সংবাদ শিরোনামঃ

খুনিদের বিচার করতে হবে ** দেশে সঙ্কট আরো বাড়বে ** লাগামহীন লুটপাটের যোগান দিতেই সরকার দাম বাড়াচ্ছে ** ব্যাংকিং খাতে সীমাহীন লুটপাট ** গাজায় গণহত্যার দায়ে ইসরাইলের বিচার দাবিতে বিশ্ব জনমত গঠন করতে হবে ** বাংলাদেশে অদ্ভুত কাণ্ড শুরু হয়েছে ** প্রতি বছর দুর্ঘটনার সংখ্যা এবং এতে ক্ষতির পরিমাণ বাড়ছে ** গণতান্ত্রিক সরকার ছাড়া জনগণের জানমাল নিরাপদ নয় ** এ এক অসহায়ত্বের যুগ ** বাংলাদেশ : সম্ভাবনা ও চ্যালেঞ্জ ** নাটোরে মর্মান্তিক বাস দুর্ঘটনায় নিহত ৩৪ ** পুলিশের গুলিতে পা হারাল সাজু ** তেঁতুলিয়ার টুপি কারখানার শ্রমিকরা মহাব্যস্ত ** ২৮ অক্টোবর : ইতিহাসের কালো অধ্যায় ** মানবতার কান্না ** ২৮ অক্টোবর ও তার বেনিফিশিয়ারি ** ২৮ আক্টোবর যেন ফিরে না আসে বার বার ** রক্তের তৃষ্ণা প্রবলতর হয়েছে **

ঢাকা, শুক্রবার, ৯ কার্তিক ১৪২১, ২৮ জিলহজ ১৪৩৫, ২৪ অক্টোবর ২০১৪

আবু সাইদ বিশ্বাস, সাতক্ষীরা থেকে : ভয়াবহ লোডশেডিংয়ের কবলে পড়েছে সাতক্ষীরাবাসী। একদিকে প্রচণ্ড ভ্যাপসা গরম, অপরদিকে ভয়াবহ লোডশেডিং। এতে করে নাকাল হয়ে পড়েছেন জেলাবাসী। স্থবির হয়ে পড়ছে উৎপাদনকারি প্রতিষ্ঠানগুলো। জেলার শিল্প কলকারখানাগুলো বন্ধ হবার উপক্রম হয়েছে। ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ না থাকায় কলকারখানাগুলোতে অচলাবস্থার সৃষ্টি হয়েছে। সন্ধ্যার পর জেলা ও উপজেলাসহ বিভিন্ন বাজার পরিণত হচ্ছে ভুতুড়ে এলাকায়। দিনের বেলা বিদ্যুৎ না থাকায় অফিস, আদালত, স্কুল-কলেজ, ব্যবসা প্রতিষ্ঠানগুলো অচল হয়ে পড়ছে। চলছে জেএসসি ও জেডিসি পরীক্ষার্থীদের চূড়ান্ত মডেল টেস্ট। এসএসসি ও সমমানের টেস্টও আসন্ন। পিএসসি পরীক্ষাও শুরু হবে ক’দিন পর। এদিকে বিদ্যুৎ না থাকার কারণে প্রচণ্ড গরম সহ্য করতে না পেরে অসুস্থ হয়ে পড়েছে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। অসহনীয় গরমে অতিষ্ঠ হয়ে হাপিয়ে উঠছে শিক্ষার্থীরা। সম্প্রতি শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নের ছফিরুনেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ৩০-৩৫ জন ছাত্রী হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে বলে জানা গেছে। এদিকে সাতক্ষীরা একটি সম্ভাবনাময় জেলা। চিংড়ি শিল্প এ জেলার অর্থনৈতিক বিকাশের সম্ভাবনাময় খাত। চিংড়ি শিল্পের বিকাশে বরফ অতীব জরুরি। কিন্তু বিদ্যুতের লোডশেডিং থাকায় বরফ কলগুলোতে উৎপাদন চরমভাবে ব্যাহত হচ্ছে বলে জানান ভুক্তভুগীরা।

বিসিক শিল্পনগরীর প্রতিষ্ঠানগুলো রয়েছে অচলাবস্থায়। বিদ্যুতের ভয়াবহ লোডশেডিংয়ের কবলে জেলার পোল্ট্রি শিল্প মালিকরা। অফিস, আদালত, স্কুল, কলেজ সর্বত্রই বিদ্যুতের অভাবে অচলাবস্থা। স্কুলে মাল্টিমিডিয়া ক্লাসরুমে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টশনের মাধ্যমে শ্রেণি কার্যক্রম পরিচালনায় চরম ব্যাঘাত সৃষ্টি হচ্ছে বলে জানান শিক্ষকরা। এছাড়া তথ্য আদান প্রদানেও চরম বাধা হয়ে দাঁড়িয়েছে লোডশেডিং। এমন ভয়াবহ পরিস্থিতিতে সাতক্ষীরা বিদ্যুৎ বিভাগ কোনো সুখবর দিতে পারেনি গ্রাহকদের।

