সংবাদ শিরোনামঃ

বিশ্বব্যাপী শোক নিন্দা ও প্রতিবাদ ** আওয়ামী লীগকে সমর্থন না করায় বিচারের মুখোমুখি ** তারপরও কেন এই বিদ্যুৎ সঙ্কট ** ধৈর্য ও সাহসিকতার সাথে পরিস্থিতি মোকাবেলা করতে হবে : মকবুল আহমাদ ** সংলাপ সমঝোতার পরিবর্তে সংঘাতের পথে সরকার ** ট্রেড ইউনিয়ন নেতৃবৃন্দকে মানুষের কল্যাণে কাজ করতে হবে : অধ্যাপক মুজিব ** সরকারের সদিচ্ছার অভাবে পানি পাচ্ছে না বাংলাদেশ ** টাকার বিনিময়ে মনোনয়ন রাষ্ট্রের জন্য ভয়ঙ্কর ** দেশ জাতি ও ইসলামের জন্যই তার এ আত্মত্যাগ ** শেষ বিদায়ের আগে আব্বুর পাশে ** সঙ্কট মোকাবেলায় বেশি বেশি আল্লাহর সাহায্য কামনা করতে হবে ** কুড়িগ্রামে ধানের মণ ৪শ’ থেকে ৫শ’ টাকা॥ হতাশ কৃষক ** শোকার্ত মানুষের ঢল ** কাজী নজরুল ইসলামের একটি অনন্য দিক **

ঢাকা, শুক্রবার, ৬ জ্যৈষ্ঠ ১৪২৩, ১২ শাবান ১৪৩৭, ২০ মে ২০১৬

১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধকালে বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশের সর্ববৃহৎ ইসলামী রাজনৈতিক দল জামায়াতের ইসলামীর আমীর মাওলানা মতিউর রহমান নিজামীর ফাঁসির রায় কার্যকর করার একদিন পর দলটি গত ১২ মে বৃহস্পতিবার এক দিনের হরতালের ডাক দিলে সারাদেশে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। চলমান হরতালের মাঝে সারাদেশে পুলিশি নিরাপত্তা ব্যাপকভাবে জোরদার করা হয়েছে। তারপরও দেশের বিভন্ন জায়গায় জামায়াতের ইসলামীর সমর্থকরা সরকারের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল প্রদর্শন করছে। ফাঁসির রায় কার্যকর করায় তারা প্রতিবাদ জানাচ্ছে।

রাজশাহী শহরের উত্তর-পশ্চিমাঞ্চলে জামায়াতে ইসলামীর কর্মীরা এমন একটি বিক্ষোভ মিছিল বের করলে বিক্ষোভকারীদের উপর রাবারের বুলেট ছুড়ে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। প্রায় ২০ জন বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে। বন্দরনগরী চট্টগ্রামে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও জামায়াতে ইসলামীর কর্মীদের মধ্যে এক সংঘর্ষের খবর জানা গেছে, যেখানে জামায়াতের প্রায় ২৫০০ কর্মী বিক্ষোভ মিছিলে যোগদান করেন। বিক্ষোভ মিছিল ও সংঘর্ষ প্রতিরোধ করতে নিরাপত্তা আরো কঠোর করা হয়েছে। ঢাকার প্রধান সড়কগুলোতে পুলিশের চেকপয়েন্ট বসানো হয়েছে এবং রাজধানীজুড়ে হাজার হাজার পুলিশ টহল দিচ্ছে।

