দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকতে হবে : আলহাজ শাহজাহান চৌধুরী
৮ নভেম্বর ২০২৪ ১১:৩০
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও সংসদীয় দলের সাবেক হুইপ এবং চট্টগ্রাম মহানগরী জামায়াতের আমীর আলহাজ শাহজাহান চৌধুরী বলেছেন, সাইয়্যেদ আবুল আ’লা মওদূদী ১৯৪১ সালের ২৬ আগস্ট ৭৫ জন সদস্য নিয়ে জামায়াতে ইসলামী প্রতিষ্ঠা করেছেন। জামায়াতে ইসলামীর মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দীন কায়েম করা। আজকে আমরা বাংলার জমিনে যে ইসলামী বিপ্লবের স্বপ্ন দেখি, তা বাস্তবায়নের জন্য ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। তাই আমাদের কুরআন ও হাদিসের আলোকে মানুষকে রাঙিয়ে তুলে সমাজ থেকে অসততা, বেইনসাফি, প্রতারণা, ঘৃণা ও প্রতিহিংসা মূল উৎপাটন করে ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে। আমাদের দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকতে হবে। আজকে আমরা যারা রুকন শপথ নিচ্ছি, এই শপথের আলোকে জীবন গঠন করা, তার ওপর অবিচল থেকে শপথের দাবি পূরণ করা খুবই কঠিন কাজ। তাই আল্লাহ তায়ালার সাথে স¤পর্ক বৃদ্ধির পাশাপাশি সব সময় তাঁর কাছে সাহায্য ও সহযোগিতা কামনা করতে হবে। শপথ মানে হচ্ছে আনুগত্য ঘোষণা, জিহাদের ওপর অটল অবিচল থাকার বাসনা, বাতিলের কাছে হার না মানার প্রতিজ্ঞা ও হকের ওপর প্রতিষ্ঠা থাকার ঘোষণা। আল্লাহ তায়ালা যাতে আমাদের এ ওয়াদা পালনের তাওফিক দান করেন।
শপথ অনুষ্ঠানে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের সাবেক প্রোভিসি, বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. আবু বকর রফিক আহমদ বলেন, জামায়াতে ইসলামীর মূল উদ্দেশ্য এ দেশে দ্বীনকে কায়েম করা।
নগর এসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ উল্লাহর সঞ্চালনায় শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও নগর জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও নগর এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশার, ফয়সল মুহাম্মদ ইউনুস প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।