কুরআনের আইন প্রতিষ্ঠা করতে আনুগত্য আর শৃঙ্খলা মেনে চলতে হবে : মাওলানা আবদুল হালিম


৮ নভেম্বর ২০২৪ ১১:৩১

নীলফামারী সংবাদদাতা : জামায়াতে ইসলামীর সরকারি সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চলের পরিচালক মাওলানা আবদুল হালিম বলেছেন, শপথের দাবি পূরণে রুকন ভাই-বোনদের সেবকের ভূমিকায় এগিয়ে আসতে হবে। জামায়াতে ইসলামীর জন্য ঐতিহ্যবাহী ও শহীদের রক্তস্নাত, ঘটনাবহুল এ নীলফামারী জেলার নেতা কর্মীদের প্রতি এ আহ্বান জানান তিনি।
গত ৫ নভেম্বর মঙ্গলবার সকালে জেলা জামায়াত অফিস হলরুমে বাংলাদেশ জামায়াতে ইসলামী নীলফামারী জেলা মজলিসে শূরার অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। অধিবেশনে জেলা আমীর হিসেবে অধ্যক্ষ মাওলানা আবদুস সাত্তারকে শপথবাক্য পাঠ করান মাওলানা আবদুল হালিম।
নবনির্বাচিত আমীর মাওলানা আব্দুস সাত্তারের সভাপতিতে মজলিসের শূরার অধিবেশনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর-দিনাজপুর অঞ্চলের টিম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বিলাল। এছাড়া বক্তব্য রাখেন রংপুর দিনাজপুর অঞ্চলের টিম সদস্য অ্যাডভোকেট আব্দুল বাতেন ও আব্দুর রশিদ।
মাওলানা আবদুল হালিম বলেন, আল্লাহর দীন প্রতিষ্ঠায় শপথের কর্মী হিসেবে প্রত্যেক রুকন ভাই-বোনদের শপথের দাবি পূরণে সেবকের ভূমিকায় এগিয়ে আসতে হবে। সমাজে ইনসাফ এবং শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আল কুরআনের আইন প্রতিষ্ঠা করতে আনুগত্য আর শৃঙ্খলা মেনে চলতে হবে। তিনি আরো বলেন, আমরা মালিক বা নেতা নই, আমরা সেবক। তাই সকল প্রতিকূল পরিবেশ ডিঙিয়ে ইসলামী আন্দোলনের কাজে আঞ্জাম দিতে হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামী এ লক্ষ্যে কাজ করে যাচ্ছে। তিনি ৮ নভেম্বর নীলফামারীর কর্মী সম্মেলন বাস্তবায়নের ও সফল করার লক্ষ্যে বিভিন্ন নির্দেশনা প্রদান করেন।
নীলফামারীতে আমীরে জামায়াতের আগমনে ব্যাপক প্রস্তুতি : ৮ নভেম্বর শুক্রবার সকালে নীলফামারী বড় মাঠে জেলা জামায়াতের কর্মিসভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। কর্মিসভা সফল করতে ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে। পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে গোটা জেলা। সুধীজনের মাঝে বিতরণ করা হচ্ছে আমন্ত্রণপত্র। মাঠে প্যান্ডেল টাঙ্গানোসহ বিভিন্ন কাজ চলছে পুরোদমে। সার্বক্ষণিক মাঠ সাজানোর কাজ তদারকি করছেন জেলা জামায়াতের নেতৃবৃন্দ।
এদিকে মঙ্গলবার সকালে সভাস্থল পরিদর্শন করেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সরকারি সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চলের পরিচালক মাওলানা আবদুল হালিম। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন রংপুর দিনাজপুর অঞ্চলের টিম সদস্য আব্দুর রশিদ, জেলা আমীর অধ্যক্ষ আব্দুস সাত্তার, নায়েবে আমীর ড. খায়রুল আনাম, জেলা সেক্রেটারি আন্তাজুল ইসলাম, সরকারি সেক্রেটারি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মনিরুজ্জামান জুয়েল, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য প্রভাষক ছাদের হোসেন, আব্দুল কাদিম প্রমুখ। এদিকে আমীরে জামায়াতের নীলফামারী আগমনে জামায়াতের নেতা কর্মী ছাড়াও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।