আমাদের বেশি বেশি মানবতার সেবায় নিয়োজিত হতে হবে : অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার


২৬ ডিসেম্বর ২০২৪ ১২:০০

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, আগামী বছর জাতীয় নির্বাচন হতে পারে। এজন্য ২০২৫ সাল বাংলাদেশের রাজনীতির জন্য একটি টার্নিং পয়েন্ট। জামায়াতের জন্যও এটি টার্নিং পয়েন্ট। ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে নতুন যে বাংলাদেশ, নতুন যে স্বাধীনতা আমরা পেয়েছি; আমরা যদি এর শুকরিয়া আদায় না করি, জনগণের সেবা করার যে সুযোগ আল্লাহ আমাদের দিয়েছেন, সেটা যদি কাজে না লাগাই, তাহলে আল্লাহর দেয়া সুযোগের অপব্যবহার করা হবে।
গত ২১ ডিসেম্বর শনিবার রাজধানীর মগবাজারে আল-ফালাহ মিলনায়তনে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মানবসম্পদ বিভাগের উদ্যোগে সমাজকল্যাণ বিষয়ক প্রশিক্ষণপ্রাপ্ত মাস্টার ট্রেইনারদের মাঝে সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি এ এইচ এম হামিদুর রহমান আযাদের সভাপতিত্বে এবং আব্দুস সাদেক ভূঁইয়ার সঞ্চালনায় আলোচনা করেন জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের নায়েবে আমীর আব্দুর রহমান মূসা, ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর আব্দুস সবুর ফকির, ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি ড. আব্দুল মান্নান, ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি ইয়াছিন আরাফাত, ফরিদপুর জেলা আমীর মাওলানা বদর উদ্দিন প্রমুখ।
অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, জামায়াতের প্রধান কাজ দেশে আল্লাহর দীনকে বিজয়ী করা। আমরা সাংগঠনিকভাবে সে কাজ করছি। পাশাপাশি মানবতার সেবা আমাদের অন্যতম কাজ। হযরত মুহাম্মদ (সা.) নবুয়্যত লাভের আগেই মানুষের সেবা করতেন, বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতেন। এজন্য আমাদেরও বেশি বেশি মানবতার সেবায় নিয়োজিত হতে হবে। নেক কাজে প্রতিযোগিতা করতে হবে।
হামিদুর রহমান আযাদ বলেন, সেবা হলো সমাজ পরিবর্তনের গুরুত্বপূর্ণ হাতিয়ার। মহানবী হযরত মুহাম্মদ (সা.) আগে মানুষের সেবা করেছেন, এরপর দীনের প্রচার করেছেন। এজন্য এ শক্তিশালী হাতিয়ার আমাদের কাজে লাগাতে হবে। তিনি আরো বলেন, ৫ আগস্ট পরবর্তী নতুন বাংলাদেশের জনগণ একটি ফ্যাসিবাদমুক্ত সরকার, বৈষম্যহীন সমাজের প্রত্যাশা করছে। জামায়াতে ইসলামী এক্ষেত্রে তাদের প্রত্যাশার জায়গায় রয়েছে। আমাদের সেবার মাধ্যমে জনগণের সে প্রত্যাশা পূরণ করতে হবে।