গত ১১ মে বুধবার দেশের বিভিন্ন শহরে নিজামীর গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। সাম্প্রতিক মাসগুলোতে জামায়াতের ইসলামীর কর্মীরা কোনো ধরনের প্রতিবাদ সমাবেশ করতে সক্ষম হয়নি। বিশেষ করে নিরাপত্তা বাহিনীর কঠোর অবস্থানের কারণে। এর মধ্যে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করার কথা চিন্তা করছে। ২০১৩ সাল থেকে দেশের সর্ববৃহৎ ইসলামী দলটিকে ইতোমধ্যে সব ধরনের নির্বাচনে অংশগ্রহণ থেকে দূরে রাখা হয়েছে। ঢাকা কেন্দ্রীয় কারাগারে ১১ মে বুধবার মধ্যরাতের পরপরই মতিউর রহমান নিজামীর ফাঁসি কার্যকর করা হয়। এর আগে বিশেষ ট্রাইব্যুনালের ঘোষিত মৃত্যুদণ্ডের বিরুদ্ধে নিজামীর শেষ আবেদনও দেশের সর্বোচ্চ আদালতে খারিজ হয়ে যায়। এক বিবৃতিতে ফাঁসির নিন্দা জানিয়ে জামায়াত বৃহস্পতিবার সারাদেশে এক সাধারণ হরতালের ডাক দেয়। অভিযুক্ত যুদ্ধাপরাধীদের বিচার করা শেখ হাসিনার সরকারকে একটা বড় ধরনের চ্যালেঞ্জের মুখে ঠেলে দিয়েছে। নিজামীর মতো অভিযুক্তদের ফাঁসি কার্যকর থামাতে আন্তর্জাতিক সম্প্রদায়ের বড় ধরনের চাপের মধ্যে রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও হিউম্যান রাইটস ওয়াচ নিজামীর মৃত্যুদণ্ড কার্যকর করার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে। মানবাধিকার সংগঠনগুলো বিচার প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তুলেছে। কিন্তু শেখ হাসিনা ও তার সরকার বিচার প্রক্রিয়ার সমালোচনা প্রত্যাখ্যান করেছেন।

প্রশ্নবিদ্ধ বিচার : হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া অঞ্চলের উপপরিচালক ফিল রবার্টসন বলেছেন, নিজামীর বিচার প্রক্রিয়া না মুক্ত, না স্বচ্ছ। ট্রাইব্যুনালে মানসম্মত স্বচ্ছ বিচার প্রক্রিয়ার অভাব রয়েছে।

তিনি বলেন, ‘যুদ্ধাপরাধের এই বিচারগুলোতে আমরা গুরুত্বপূর্ণ কিছু সমস্যা দেখতে পেয়েছি। ট্রাইব্যুনালের বিচারক বিচার কৌশলের ব্যাপারে ট্রাইব্যুনালের বাইরের উপদেষ্টা ও আইনজীবীদের সাথে এমনভাবে  আলোচনা করছেন যা ট্রাইব্যুনালের প্যানেলের ব্যাপারে উদ্বেগের সৃষ্টি করেছে’। ৪৮০ জন লোককে হত্যাসহ ১৯৭১ সালে সংঘটিত তিনটি বড় ধরনের অপরাধে নিজামীকে অভিযুক্ত করা হয়েছে। এছাড়া বাংলাদেশের স্বাধীনতা অর্জনের মাত্র দুই দিন আগে শিক্ষক, সাংবাদিক ও ডাক্তারসহ বেশ কয়েকজন বুদ্ধিজীবীকে হত্যার জন্য তাকে দায়ী করা হয়েছে। বাংলাদেশ সরকার বলছে, নয় মাস ধরে চলা যুদ্ধে স্থানীয় রাজাকারদের সহযোগিতায় পাকিস্তানি হানাদার বাহিনী ৩০ লাখ লোককে হত্যা করে, ২ লাখ নারীকে ধর্ষণ করে এবং আরো এক কোটি লোককে দেশ ছেড়ে শরণার্থী হতে বাধ্য করে। তবে সরকারের দেওয়া আহত-নিহতদের সংখ্যা নিয়ে দেশের বুদ্ধিজীবীদের মধ্যে মতবিরোধ রয়েছে। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধকালে সংঘটিত যুদ্ধাপরাধের জন্য ২০১৩ সাল থেকে বিরোধী দলগুলোর অন্তত পাঁচজন নেতাকে ফাঁসিতে ঝোলানো হয়েছে। মতিউর রহমান নিজামী ছিলেন এদের মধ্যে পঞ্চম।

