বিবেচিত এ বইটি ১৯৮৮ সালে প্রকাশিত হওয়ার কয়েকদিন পরই ভারত সরকার এটি নিষিদ্ধ করে। ভারতের বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার দেয়া তথ্য অনুযায়ী, গত ১২ নভেম্বর মঙ্গলবার বিচারপতি রেখা পল্লীর নেতৃত্বাধীন আদালতের বেঞ্চের রায়ানুযায়ী, কর্তৃপক্ষ এ নিষেধাজ্ঞা জারির স্বপক্ষে কোনো প্রজ্ঞাপন বা অনুলিপি হাজির করতে ব্যর্থ হয়েছে। উপসংহারে বিচারপতিরা বলেন, ‘ফলে আমরা বাধ্য হয়ে ধরে নিচ্ছি যে, এ ধরনের কোনো প্রজ্ঞাপনের অস্তিত্বই নেই।’
বাদি সন্দীপন খান যুক্তি দেন, ১৯৮৮ সালের ৫ অক্টোবর কেন্দ্রীয় পরোক্ষ কর ও শুল্ক বোর্ডের জারি করা প্রজ্ঞাপনের কারণে তিনি এ বইটি কিনতে পারেননি। এ প্রজ্ঞাপন মতে, বইটি ভারতে আমদানি করা নিষিদ্ধ। তিনি আরও জানান, তিনি এ প্রজ্ঞাপনটি কোনো আনুষ্ঠানিক ওয়েবসাইট বা কর্মকর্তাদের সাথে যোগাযোগ করেও জোগাড় করতে পারেননি। সন্দীপনের আইনজীবী উদ্যয়ম মুখোপাধ্যায় বলছেন, আদালতের রায় এটাই বলছে যে, এখন আর এ উপন্যাসটি ভারতে আমদানির ওপর কোনো বাধা থাকছে না। এপিকে তিনি বলেন, ‘তবে এর মানে, এ বইটি এখন বইয়ের দোকানে বিক্রি হবে কিনা- তা আমি জানি না। সেটা প্রকাশক ও বিক্রেতাদের ওপর নির্ভর করবে।’
রুশদির সাহিত্যবিষয়ক এজেন্ট অ্যান্ড্রু ওয়াইলির সাথে এপি যোগাযোগ করলে তিনি এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকার করেন। বর্তমানে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের দ্বৈত নাগরিক রুশদিও প্রকাশ্যে এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেননি। তার এক্স অ্যাকাউন্টে ১০ লাখেরও বেশি ফলোয়ার আছে। সেখানে সর্বশেষ সেপ্টেম্বরে পোস্ট করেন তিনি। ভারতে রুশদির প্রকাশক পেঙ্গুইন র‌্যান্ডম হাউস ইন্ডিয়া গত শুক্রবার (৯ নভেম্বর) এক বিবৃতিতে বলেছে, এ রায় ‘একটি উল্লেখযোগ্য, নতুন ঘটনা’ এবং তারা ‘পরবর্তী ধাপ নিয়ে ভাবছে।’ ভিওএ।
গ্রন্থনা ও সম্পাদনা : আবদুল কাইউম খান