ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় সকলকে ময়দানে আপসহীন ভূমিকা পালন করতে হবে – অধ্যাপক মুজিবুর রহমান
১ নভেম্বর ২০২৪ ০৬:১২
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, দীনকে বিজয়ী করতে হলে সবার আগে নিজের আমল ও আখলাকের ইতিবাচক পরিবর্তন আনা দরকার। আমাদের শপথের ওপর সবসময় আপসহীন ও অবিচল থাকতে হবে। প্রত্যেক রুকনকে গণমানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যেতে হবে। তাহলে দীনের বিজয়কে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। তিনি ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় সকলকে ময়দানে আপসহীন থাকার আহŸান জানান।
গত ২৭ অক্টোবর রোববার রাতে রাজধানীর আগারগাঁওস্থ বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের উদ্যোগে আয়োজিত এক বিশেষ রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মুহাম্মদ সেলিম উদ্দিনের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিমের পরিচালনায় সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এবং সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের নায়েবে আমীর আব্দুর রহমান মূসা, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের নায়েবে আমীর ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান, নাজিম উদ্দীন মোল্লা ও ডা. ফখরুদ্দীন মানিকসহ ঢাকা মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্যগণ।
এর আগে ২০২৫-২৬ সেশনের জন্য নবনির্বাচিত আমীর ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মুহাম্মদ সেলিম উদ্দিনকে শপথবাক্য পড়ান সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন প্রধান নির্বাচন কমিশনার ও সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম। শপথ গ্রহণের পর নতুন দায়িত্বপ্রাপ্ত আমীরের কার্যকালের সাফল্য, আন্দোলনের অগ্রগতি, দেশ ও জাতির কল্যাণ কামনায় দোওয়া ও মোনাজাত পরিচালনা করেন নায়েবে আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান।
অধ্যাপক মুজিবুর রহমান বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ওপর দীন কায়েমকে ফরজ করে দিয়েছেন। প্রত্যেক নবী-রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন এ মিশন দিয়েই দুনিয়ায় প্রেরণ করেছেন। শেষ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ (সা.)-কে একই দায়িত্ব দিয়ে দুনিয়ায় পাঠানো হয়েছিল। আসহাবে রাসূলগণও একই কাজ আঞ্জাম দিয়েছেন। সে ধারাবাহিকতায় এ দায়িত্ব আমাদের ওপর বর্তেছে। তাই দীন প্রতিষ্ঠার কাজে কোনোভাবেই শৈথিল্য প্রদর্শন করা যাবে না, বরং নিজেদের সকল সামর্থ্য উজাড় করে দিয়ে ময়দানে আপসহীন থাকতে হবে। তিনি ইসলামী আন্দোলনের জন্য ঢাকা মহানগরী উত্তরকে একটি মডেল মহানগরীতে পরিণত করতে রুকনদের ঐতিহাসিক ভ‚মিকা পালনের আহŸান জানান।
অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, ঢাকা মহানগরী উত্তর জামায়াত ইতোমধ্যেই ইসলামী আন্দোলনের দুর্গে পরিণত হয়েছে। আমি নিজেও বসবাস সূত্রে এ মহানগরীর রুকন হিসেবে গর্ববোধ করি। এ মুহূর্তে আমাদের পক্ষে ঘরে বসে থাকার সুযোগ নেই, বরং বিজয় নিশ্চিত করার জন্য আমাদের সকলকে ময়দানে অকুতোভয় সৈনিক হয়ে কাজ করতে হবে। এ মহানগরীকে পরিণত করতে হবে একটি আদর্শ ও অনুসরণীয় মহানগরীতে। তাহলেই দীনের বিজয় সহজ হতে সহজতর হবে।
মাওলানা এটিএম মা’ছুম বলেন, দীন আমাদের জন্য জীবনাদর্শ। যার মধ্যে দীন কায়েমের জযবা নেই, মূলত তার মধ্যে ঈমানই নেই। তাই দীন প্রতিষ্ঠার ক্ষেত্রে আমদেরকে জীবনের সকল ক্ষেত্রেই থাকতে হবে আপসহীন। এ কাজে গুরুত্বপূর্ণ ভ‚মিকা রেখে যাচ্ছে ঢাকা মহানগরী উত্তর জামায়াত। তিনি নতুন মেয়াদে দায়িত্বপ্রাপ্ত মহানগরী আমীরকে সর্বাত্মকভাবে সফল করতে রুকনদের যথাযথ ভ‚মিকা পালনের আহŸান জানান।
সেলিম উদ্দিন বলেন, কোনো বাধা-প্রতিবন্ধকতার মুখে আমাদের থেমে গেলে চলবে না, বরং দীন বিজয়ের জন্য জীবনের সর্বশক্তি নিয়োগ করতে হবে। এজন্য আত্ম ও পরিবার গঠনের কোনো বিকল্প নেই। একই সাথে দাওয়াতি কার্যক্রমেরও স¤প্রসারণ ঘটাতে হবে। তিনি ঢাকা মহানগরী উত্তরকে ইসলামী আন্দোলনের দুর্জেয় দুর্গ হিসেবে গড়ে তুলতে রুকনদের ঐতিহাসিক অবদান রাখার আহŸান জানান। তিনি দায়িত্ব পালনে সকলের কাছে দোয়া ও সহযোগিতা চান। প্রেস বিজ্ঞপ্তি।
অধ্যাপক মুজিবুর রহমান জামায়াতে ইসলামী - ঢাকা মহানগর উত্তর রুকন সম্মেলন