হয়রানির অভিযোগ : ইতঃপূর্বে জামায়াতে ইসলামীর আরো তিনজন নেতা  এবং বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রধান বিরোধী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন জ্যেষ্ঠ নেতাকে ফাঁসি দেওয়া হয়েছে। ঢাকাভিত্তিক অনুসনদ্ধানী সাংবাদিক ডেভিড বার্গম্যান বলেন, ‘সন্দেহ নেই যে জামায়াতে ইসলামীর অনেক নেতাদেরকে টার্গেট করে বিচার ও ফাঁসির ব্যাপারে দলটি উদ্বিগ্ন এবং দলটি বর্তমানে তাৎপর্যপূর্ণ নিপীড়নের শিকার।’ বিদেশে অবস্থান করছেন জামায়াতে ইসলামীর এমন একজন শীর্ষ নেতা স্বীকার করেছেন যে, ১৯৭১ সালে নিজামী পাকিস্তানের সমর্থক ছিলেন। কিন্তু তার বিরুদ্ধে হত্যা, ধর্ষণের অভিযোগগুলো সত্য নয়। ট্রাইব্যুনাল নিজেই সেগুলো প্রমাণ করতে একেবারেই ব্যর্থ হয়েছে। তিনি বলেন, ‘জামায়াতে ইসলামীর বাংলাদেশের নেতারা সাংবাদিকদের কোনো সাক্ষাৎকারও দিতে পারছেন না। কারণ তাদের ফোনগুলোতে আড়িপাতা হয়েছে এবং গণমাধ্যমের সাথে কথা বললে তাদের পরিবার- পরিজন হয়রানির শিকার হচ্ছেন’।

‘শুধু নেতারাই নন, পুলিশের নির্যাতন ও হয়রানির ভয়ে মাঝারি মানের নেতা, এমনকি সাধারণ কর্মীরাও তাদের ঘর-বাড়ি ছেড়ে যেতে বাধ্য হয়েছে। এই সরকারের হিংসাপরায়ণ আচরণের কারণে তারা আজ নিজ দেশে শরণার্থীর মতো।’

‘আস্তে আস্তে ইসলামের মূলোৎপাটন করাই তাদের একমাত্র এজেন্ডা এবং যারাই তাদের এই নীতির বিরোধিতা করছে বলে তারা মনে করছে তাদেরকে তারা টার্গেট করছে।’

এ পাতার অন্যান্য খবর

অন্যান্য মিডিয়া bdnews24 RTNN Sheersha News barta24 Prothom Alo Daily Nayadiganta Jugantor Samakal Amardesh Kaler Kantho Daily Ittefaq Daily Inqilab Daily Sangram Daily Janakantha Amader Shomoy Bangladesh Pratidin Bhorerkagoj Daily Dinkal Manob Zamin Destiny Sangbad Deshbangla Daily Star New Age New Nation Bangladesh Today Financial Express Independent News Today Shaptahik 2000 Computer Jagat Computer Barta Budhbar Bangladesherkhela Holiday Bangladesh Monitor BBC Bangla Pars Today
homeabout usdeveloped by

ভারপ্রাপ্ত সম্পাদকঃ মো. তাসনীম আলম।

এটিএম সিরাজুল হক কর্তৃক হক প্রিন্টার্স ১০/৮ আরামবাগ, ঢাকা-১০০০ হতে মুদ্রিত ও প্রকাশিত। যোগাযোগের ঠিকানাঃ ৪২৩ এলিফেন্ট রোড, বড় মগবাজার, ঢাকা - ১২১৭।

ফোন: ৮৮ ০২ ৪৮৩১৯০৬৫, ই-মেইল: sonarbanglaweekly@gmail.com, weeklysonarbangla@yahoo.com, সার্কুলেশন: ০১৫৫২৩৯৮১৯০, বিজ্ঞাপন: ৪৮৩১৫৫৭১, ০১৯১৬৮৬৯১৬৮, ০১৭৩৪০৩৬৮৪৬।