সাতক্ষীরা বিদ্যুৎ বিভাগ সূত্র জানায়, জেলা শহরে বিদ্যুতের চাহিদা রয়েছে ১২/১৩ মেগাওয়াট। কিন্তু গড় প্রাপ্তি মাত্র ৭ মেগাওয়াট। জেলা শহরে ৭টি ফিডার রয়েছে। ফিডারগুলো হচ্ছে শহর ফিডার, কাটিয়া ফিডার, হাসপাতাল ফিডার, লাবসা ফিডার, সুলতানপুর ফিডার, মেডিকেল ফিডার ও পুরাতন সাতক্ষীরা ফিডার। প্রতিদিন সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বিদ্যুতের গড় প্রাপ্তি সাড়ে ৫ মেগাওয়াট। কিন্তু এসময় বিদ্যুতের চাহিদা থাকে ৯/১০ মেগাওয়াট। সূত্র আরো জানায়, সন্ধ্যা ৬টার পর থেকে ভোর ৬টা পর্যন্ত পিকআওয়ার। এ সময় বিদ্যুতের চাহিদা সব চেয়ে বেশি। চাহিদার তুলনায় বিদ্যুৎ ঘাটতি থাকায় লোডশেডিং হচ্ছে বলে জানায় সূত্র।

এব্যাপারে পাটকেলঘাটা পল্লী বিদ্যুৎ অফিস সূত্র জানায়, সমিতির আয়তন ২২৪৪ বর্গ কিলোমিটার। পাটকেলঘাটার অধীনে রয়েছে ১৫টি এলাকা। জেলার ১৫০৭টি গ্রামের ১৪২০৪১ জন গ্রাহকের মাঝে বিদ্যুৎ সেবা পৌঁছে দেয়া হচ্ছে। জেলায় ৩৯৭৩ দশমিক ৮৪৫ কিলোমিটার বিদ্যুৎ লাইন স্থাপন করা হয়েছে। এরমধ্যে ৩৪৫৭ দশমিক ২০৮ কিলোমিটার বিদ্যুতায়ন করা হয়েছে। এছাড়া ১৫৫৯৩০ জন গ্রাহকের সংযোগ সুবিধা সৃষ্টি করা হয়েছে। জেলায় বিদ্যুতের চাহিদা রয়েছে ৪৩ মেগাওয়াট। কিন্তু প্রাপ্তি তার অর্ধেকেরও কম। সুতরাং লোডশেডিং তো থাকবেই।

এদিকে অপর একটি সূত্র জানায়, সাতক্ষীরা ওজোপডিকো বিদ্যুৎ অফিসের নবাগত নির্বাহী প্রকৌশলী মো. কওছার আলির যোগদানের পর থেকে ভয়াবহ লোডশেডিং শুরু হয়েছে। তিনি এর আগেও সাতক্ষীরায় কর্মরত থাকাকালে ভয়াবহ লোডশেডিংয়ের কবলে পড়লে ঝাড়– মিছিল হলে তাকে বাগেরহাট বদলি করেছিলো বিদ্যুৎ বিভাগ। এছাড়া তার বিরুদ্ধে বৈদ্যুতিক ট্রান্সফর্মার টাকার বিনিময়ে পরিবর্তন করার অভিযোগ তুলেছিলেন আইনজীবী সমিতির নেতৃবৃন্দ। তিনি আবারও সাতক্ষীরায় বদলী হয়ে আসায় শুরু হয়েছে লোডশেডিং।

এ পাতার অন্যান্য খবর

অন্যান্য মিডিয়া bdnews24 RTNN Sheersha News barta24 Prothom Alo Daily Nayadiganta Jugantor Samakal Amardesh Kaler Kantho Daily Ittefaq Daily Inqilab Daily Sangram Daily Janakantha Amader Shomoy Bangladesh Pratidin Bhorerkagoj Daily Dinkal Manob Zamin Destiny Sangbad Deshbangla Daily Star New Age New Nation Bangladesh Today Financial Express Independent News Today Shaptahik 2000 Computer Jagat Computer Barta Budhbar Bangladesherkhela Holiday Bangladesh Monitor BBC Bangla Pars Today
homeabout usdeveloped by

ভারপ্রাপ্ত সম্পাদকঃ মো. তাসনীম আলম।

এটিএম সিরাজুল হক কর্তৃক হক প্রিন্টার্স ১০/৮ আরামবাগ, ঢাকা-১০০০ হতে মুদ্রিত ও প্রকাশিত। যোগাযোগের ঠিকানাঃ ৪২৩ এলিফেন্ট রোড, বড় মগবাজার, ঢাকা - ১২১৭।

ফোন: ৮৮ ০২ ৪৮৩১৯০৬৫, ই-মেইল: sonarbanglaweekly@gmail.com, weeklysonarbangla@yahoo.com, সার্কুলেশন: ০১৫৫২৩৯৮১৯০, বিজ্ঞাপন: ৪৮৩১৫৫৭১, ০১৯১৬৮৬৯১৬৮, ০১৭৩৪০৩৬৮৪৬।