সন্ধ্যা নদীর ভাঙন রোধ প্রকল্প ৪ বছরেও বাস্তবায়ন হয়নি


৮ নভেম্বর ২০২৪ ১১:২৮

পিরোজপুর সংবাদদাতা: পিরোজপুরের কাউখালীতে সন্ধ্যা নদীর ভাঙন রক্ষায় পানি উন্নয়ন বোর্ডের প্রায় ৪ কোটি ৫১ লাখ টাকার প্রকল্প ভেস্তে যেতে বসেছে। ভিত্তি প্রস্তরের ৪ বছরেরও কাজ শুরু না হওয়ায় এলাকাবাসীর ক্ষোভ প্রকাশ করেছে। পাইলিংয়ের জন্য নামেমাত্র কিছু ব্লক ও জিও ব্যাগ ৪ বছর আগে নির্মাণ করে খাদ্য গুদামের সামনে রেখে দেওয়া হয়। ব্লকগুলো এখন শ্যাওলা, আবর্জনার স্তূপে পরিণত হয়েছে। কবে নাগাদ পাইলিংয়ের কাজ শুরু হবে, তা কেউ সঠিকভাবে বলতে পারে না। সন্ধ্যার তীব্র ভাঙন বর্তমান থাকায় যেকোনো সময় বিলীন হতে পারে কাউখালীর ঐতিহ্যবাহী খাদ্য গুদামের ৫টি ভবন। কাউখালীর খাদ্য গুদাম একসময়ে বরিশাল বিভাগের দক্ষিণ অঞ্চলের পিরোজপুর জেলাসহ আশপাশের বিভিন্ন জেলা উপজেলায় খাদ্য গুদামজাত করার লক্ষ্যে সরকারিভাবে খাদ্য বা চাল, গমসামগ্রী সরবরাহ করা হতো। সরকারের গ্রামীণ জনগোষ্ঠীর জন্য গ্রামীণ অবকাঠামো উন্নয়ন রাস্তাঘাট, বেড়িবাঁধ, খালখনন, মাটিকাটাসহ বিভিন্ন কাজের শ্রমিকদের কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি বাস্তবায়ন করা হতো এখান থেকে সংরক্ষণকরে খাদ্যসামগ্রী সরবরাহ করে। মূলত গ্রামীণ অবকাঠামো উন্নয়নে সরকারের এসব উদ্যোগেই আজ বাংলাদেশেকে উন্নত রাষ্ট্রের মর্যাদার দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। কিন্তু আজ শত কোটি টাকার খাদ্য গুদাম সঠিকভাবে সংরক্ষণ না করা এবং নদীভাঙনের হাত থেকে রক্ষা না করার জন্য মারাত্মক ঝুঁকির মধ্যে পড়েছে। খাদ্য গুদামের ভাউন্ডারির ওয়াল, প্রবেশ পথ ও জেটিসহ রাস্তা বহু আগেই নদীভাঙনে বিলীন এখন সীমানা প্রাচীরও ভেঙে নদীতে তলিয়ে গেছে। নদী ভাঙনের কবলে পড়েছে মুল খাদ্য গুদামের ভবন। সীমানা প্রাচীর না থাকায় সরকারি বহু মূল্যবান সম্পদ ঝুঁকিতে রয়েছে। উপজেলা ভারপ্রাপ্ত খাদ্য গুদাম কর্মকর্তা আবুল কালাম জানান, কাউখালী খাদ্য গুদাম অরক্ষিত এলাকা। দ্রুত কাজ না করলে যে কোনো সময় নদীগর্ভে বিলীন হয়ে যাবে।
তবে জুলাই ২০১৮ সনে খাদ্য গুদাম সংলগ্ন নদীর তীর ভাঙন রক্ষা প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করলেও আজ ৪ বছর পর্যন্ত ওই প্রকল্পের কাজ শুরু হয়নি। পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, ভাঙন রোধ কল্পে সন্ধ্যা নদীর ভাঙনের কবল থেকে খাদ্য গুদাম রক্ষার জন্য ৪ কোটি ৫১ লাখ টাকার বরাদ্ধ দেওয়া হয়। ঠিকাদার প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করা হলে মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। এ ব্যাপারে পিরোজপুরের পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নুসাইর হোসেন জানান, কাজ চলমান রয়েছে। দ্রুত সময়ের মধ্যে কাজ শেষ করার জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানকে চিঠি দেওয়া হয়েছে। আশা করি, পানি কমলে নভেম্বর মাসের মধ্যে কাজ শেষ হয়ে যাবে।