সংবাদ শিরোনামঃ

খুনিদের বিচার করতে হবে ** দেশে সঙ্কট আরো বাড়বে ** লাগামহীন লুটপাটের যোগান দিতেই সরকার দাম বাড়াচ্ছে ** ব্যাংকিং খাতে সীমাহীন লুটপাট ** গাজায় গণহত্যার দায়ে ইসরাইলের বিচার দাবিতে বিশ্ব জনমত গঠন করতে হবে ** বাংলাদেশে অদ্ভুত কাণ্ড শুরু হয়েছে ** প্রতি বছর দুর্ঘটনার সংখ্যা এবং এতে ক্ষতির পরিমাণ বাড়ছে ** গণতান্ত্রিক সরকার ছাড়া জনগণের জানমাল নিরাপদ নয় ** এ এক অসহায়ত্বের যুগ ** বাংলাদেশ : সম্ভাবনা ও চ্যালেঞ্জ ** নাটোরে মর্মান্তিক বাস দুর্ঘটনায় নিহত ৩৪ ** পুলিশের গুলিতে পা হারাল সাজু ** তেঁতুলিয়ার টুপি কারখানার শ্রমিকরা মহাব্যস্ত ** ২৮ অক্টোবর : ইতিহাসের কালো অধ্যায় ** মানবতার কান্না ** ২৮ অক্টোবর ও তার বেনিফিশিয়ারি ** ২৮ আক্টোবর যেন ফিরে না আসে বার বার ** রক্তের তৃষ্ণা প্রবলতর হয়েছে **

ঢাকা, শুক্রবার, ৯ কার্তিক ১৪২১, ২৮ জিলহজ ১৪৩৫, ২৪ অক্টোবর ২০১৪

শিবিরের ৩৪তম শহীদ জহির উদ্দীন মু. লিটনের ২৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা শিবিরের সভাপতি মুহাম্মদ তারেক হোছাঈন

চট্টগ্রাম দক্ষিণ জেলা শিবিরের সভাপতি মুহাম্মদ তারেক হোছাঈন বলেন, ফ্যাসিবাদ ক্ষণস্থায়ী কিন্তু ইসলাম এক চিরস্থায়ী মতবাদ। ফ্যাসিবাদী দল বা সরকার জনসাধারণ জিম্মি করে বিরোধী দমনে একের পর এক ষড়যন্ত্র করে। বেছে নেয় হত্যা, গুম ও নির্যাতনের পথ। পৃথিবীর আদিকাল থেকে ক্ষণিকের জন্য তারা পুরো জাতিকে শোষণ করে থাকে। কিন্তু তাদের পতন নজিরবিহীন ইতিহাস সৃষ্টি করেছিল। আজ আওয়ামী ফ্যাসিবাদী সরকারও অভিন্ন আচরণ করে যাচ্ছে। বিরোধী দমনের লক্ষ্যে জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের নেতৃবৃন্দের উপর হত্যাযজ্ঞ ও নির্যাতন চালাচ্ছে। শাহাদাত ও নির্যাতন ইসলামী আন্দোলন বা আদর্শিক সংগঠনের নিয়ামক শক্তি। তাই জেল জুলুম, হত্যা ও অবর্ণনীয় নির্যাতন চালিযে অব্যাহত আন্দোলনকে রুদ্ধ করা যাবে না। ইসলামী ছাত্রশিবিরের ৩৪তম শহীদ জহির উদ্দীন মু. লিটনের ২৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে সাতকানিয়া শিবিরের আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। শহীদের গর্বিত পিতা শ্রদ্ধেয় নুর হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চুনতি কামিল মাদরাসা শিবিরের সাবেক সভাপতি মাওলানা ফজলুল কাদের, কেরানীহাট সাথী শাখার সভাপতি মিছবাহুর রহমান, ছদাহা থানা শাখার সভাপতি মুহাম্মদ আসাদ উল্লাহ, কেরানীহাট শাখার সেক্রেটারি মাহমুদুল হাছান প্রমুখ।

