খুনি স্বৈরাচারদের রাজনীতি করার অধিকার নেই : এটিএম মা’ছুম
৮ নভেম্বর ২০২৪ ১১:৩০
কুমিল্লা সংবাদদাতা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম বলেছেন, যেখানে দেশবিরোধী ষড়যন্ত্র হবে, সেখানে ছাত্র-জনতা মিলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করতে হবে। স্বৈরাচারী আমলে যারা খুন, সন্ত্রাসী করেছে, যারা অন্যায় করে মানুষকে জেলখানায় ঢুকিয়েছে। তারা ফৌজদারি অপরাধ করেছে। তাদের ধরে ধরে থানায় সোপর্দ করতে হবে। বাংলার মাটিতে খুনি স্বৈরাচারদের রাজনীতি করার অধিকার নেই। ছাত্র-জনতার বিপ্লবকে কাজে লাগিয়ে ইসলামী বিপ্লবে মনোযোগ দিতে হবে। ইসলাম ছাড়া সুশাসন সম্ভব নয়। ইসলাম সব ধর্মের জন্য নিরাপদ আশ্রয়স্থল। ইসলামী শাসন ব্যবস্থা মানুষদের নিরাপত্তা দিতে পারে। দুর্নীতির মূলোৎপাটনে ইসলামী শাসন ব্যবস্থার বিকল্প নেই। দেশের মানুষ তিনটি রাজনৈতিক দলের শাসন দেখেছে, কিন্তু শান্তি পায়নি তাদের শাসনে। দেশের মানুষ জামায়াতকে রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চায় এবং ইসলামী শাসন ব্যবস্থার প্রকৃত কার্যকারিতা দেখতে চায়। তিনি ৫ নভেম্বর মঙ্গলবার বিকেলে ৩টার দিকে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমিতে জামায়াতে ইসলামী কুমিল্লা জেলা দক্ষিণের আমীরের শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরিউক্ত কথা বলেন। নবনির্বাচিত কুমিল্লা জেলা দক্ষিণের আমীর মোহাম্মদ শাহজাহান এডভোকেটের সভাপতিত্বে শপথ অনুষ্ঠানে শপথবাক্য পাঠ করান কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম। তিনি আরো বলেন, মানের জনশক্তি তৈরি করতে হবে। ঘরে ঘরে জনগণকে সাথে নিয়ে জামায়াতের কমিটি গঠন করে সংগঠনকে শক্তিশালী করতে হবে। যোগ্য ও দক্ষ লোকদের এগিয়ে নিয়ে আসতে হবে। ইসলাম ও আধুনিক জ্ঞান অর্জন করতে হবে। জামায়াত কর্মীদের বহুবিধ প্রতিভার অধিকারী হতে হবে।