আজকের শিশুরাই আগামীর বাংলাদেশ গড়ার কারিগর -সাইফুল আলম খান মিলন
৩০ অক্টোবর ২০২৫ ১৭:২৭
বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ঢাকা-১২ আসনের জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা সাইফুল আলম খান মিলন বলেছেন, আজকের শিশুরাই আমাদের আগামীর বাংলাদেশ গড়ার কারিগর। তাদের সঠিক শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলা আমাদের দায়িত্ব। তিনি গত ২৫ অক্টোবর শনিবার রমনা আইডিয়াল দাখিল মাদরাসার বার্ষিক অভিভাবক সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। রমনা আইডিয়াল দাখিল মাদরাসার চেয়ারম্যান ড. হাবিবুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ঢাকা মহানগরী উত্তর জামায়াতের নায়েবে আমীর জননেতা আব্দুর রহমান মূসা, রমনা থানা শিক্ষা অফিসার আব্দুল্লাহ আল মারুফ, নয়াটোলা মাদরাসা কমপ্লেক্সের পরিচালক হাফেজ মাওলানা ফারুক আহমেদ ভূঁইয়া। এছাড়া উপস্থিত ছিলেন জামায়াতের রমনা থানা সেক্রেটারি খন্দকার রুহুল আমিন, ম্যানেজিং কমিটির সদস্য ডা. আবুল হাশেম মুন্সী ও মো. আব্দুল কুদ্দুস। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন মাদরাসার প্রিন্সিপাল হাফেজ মাওলানা আব্দুল কাদের। অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীদের সাংস্কৃতিক পরিবেশনায় অভিভাবক ও আগত অতিথিবৃন্দ সন্তুষ্টি প্রকাশ করেন। প্রেস বিজ্ঞপ্তি।