শ্রদ্ধা আর ভালোবাসায় চিরনিন্দ্রায় শায়িত মো. শাহজালাল


৬ ডিসেম্বর ২০২৪ ১২:০০

সোনার বাংলা ডেস্ক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সাবেক সদস্য অবিভক্ত ঢাকা মহানগরীর মজলিসে শূরা ও কর্মপরিষদের সাবেক সদস্য মো. শাহজালাল গত মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাতে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজেউন)। গত বুধবার (৪ ডিসেম্বর) সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের ইমামতিতে রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা মাঠে মরহুমের ১ম জানাযা অনুষ্ঠিত হয়। জানাযা-পূর্ব আলোচনায় ঢাকা মহানগরী দক্ষিণের ভারপ্রাপ্ত আমীর আবদুস সবুর ফকির মরহুম মো. শাহজালালের কর্মময় জীবনের ওপর আলোচনায় বলেন, মো. শাহজালাল আমৃত্যু আল্লাহর জমিনে দীন কায়েমের আন্দোলনে নিজেকে নিয়োজিত রেখেছেন। এছাড়া তার হাত ধরে বহু মানুষ দীন কায়েমের আন্দোলনে শামিল হয়েছে। দীন কায়েমের আন্দোলনে তার ত্যাগ আল্লাহ কবুল করে তাকে শাহাদাতের মর্যাদা দান করুক।
ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, মরহুম মো. শাহজালাল সারা জীবন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাথে যুক্ত থেকে এদেশে ইসলাম প্রতিষ্ঠায় কাজ করেছেন। শুধু বাংলাদেশের জমিনে দীন কায়েমের আন্দোলন করার অপরাধে তাকে বহু হামলা-মামলা, জেল-জুলুমের শিকার হতে হয়েছে। নিজ বাড়িতে তাকে থাকতে দেওয়া হয়নি। নিজ বাড়িছাড়া হয়ে তিনি ফেরারির মতো জীবনযাপন করেছেন। মহান আল্লাহর কাছে আমাদের প্রার্থনা মরহুম শাহজালাল দুনিয়ায় তার বাড়িতে থাকতে পারেনি আল্লাহ যেন তাকে জান্নাতের বাড়িতে থাকার সুযোগদান করেন। জানাযায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড. খলিলুর রহমান মাদানী, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর আব্দুস সবুর ফকির, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মহানগরী দক্ষিণের নায়েবে আমীর অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ, ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় অফিস সম্পাদক নুরুল ইসলাম সাদ্দাম, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মো. দেলোয়ার হোসেন, মো. কামাল হোসাইন, ড. মুহাম্মদ আব্দুল মান্নান, তা’মীরুল মিল্লাত মাদরাসার অধ্যক্ষ মাওলানা ড. আবু ইউসুফ খান, ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি হেলাল উদ্দিন রুবেল প্রমুখ। গত ৩ ডিসেম্বর মঙ্গলবার রাত ৯টায় ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন।