মোশাররফ হোসেন খান-এর কবিতা

পাথর-হৃদয়

অতিথি লেখক
২২ মে ২০২৫ ১৭:১০

মোশাররফ হোসেন খান-এর কবিতা পাথর-হৃদয়

সকৌতুকে দেখে যাই কত কিছু।
দেখে যাই কীভাবে মেশিনে চূর্ণ হচ্ছে
বিশাল গাছের গুঁড়ি।
চূর্ণ হচ্ছে লোহা ইট পাথর এমনকি পাহাড়ও।

কিন্তু মানুষের হৃদয়ে যদি
পাথর জমে যায়,
তাহলে সেটা চূর্ণ করতে পারে
এমন মেশিন কোথায়?

পাথর-হৃদয়,
সে এক অলীক পাথর—-
ভীষণ ভয়ংকর সদৃশ!

আহ্!
মানুষের হৃদয় যদি একটি সমুদ্র হতো,
অথবা
একটি বহমান প্রশস্ত নদী…!