জুলফিকার আহমদ কিসমতীর ৯ম মৃত্যুবার্ষিকী
২৭ ডিসেম্বর ২০২৪ ০০:০০
বিশিষ্ট সাংবাদিক, লেখক, বহু ভাষাবিদ, গ্রন্থপ্রণেতা ও ইসলামিক স্কলার মাওলানা জুলফিকার আহমদ কিসমতী অর্ধশতাব্দীর বেশি সময় সাংবাদিকতা পেশায় নিয়োজিত ছিলেন। অনেক গ্রন্থের লেখক হিসেবে দেশ-জাতি ও ইসলামের সেবায় অবদান রেখেছেন মাওলানা জুলফিকার আহমদ কিসমতী।
তিনি বাংলাদেশ বেতার বহির্বিশ্ব কার্যক্রমের আরবি সংবাদ পাঠ-পর্যালোচক ও দৈনিক সংগ্রামের সিনিয়র সহকারী সম্পাদকের দায়িত্ব পালন করেন। তিনি জাতীয় প্রেস ক্লাবের স্থায়ী সদস্য, বাংলা একাডেমির সদস্য, ইসলামিক ফাউন্ডেশন সম্পাদনা পরিষদের সদস্য ও ফ্রাঙ্কলিন পাবলিকেশন্স প্রকাশিত প্রথম বাংলা বিশ্বকোষের অন্যতম প্রদায়ক ছিলেন।
এ গুণী ব্যক্তিত্ব কুমিল্লার চৌদ্দগ্রামের বাগৈগ্রাম মোক্তারবাড়ির এক সম্ভ্রান্ত পরিবারের সন্তান ছিলেন। ২০১৫ সালের ২৭ ডিসেম্বর ঢাকার ইউনাইটেড হসপিটালে কিডনি ও হৃদরোগে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। প্রেস বিজ্ঞপ্তি।