এ সময়টি একটি বিপজ্জনক সময় : মতিউর রহমান আকন্দ
৮ নভেম্বর ২০২৪ ১১:২৯
ময়মনসিংহ সংবাদদাতা: বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের কেন্দ্রীয় উপদেষ্টা ও বাংলাদেশ লইয়ার্স কাউন্সিলের সেক্রেটারি জেনারেল এডভোকেট মতিউর রহমান আকন্দ বলেছেন, বাংলাদেশ একটি পরিবর্তিত পরিস্থিতিতে অবস্থান করছে। এ সময়টি একটি বিপজ্জনক সময়। পৃথিবীর রাজনৈতিক গবেষকগণ বিপ্লব-পরবর্তী সময় বা অভ্যুত্থানের পরবর্তী সময়কে বিপজ্জনক পিরিয়ড হিসেবে আখ্যায়িত করেছেন। আমরা সেই সময়টিকে সামনে রাখি। পৃথিবীতে ১৯০১ থেকে ২০২৪ সাল পর্যন্ত ৭টি বড় ধরনের বিপ্লব এবং গণঅভ্যুত্থান হয়েছে। একটি আন্দোলন মাত্র টিকে আছে আর সকল অভ্যুত্থান, গণবিপ্লব অনেকটাই ব্যর্থ হয়েছে। পুরোপুরি ব্যর্থ হয় নাই। সেই দিককে সামনে রেখে ছাত্র-শিক্ষক, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের সাথে আমাদের কাজ করতে হবে।
গত ২ নভেম্বর শনিবার ময়মনসিংহ মহানগরীর এডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন ময়মনসিংহ মহানগর শাখার শিক্ষক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশে আদর্শ শিক্ষক ফেডারেশন ময়মনসিংহ মহানগর শাখার সভাপতি প্রেফেসর ড. আবু জাফর মো, মোসলেহ উদ্দিনের সভাপতিত্বে সেক্রেটারি মো, আল হেলাল তালুকদারের সঞ্চালনায় এডভোকেট মতিউর রহমান আকন্দ বলেন, যে বৈষম্যবিরোধী আন্দোলনের মাধ্যমে এ দেশের পরিবর্তন হলো এটা বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা। প্রথমে নাম দেয়া হয়েছিল কোটা সংস্কার আন্দোলন, পরে এটা সংস্কার হয়ে বৈষম্যবিরোধী আন্দোলনে রূপান্তরিত হয়েছে। এ নামটি সামনে রেখে যদি আমরা মূল্যায়ন করি, তাহলে দেখবো সবচেয়ে বেশি বৈষম্যের শিকার হয়েছে আমাদের শিক্ষক সমাজ এবং শিক্ষার সাথে যারা জড়িত তারা।
বাংলাদেশে আদর্শ শিক্ষক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি ও মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাবেক ভিসি প্রফেসর ড. এম উমর আলী বলেন, আল্লাহ পাকের অশেষ রহমত যে আজকে আমরা এখানে কথা বলতে পারছি। যে শহীদদের রক্তের বিনিময়ে আল্লাহ এখানে কথা কথা বলার সুযোগ করে দিয়েছেন, তাদের শহাদাত কবুল করার জন্য আল্লাহর কাছে আমরা দোয়া করি। জুলাই বিপ্লবের শহীদদের বীরের মর্যাদা দেয়ার জন্য এ সরকারের প্রতি কৃতজ্ঞতা জানাই। আল্লাহ তায়ালা বলেন, তোমাদের মধ্যে রয়েছে সর্বোত্তম আদর্শ। রাসূলের আদর্শকে যদি আমরা গ্রহণ করি, তাহলেই আমরা আদর্শ শিক্ষক হতে পারবো।
বিশেষ অতিথির বক্তব্যে ন্যাশনাল ডক্টরস ফোরামের কেন্দ্রীয় সহ-সভাপতি ডা. শাহাব উদ্দিন আহমেদ চৌধুরী বলেন, আমরা ছাত্রদের কাছে নিজেদের আদর্শ শিক্ষক হিসেবে উপস্থাপন করব। শিক্ষকদের নৈতিকতাসম্পন্ন ছাত্র গড়ে তোলার চেষ্টা চালিয়ে যেতে হবে। আদর্শবান ও নৈতিকতাসম্পন্ন জাতি ছাড়া আদর্শ ও সুন্দর সমাজ বিনির্মাণ করা যায় না। আমাদের শিক্ষকদের সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিক্ষক পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি ও তামিরুল মিল্লাত কামিল মাদরাসার অধ্যক্ষ ড. মুফতি মুহাম্মদ আবু ইউছুফ খান, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন ময়মনসিংহ জেলা সভাপতি অধ্যক্ষ মু. কামরুল হাসান মিলন, বাংলাদেশের আদর্শ শিক্ষক ফেডারেশন ময়মনসিংহ মহানগরে প্রধান উপদেষ্টা মাওলানা কামরুল হাসান এমরুল ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীবৃন্দ। বাংলাদেশে আদর্শ শিক্ষক ফেডারেশন ময়মনসিংহ মহানগর শাখার সেক্রেটারি মো. আল হেলাল তালুকদার শিক্ষক-কর্মচারীদের জন্য ১০ দফা দাবি উত্থাপন করেন।