নেতৃবৃন্দ আরো বলেন, ১৯৮৯ সালের ১৫ অক্টোবর জামায়াতে ইসলামী ঘোষিত দেশব্যাপী গণজাগরণ দিবস পালিত হচ্ছিল। কেন্দ্র ঘোষিত কর্মসূচি বাস্তবায়ন উপলক্ষে দোহাজারীতে গণজাগরণ দিবসের মিছিল বের করা হয়। হাজার হাজার নেতাকর্মীর জোয়ার ফ্যাসিবাদী সরকারের লালিত সন্ত্রাসী ও বাতিলের তাবেদার ছাত্রসেনার কাছে পছন্দ হয়নি। তাদের লালিত সন্ত্রাসীরা একপর্যায়ে মিছিলের উপর বোমা ও গুলিবর্ষণ করে। বোমা ও গুলির আঘাতে আহত হন জহির উদ্দীন মু. লিটন, নুরুল ইসলাম, আলী হোসাইন, নাসির উদ্দীন, মুহাম্মদ মহসীন, সুলতান আহমদ, মফিজ সহ প্রায ৪০ জন। গুরুতর আহত ও গুলিবিদ্ধ ৭ জন তাৎক্ষণিক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। পথচারী নুরুল ইসলাম ১৬ অক্টোবর শেষ নি:শ্বাস ত্যাগ করেন। পরদিন ১৭ অক্টোবর মধ্যরাতে মহান প্রভুর সান্নিধ্যে পৃথিবীর মায়া ত্যাগ করেন শহীদ জহির উদ্দীন মু. লিটন। বাতিলের ধ্বজাধারীরা ইসলামী আন্দোলনকে দোহাজারীতে স্থায়ীভাবে বন্ধ করতে চাইলেও কুরআনের সৈনিকদের রুখে দিতে বারবার ব্যর্থ হয়েছে। শত ষড়যন্ত্রের ব্যর্থতার ফলে আজ বাতিলের ফ্যাসিবাদী শিখা মৃদু আকার ধারণ করেছে। আগামীতে ঐ শিখা চিরতরে নিভে যাবে, ইনশাআল্লাহ।  প্রেস বিজ্ঞপ্তি।

এ পাতার অন্যান্য খবর

অন্যান্য মিডিয়া bdnews24 RTNN Sheersha News barta24 Prothom Alo Daily Nayadiganta Jugantor Samakal Amardesh Kaler Kantho Daily Ittefaq Daily Inqilab Daily Sangram Daily Janakantha Amader Shomoy Bangladesh Pratidin Bhorerkagoj Daily Dinkal Manob Zamin Destiny Sangbad Deshbangla Daily Star New Age New Nation Bangladesh Today Financial Express Independent News Today Shaptahik 2000 Computer Jagat Computer Barta Budhbar Bangladesherkhela Holiday Bangladesh Monitor BBC Bangla Pars Today
homeabout usdeveloped by

ভারপ্রাপ্ত সম্পাদকঃ মো. তাসনীম আলম।

এটিএম সিরাজুল হক কর্তৃক হক প্রিন্টার্স ১০/৮ আরামবাগ, ঢাকা-১০০০ হতে মুদ্রিত ও প্রকাশিত। যোগাযোগের ঠিকানাঃ ৪২৩ এলিফেন্ট রোড, বড় মগবাজার, ঢাকা - ১২১৭।

ফোন: ৮৮ ০২ ৪৮৩১৯০৬৫, ই-মেইল: sonarbanglaweekly@gmail.com, weeklysonarbangla@yahoo.com, সার্কুলেশন: ০১৫৫২৩৯৮১৯০, বিজ্ঞাপন: ৪৮৩১৫৫৭১, ০১৯১৬৮৬৯১৬৮, ০১৭৩৪০৩৬৮৪৬।